দিনলিপি (১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊

in আমার বাংলা ব্লগ2 years ago
  • ২৪ ভাদ্র
  • ১৪২৯বঙ্গাব্দ।
  • বৃহস্পতিবার
  • দিনলিপি

হেলো বন্ধুরা

IMG20220907141401.jpg

IMG20220907141912.jpg


সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি।চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে।আমার আজকের দিনলিপি চলুন শুরু করা যাক।

IMG20220907132449.jpg

IMG20220907132447.jpg

IMG20220907132444.jpg


গত পোস্টে আমি আমার করুন ঘটনার কথা বলেছিলাম।আসলে সবারই খারাপ লেগেছে বিষয় টা যাইহোক।আমি আজকে সেই জায়গাতে গিয়েছিলাম ৩০০ হাতা পাট বেছে ছিল ওগুলোই আজ ধুইলাম।তো সকাল তখন বাজে ৯ টা আম্মু আমাকে ডাকলেন খাবার দিলেন এরপরে আমি খাবার খেয়ে আমাদের জারা কাজ করছেন তাদের জন্য খাবার নিয়ে গেলাম।

IMG20220907160050.jpg

IMG20220907160045.jpg

IMG20220907141405.jpg


আমাদের বাসা থেকে প্রায় দের কিলো পথ দূরে সাইকেল চালিয়ে আমি আর আমার বন্ধু রাসেল দুজনে চলে গেলাম সেখানে।সেখানে পোছায়ে আমি ভাতের গামলা নামাইলাম এরপরে দুজন কে উঠে এসে খেতে বললাম।তারা কিছু সময় পরে খাবার খাবে তাই আমি অপেক্ষা করছিলাম আর আশে পাশে ছবি তুলছিলাম।পানিতে থৈ থৈ করছে চারি পাশ এই শেষ সময়ে এতো পানি বেরে যাবে কেউ ভেবেছিল না।


যাইহোক পাশেই ছিল একটা বস্তি এখানে অনেক দিন আগে বিডিআর এসে এই আবাসন স্থাপন করেছিল পরে এখানের দারিদ্র মানুষ দের জন্য দিয়ে গিয়েছিল।আমি অনেক দিন পরে এখানে এসেছি।সবার সাথে কথা বললাম সবাই খুব আফসোস করছিল আব্বুর জন্য আর আমাদের তলিয়ে যাওয়া পাটের জন্য।এদিকে কাজের লোকদের খাওয়া শেষ আমি থালা বাসন সব নিয়ে বাসায় চলে আসি।


Sort:  
 2 years ago 

আপনার গতকালের পোস্ট পড়েছিলাম ভীষন খারাপ থেকে ছিল। কিন্তু তারপরেও কিছু বেঁচে যাওয়া পাট যেগুলো আবার তোলার জন্য লোক রেখেছেন এটা দেখে ভালো লাগলো। আবার নিজে খেয়ে তাদের জন্য খাবার এনেছেন এটাও ভীষণ ভালো লাগলো। এভাবেই এগিয়ে যান, আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

টাইটেল এর প্রতি যদি আর একটু গুরুত্ব দিতেন তাহলে পোস্টটা আরও সুন্দর হতো ভাইয়া । ধরুন প্রকৃতির মাঝে কিছু সময় ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59401.87
ETH 2615.39
USDT 1.00
SBD 2.40