😍😍DIY-এসো নিজে করি "রঙিন কাগজ দিয়ে দোলনা"(১০%পে আউট লাজুক খ্যাকের জন্য।)🦊🦊😍😍

in আমার বাংলা ব্লগ3 years ago

হেলো বন্ধুরা

IMG20211123205721.jpg

সবাই কেমন আছেন আশা করছি সবাই ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি।বন্ধুরা আজ আমি শেয়ার করবো আমার নিজের হাতে বানানো রঙিন কাগজ এবং মোটা কাগজ দিয়ে দোলনা বানানো আশা করছি আপনাদের ভাল লাগবে চলুন শুরু করি।



দোলনা টি বানাতে যা যা প্রয়োজন

  • রঙিন পেপার A4 সাইজের
  • গ্রাফট আঠা
  • কলম
  • স্কেল
  • কেচি
  • মোটা কাগজ
  • সাদা পেপার


ধাপ-১

IMG20211123191407.jpg

IMG20211123191701.jpg

IMG20211123191548.jpg

IMG20211123191900.jpg

IMG20211123192143.jpg

  • প্রথমে আমরা ২১*১৫ সে.মি একটা মোটা কাগজ মেপে কেটে নিব।এরপরে মোটা কাগজটি কে আঠা দিয়ে পুরোটা সাদা কাগজ মেরে দিব চিত্রে দেখানো উপায়ে।


ধাপ-২

IMG20211123193543.jpg

IMG20211123192611.jpg

  • এরপরে হয়ে যাবে দোলনা রাখার স্টেজ এবার স্টেজ সুন্দর করার জন্য চারিদিকে ২সে.মি চোওরা করে দাগ টানবো এরপরে দাগের উপর দিয়ে রঙিন কাগজ দিয়ে ফিতা বানিয়ে লাগিয়ে দিব হয়ে যাবে সুন্দর একটি স্টেজ।


ধাপ-৩

IMG20211123194242.jpg

IMG20211123194833.jpg

IMG20211123195758.jpg

IMG20211123200020.jpg

  • এবার আমরা সাতটা রোল বানাবো এর জন্য প্রথমে ৩০*৭ সে.মি করে সাদা কাগজ কেটে নিব এরপরে সেটিকে কাঠি দিয়ে পেচিয়ে রোল বানাবো।এটিকে আরো সুন্দর করতে আমরা রঙিন কাগজ এর ফিতা লাগিয়ে দিব চারিদিকে।


ধাপ-৪

IMG20211123200237.jpg

IMG20211123200658.jpg

IMG20211123200808.jpg

  • এরপরে রোল ৪ টা দোলনা স্টেজ এ লাগিয়ে দিব আঠা দিয়ে।এবার দোলনা বানানোর জন্য মোটা কাগজ কাটবো।


ধাপ-৫

IMG20211123201324.jpg

IMG20211123202605.jpg

  • দোলনা বানানোর জন্য প্রথমে বড় কাগজটি ১০৬ সে.মি তার ছোটটি ৮.৫৪.* এরপরে শেষের টি ৬*৪ সে.মি মেপে কেটে নিব। এরপরে সেগুলোকেও রঙিন কাগজ দিয়ে মুরিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিব হয়ে যাবে দোলনা।


ধাপ-৬

IMG20211123203227.jpg

  • এরপরে দুটো রোল দোলনার মাঝের দুপাশে আঠা দিয়ে লাগিয়ে দিব ব্যাচ কাজ শেষ এবার আমরা কয়েকটি ফুল বানাবো দোলনার চার পাশে দেওয়ার জন্য।


ধাপ-৭

IMG20211123203942.jpg

IMG20211123203902.jpg

IMG20211123205257.jpg

  • চিত্রে দেখানো উপায়ে প্রথমে কলম দিয়ে কাগজের উপরে দাগ টেনে নিব এরপরে সেই দাগের উপর কেচি দিয়ে কেটে দিব।এরপরে সেগুলো পেচিয়ে ছোট ছোট গোলাপ বানাবো।


ধাপ-৮

IMG20211123205724.jpg

  • এবার সব কিছু সেটাপ এর পালা। প্রথমে দোলনা টি স্টেজ এর ডালের সাথে লাগিয়ে দিব এরপরে প্রতিটা ফুল আঠা দিয়ে লাগিয়ে দিব যেখানে লাগিয়েছি।আপনারা চাইলে আরো ফুল লাগাতে পারেন এবং রঙের ভিন্নতা করতে পারেন।এরপরে হয়ে যাবে আমার বানানো দোলনাটি।


বন্ধুরা এই ছিলো আমার আজকের বানানো ডাই প্রজেক্ট আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে নিজের মতো করে চেষ্টা করেছি জানিনা কতোটা ভালো করতে পেরেছি।আবারো আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো পোস্টে ভালো থাকবেন সবাই।



সমস্ত ছবিরতথ্য
লোকেশনবাংলাদেশ
ক্যামেরাঅপু এ৫এস
ক্যামেরাম্যান@ashik333
w3wordshttps://w3w.co/oversleep.circus.processor
Sort:  
 3 years ago 

ভাই আপনার রঙিন কাগজের তৈরি করা দোলনাটি আমার কাছে খুব ভালো লেগেছে।অনেক সময় নিয়ে দোলনাটি বানিয়েছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে দেখিয়েছেন।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জি ভাই সময়টা লেগেছে অনেকটাই ধন্যবাদ ভাই।

তোমার কাগজের তৈরি দোলনাটা অনেক সুন্দর হয়ছে। অনেক সুন্দর দেখতে লাগছে। অনেক সুন্দর এবং দক্ষতা সম্পূর্ণ একটা কাজ করেছো। ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপিত করেছো।

শুভ কামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ রাসেল বন্ধু শুভ কামনা।

 3 years ago 

ভাইয়া অসাধারন হয়েছে আপনার তৈরি করা দোলনাটি। তবে আমার মনে হয় দোলনা টি আরো উঁচুতে ঝুলন্ত অবস্থায় থাকলে বেশি ভালো লাগতো। এছাড়া কালার কম্বিনেশন আর বাকি সবকিছুই বেশ ভালো লাগছে। অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর করে ধাপগুলো উপস্থাপন করার জন্য।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

এমন কাজ আগে আমি কখুনো করিনি আপু।ধন্যবাদ আপনার মতামত এর জন্য।

 3 years ago 

খুব ভালো লাগলো প্রিয় ভাই, আপনি ক্রাফটিং এর কাজটি ধাপে ধাপে গাইড সহ খুব সুন্দরভাবে করেছেন যাতে আপনার মত একটি দোলনা তৈরি করা সহজ হয়। ধন্যবাদ আপনাকে শুভ কামনা সবসময়।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনার দারুন মতামত এর জন্য।

 3 years ago 

রঙিন কাগজের দোলনা তৈরি অসম্ভব সুন্দর ছিল। কালারফুল কাগজের জন্য সৌন্দর্যতা বেশি ফুটে উঠেছে। এক কথায় অসাধারণ। আপনার উপস্থাপন গুলো চমৎকার শুভকামনা রইল। 😍😍

 3 years ago 

অসংখ্য অসংখ্য ধন্যবাদ রিপন ভাই ভালোবাসা নিবেন।শুভ কামনা।

 3 years ago 

ভাইয়া আপনার কাগজের দোলনা টি দেখে মনে হচ্ছে যে দোল দোলনাটির উপরে একটি পুতুল বসিয়ে রাখি। খুবই সুন্দর লাগছে দোলনাটি দেখতে। তাছাড়া আপনি দোলনা বানানো পদ্ধতি গুলো খুব সুন্দরভাবে দেখিয়েছি। যা দেখে যে কেউ এটি তৈরি করতে পারবে।

 3 years ago 

দুঃখের বিশয় আমার বাসায় কোনো পুতুল ছিল না।ধন্যবাদ আপু সুন্দর মতামত এর জন্য।

 3 years ago 

ভাইয়া, রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি সুন্দর দোলনা তৈরি করেছেন। দোলনা টি দেখে মনে হচ্ছে একদম বাস্তবিক। দোলনা টি নিখুঁত এবং দক্ষতার সাথে তৈরি করেছেন দেখে বোঝা যাচ্ছে। দোলনা তৈরির প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ, ভাইয়া এত সুন্দর রঙিন কাগজ দিয়ে দোলনা তৈরি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

আপনাকেউ ধন্যবাদ আপু সুন্দর গুছিয়ে মন্তব্য করে পাশে থাকার জন্য

 3 years ago 

অসম্ভব সুন্দর হয়েছে ভাই আপনার দোলনা টি। দেখেই আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল যখন বিকেলের দিকে বাবা-মা মাঠে নিয়ে যেত দোলনায় চড়াতে সে দিনগুলোর কথা মনে করিয়ে দিল আপনার এই অসাধারণ সৃজনী কর্মকাণ্ড। আপনার জন্য অসংখ্য শুভকামনা এবং প্রাণঢালা ভালোবাসা রইলো।

 3 years ago 

ধন্যবাদ এবং শুভ কামনা।

ক্রিয়েটিভিটি দেখে আমি আসলেই শিহরিত ভাই। খুব ভালো লেগেছে, রোজ নতুন নতুন দেখতে চাই ভাই এভাবেই। শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ এবং শুভ কামনা ভাই

 3 years ago 

ভাই আপনি কাগজের তৈরি দোলনা টি অসম্ভব সুন্দর করে তৈরি করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার কাগজের তৈরি দোলনাটি। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য রইল শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.026
BTC 56776.60
ETH 2424.08
USDT 1.00
SBD 2.37