🦊🦊😍😍DIY-এসো নিজে করি"রঙিন কাগজ দিয়ে পাখা"(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊😍😍

in আমার বাংলা ব্লগ2 years ago
  • ১৬বৈশাখ
  • ১৪২৯বঙ্গাব্দ।
  • শুক্রবার ম
  • ডাই প্রজেক্ট

IMG20220429130742.jpg

হেলো বন্ধুরা

সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। বন্ধুরা আমার আজকের ব্লগে আমি শেয়ার করবো রঙিন কাগজ দিয়ে একটি পাখা বানানো তাহলে চলুন শুরু করা যাক।


উপকরন:

  • রঙিন কাগজ
  • সাদা পেপার
  • ক্রাফট আঠা
  • স্কেল
  • মোটা পেপার

ধাপ-১

IMG_20220429_223505.jpg

বন্ধুরা প্রথমে আমরা ৩০ সে.মি লম্বা মোটা পেপার কাটবো এরপরে সেগুলো কে চিকন করে কেটে নিব।কাটা হলে সেগুলো একটার উপর আরেকটি আঠা দিয়ে লাগিয়ে দিব।


ধাপ-২

IMG_20220429_223522.jpg

আঠা দিয়ে লাগিয়ে দেওয়ার পরে এবার একই মাপের সাদা পেপার নিব এবং সেটা আঠা দিয়ে চারিদিকে লাগিয়ে দিব হয়ে যাবে পাখার ডান্টি।


ধাপ-৩

IMG_20220429_223558.jpg

এরপরে আমরা ১৭ টা ছোট ফুল বানাবো ৮গুন ৮ সে.মি কেটে নিব এবং চিত্রে দেখানো উপায়ে ভাজ দিয়ে কাটবো হয়ে যাবে ফুল। ফুলের মাঝে রঙিন কাগজ এর ফোটা আঠা দিয়ে লাগিয়ে দিব।


ধাপ-৪

IMG_20220429_223655.jpg

এরপরে আমরা পাখার মুল জিনিসটা বানাবো।
২৪ গুন ২১ সে.মি কাগজ কাটবো এরপরে সেগুলো এপাশ ওপাশ করে ভাজ দিব।এভাবে দুটো বানাবো এরপরে এই দুটো একসাথে করে আঠা মেরে লাগিয়ে দিব।


ধাপ-৫

IMG20220429130417.jpg

IMG20220429130521.jpg

IMG20220429130727.jpg

IMG20220429130806.jpg

এরপরে আমরা সব গুলো জিনিস একসাথে করবো প্রথমে ডান্টির সাথে পাখনা লাগিয়ে দিব এরপরে ছোট ফুল গুলো পাখনাতে লাগিয়ে দিব হয়ে যাবে সুন্দর একটি পাখা।


বন্ধুরা এই ছিল আমার আজকের ডাই প্রজেক্ট আশা করছি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আবারো দেখা হবে আপনাদের সাথে ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 years ago 

ভাইয়া আপনার রঙিন কাগজ দিয়ে পাখা বানানো দেখতে খুবই সুন্দর হয়েছে।গরমে বাহিরে গেলে এই পাখা কাজে লাগবে।ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এভাবে পাখা তৈরির আইডিয়া আমার মাথায় একবারো আসেনি ভাইয়া। অসাধারণ হয়েছে আপনার কাজটি। আসলেই রঙিন পাখা টি দেখতে খুবই সুন্দর লাগছে ভাইয়া। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

সময়োপযোগী খুবই সুন্দর একটি জিনিস তৈরি করেছেন ভাইয়া। এত গরম যাচ্ছে, গরম আর সহ্য হচ্ছে না। আপনি রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ভাবে একটি হাত পাখা তৈরি করেছেন। যা দিয়ে মনে হচ্ছে বাতাস করলে ভালো লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে হাত পাখা তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

বাহ!! ভাইয়া আপনি তো খুবই আকর্ষণীয় একটি পাখা তৈরি করেছেন তাও আবার রঙিন কাগজ দিয়ে। দেখতে খুব ভালো লাগছে। রঙিন কাগজের পাখাটিতে ডিজাইন করে ফুল তৈরি করে পাখাটিতে বসিয়ে দিয়েছেন। যা দেখতে অনেক অনেক ভালো লেগেছে। পাখা তৈরীর প্রতিটি ধাপ আমাদের দেখিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

দিনে যা গরম ভাইয়া, আপনার পাখাটা যদি একটু ধার দিতেন ভালো হইতো..🙃🙃
যাই হোক ভাইয়া মজা করলাম আপনার রঙিন কাগজের পাখা কিন্তু অনেক সুন্দর হয়েছে ভাইয়া, একবারে নিখুঁত ভাবে প্রজেক্টি সম্পুর্ন করেছেন, শুভকামনা রইলো আপনার জন্য ভাইয়া।

 2 years ago 

আপনি রঙ্গিন কাগজ দিয়ে দারুন একটি পাখা বানিয়েছেন। এই গরমে আপনার পাখাটি আমার খুবই দরকার। আর এখন তো কারেন্ট নাই আমাকে আপনার পাখাটি পাঠিয়ে দিন। এত সুন্দর ভাবে রঙ্গিন কাগজ দিয়ে ধাপে ধাপে পাখা বানানোর পদ্ধতি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভাই যে গরম পড়েছে এই গরমের সময় লোডশেডিং হয় প্রচুর আর এ সময় এরকম যদি একটা পাখা থাকে সাথে তাহলে গরম নিয়ে তো আর কোনো চিন্তাই থাকবে না। সত্যি দারুন হয়েছে আপনার তৈরি করা রঙ্গিন কাগজের পাখা টি। আপনার উপস্থাপনা ও আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ।

 2 years ago 

এই ধরনের কাজ দেখলে আমার খুব ভালো লাগে। ছোটকাল থেকেই এরকম হাতে তৈরি কাজ দেখলে খুব ভাল লাগত এবং নিজেও চেষ্টা করতাম বানানোর জন্য। রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দরভাবে আপনি একটি পাখা তৈরি করেছেন। যা সত্যি অসাধারন একটি কাজ। ধন্যবাদ

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি পাখা তৈরি করেছেন ভাইয়া। গরমের মধ্যে পাখা খুবই দরকারি জিনিস। আপনি খুব সুন্দর ভাবে এটি তৈরি করেছেন। বিশেষ করে সাদা ফুল গুলো দেওয়ার কারণে খুব আকর্ষণীয় লাগছে দেখতে। আপনাকে ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর পাখা তৈরি করেছেন। সত্যিই আপনার পাখা তৈরি করার উপস্থাপন আমার খুবই ভালো লেগেছে। সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করলেন। শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56588.25
ETH 2399.94
USDT 1.00
SBD 2.32