বন্ধুদের সাথে ঘুরাঘুরি (১০% পে আউট লাজুক খ্যাকের জন্য) 🦊🦊🦊

in আমার বাংলা ব্লগlast year

হেলো বন্ধুরা

IMG20230907182722.jpg

সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে বিকেলে নদীর পারে ঘুরাঘুরির সুন্দর মুহুর্ত তাহলে চলুন শুরু করি আমার আজকের ব্লগ।


বাড়ির পাশে নদী হওয়াতে এক প্রকার সুবিধা বটে যখন তখন গিয়ে বসে থাকা যায় সুন্দর মুহুর্ত উপভোগ করা যায়।তার উপর এখন এখানে ব্রিজ হবার পরে আরো দারুন হয়ে গিয়েছে যায়গাটা।বিভিন্ন জায়গা থেকে মানুষ আশে এখানে ঘুরতে আমরা তো প্রতিদিন ই যায়। তো বিকেলে যায়ে বসে আছি ব্রিজ এর নিচে সেখানে আবার একটা ছোট চায়ের দোকান হয়েছে লোকজন মোটামুটি আসে আমার মাথা টা খুব ব্যাথা করছিলো সারাদিন কাজ করার ফলে।

IMG20230907171406.jpg

IMG20230907183333.jpg

IMG20230907182353.jpg

IMG20230907180601.jpg


তাই ভাবলাম এখান থেকে এক কাপ চা খাই যদি মাথা টা একটু থামে।অনেক ক্ষন পর চা পেলাম তবে বসে থাকতে ভাল লাগছিল ঠান্ডা বাতাস কতো সুন্দর মেঘলা পরিবেশ বেশ লাগছিলো।তো চা খেলা একটু সুস্থ লাগছিল তারপরে এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে আকাশে কালো মেঘ কেটে নীল হয়ে গিয়েছে অনেক সুন্দর একটা ভিউ ছিল তখন।আমরা আবার সবাই গেলাম ব্রিজের উপরে সন্ধ্যার পরে ব্রিজের উপর থেকে বেশ দারুন ভিউ পাওয়া যায়।

IMG20230907182522.jpg


ব্রিজের এক কোনে দাঁড়িয়ে সবাই গল্প করছিলাম আমাদের যা আজাইরা গল্প। আজ থেকে বছর খানিক আগে থেকে আমরা ভিডিও ক্রিয়েট এর চিন্তা নিয়েছিলাম কিন্তু চিন্তা মাথাতেই রয়ে গেছে বাস্তবায়ন আর হয়নি কালকে আবারো সেই চিন্তা সবাই বলে। তো আমি বললাম আগামিকাল জুম্মার নামাজের পরে সবাই বসে একটা মিটিং কেয়া যাবে এখন মুহুর্ত টা উপভোগ করি অনেক দারুন ফিলিংস ছিল একবার আসলে বুঝবেন এখানে।অনেক ধন্যবাদ সবাইকে ভাল থাকবেন সবাই।


পোস্টের বিবরণ

শ্রেণীনদীর ধারে বিকেলের সুন্দর মুহুর্ত
ক্যামেরাঅপু এ ৫ এস
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
Sort:  

ওহে আমার বন্ধুরা

 last year 

ধন্যবাদ।

 last year 

বন্ধুদের সাথে ঘুরাঘুরির দারুন একটি মুহূর্ত আজকে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন ভাইজান। বেশ ভালো লেগেছে আপনাদের এই সুন্দর বন্ধুত্বের বন্ধন দেখে। যেখানে একসঙ্গে ঘুরতে গিয়েছেন এবং সেখান থেকে ফটোগ্রাফি করেছেন তা আমাদের মাঝে আজকের এই পোস্টে তুলে ধরেছেন। সব মিলে ছিল অসাধারণ। আমার কাছে বেশ ভালো লেগেছে আপনাদের এই সুন্দর বন্ধন দেখে।

 last year 

ভাল লেগেছে জেনে খুশি হলাম।

 last year 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন নদীর ধারে বিকেলের সুন্দর মুহুর্ত কিছু অনুভূতি। আসলে বাড়ির পাশে যদি এমন নদী থাকে তাহলে সেখানে বন্ধুদের সাথে গিয়ে বসে থাকতে বেশ ভালোই লাগে। ব্রিজের নিচে ছোট্ট চায়ের দোকান আছে জেনে বেশ ভালো লাগলো। আসলে প্রকৃতির মাঝে এত সুন্দর একটি সময় উপভোগ করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 last year 

আপনাকেও ধন্যবাদ ভাই।

 last year 

আসলে বন্ধুদের সাথে ঘুরাঘুরি করার মজাই আলাদা। বাসার কাছাকাছি নদী থাকলে অনেক সুবিধা। বিকেলে বা সন্ধ্যার পর দারুণ সময় কাটানো যায়। আর ব্রীজ থাকলে তো কোনো কথাই নেই। ধীরে ধীরে আপনাদের সেখানকার এই ব্রীজে মানুষের আনাগোনা বাড়তে থাকবে। তখন ফুচকা থেকে শুরু করে অনেক কিছুই বিক্রি করবে। তখন আরো বেশি ভালো লাগবে আপনাদের কাছে। যাইহোক এতো সুন্দর অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65551.56
ETH 2659.92
USDT 1.00
SBD 2.89