এডমিশন টেস্ট শেষ পর্ব (১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊

in আমার বাংলা ব্লগ2 years ago
  • ৩ ভাদ্র
  • ১৪২৯বঙ্গাব্দ।
  • বুধবার
  • এডমিশন টেস্ট শেষ পর্ব

IMG20220813174616.jpg

হেলো বন্ধুরা


সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে ভার্সিটি এক্সাম এর শেষ পর্ব।তাহলে চলুন শুরু করা যাক।

IMG20220813165102.jpg

IMG20220813165530.jpg

IMG20220813155749.jpg

IMG20220813165555.jpg

IMG20220813162433.jpg

IMG20220813174412.jpg


আগের পোস্টে আমি ক্যাম্পাস ঘুরে শেষ করেছিলাম আর আজকের পোস্টা আমি সেখান থেকে বাসায় আসার মুহূর্ত শেয়ার করবো তাহলে চলুন শুরু করি।ক্যাম্পাস ঘুরে আমি গাড়ির জন্য দারাই আসলে সেদিন ভাড়া অনেক বেশি বেশি চাচ্ছিলো গাড়িতে। যেখানে ৫০ টাকা ভারা সেখানে ১০০ টাকা করে নিচ্ছিলো এটা নির্ঘাত দিনে দুপুরে ডাকাতি বলা চলে।


যাইহোক একটা টেম্পু গাড়ি পেলাম এটাকে আমাদের এখানে টেম্পু বলে তিন চাকার গাড়ি। যেতে যেতে কয়েকটা ছবি উঠাইলাম।রাস্তা টা অনেক সুন্দর লাগছিলো দুই ধারে গাছ সবুজে ভরে উঠেছে আর অসাধারন পরিবেশ সব মিলিয়ে দারুন লাগছিলো।এক সময় আমরা সবাই কুষ্টিয়া চলে আসলাম এরপরে সেখান থেকে একটা রিজাভ অটো ভাড়া করলাম।এরপরে আচতে আচতে আমরা এগোতে লাগলাম।


আমাদের কুমারখালিতে এলাম আমার অনেক জল তিস্না পেয়েছিল তাই একটা স্প্রাইট কিনলাম জলের অভাব পুরন এর জন্য।স্প্রাইট টা খেতে খেতে আমি হাটতে হাটতে আমাদের খেয়া ঘাটে পোছে গেলাম অনেক ক্ষন অপেক্ষা করলাম নৌকার জন্য নৌকা আসলো এরপরে আমি নদী পার হলাম।আর উপভোগ করছিলাম অসাধারন আকাশ টা।অনেক দারুন মুহূর্ত ছিল আপনাদের সাথে শেয়ার করে ভালো লাগলো ধন্যবাদ সবাইকে।


Sort:  
 2 years ago 

ভাইয়া আপনার এডমিশন টেস্ট এর শেষ পর্বটি পড়ে বেশ ভালই লাগলো। আর রাস্তার দুই ধারে সবুজ গাছের সারি থাকলে প্রকৃতি খুবই মনোরম দেখায়। ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

এডমিশন টেস্ট এর পোস্ট তো বেশ ভালো লাগলো এবং তার সাথে রাস্তার ধরে প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর লাগলো। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59452.12
ETH 2603.11
USDT 1.00
SBD 2.39