"🌿 আমার বাংলা ব্লগ 🌾" এ দ্বিতীয় প্রতিযোগিতা : বিষয় - "রচনা প্রতিযোগিতা - নিজের প্রিয় গ্রাম বা শহর"

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা


সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন। আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি বন্ধুরা আজ আমি আপনাদের সাথে আমার গ্রাম নিয়ে একটা রচনা লেখার চেষ্টা করবো আশা করি এটা আপনাদের ভালো লাগবে।

IMG_20210705_100924.jpg


আমাদের গ্রাম



গ্রামের নাম: চর আগ্রাকুন্ডা

উপজেলা : কুমারখালি

জেলা : কুষ্টিয়া

দেশ : বাংলাদেশ



ভূমিকা:

আমাদের ছোট গ্রামটি প্রকৃতিক লিলা ভুমিতে পরিপুর্ন রয়েছে।চারিদিকে সবুজ অরণ্য এবং পাশ দিয়ে বয়ে চলেছে অপুরুপ মধুমতী নদী।এ যেনো শিল্পীর আকাঁ এক কাল্পনিক চিত্র।

IMG_20210705_100806.jpg


গ্রামের নদী

IMG_20210705_100734.jpg


গ্রামের নদীতে মাছ ধরার দৃশ্য


গ্রাম সম্পর্কে আলোচনা

আমাদের গ্রামটি ছোট গ্রামটির মাঝ দিয়ে আকাঁবাকা হয়ে চলেছে সরু একটা রাস্তা যা দিয়ে গ্রামের মানুষ চলা ফেরা করেন।গ্রাম টিতে মাত্র একশত বাস যোগ্য বাড়ী রয়েছে।পৃথক ভাবে তবে আমাদের মনে হয় এটা পৃথক নয় এটা আমাদেরই একটা পরিবার।গ্রামের মানুষ গুলো অসাধারন তাদের একটি ভালো গুন একে অন্যের যেকোনো বিপদে এগিয়ে আসেন এবং সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেন।এই জিনিসটা আমার খুবই ভালো লাগে।আমাদের গ্রামে প্রয়োজনীয় প্রায় সব কিছুই রয়েছে।

IMG20210702155306.jpg

IMG20210529175844.jpg


গ্রামের সৌন্দর্য্য


আমাদের গ্রামের ঠিক পাশ দিয়ে বয়ে চলেছে মধুমতী নদী। এই নদী আমাদের কে শহর থেকে পৃথক করেছে।নদীর এক পাশে আমাদের গ্রাম এবং অপর পাশে রয়েছে শহর আমাদের উপজেলা কুমারখালি। আমরা গ্রামের থেকে বিভিন্ন উৎপাদিত শষ্য শহরে বিক্রি করতে যায় নৌকা পার হয়ে।আমাদের নদী পারাপার এর এক মাত্র বাহন হলো নৌকা। তবে আর বেশিদিন আমাদের কে এই নৌকা দ্বারা পার হতে হবে না।আমাদের দেশের সরকার আমাদের সুবিধার্থে এই নদীর বুকে একটি সেতু নির্মাণ এর কাজ শুরু করেছেন সেতুটির কাজ ৫০% শতাংশ সম্পুর্ণ হয়েছে।

IMG20210703174758.jpg

IMG_20210705_100701.jpg

IMG_20210705_100651.jpg

IMG_20210705_100641.jpg


গ্রামের নির্মাণধীন সেতু


গ্রামের প্রতিষ্ঠান সমূহ:

আমাদের গ্রামে শিক্ষা ব্যাবস্থা এবং ধর্মশালার মতো কয়েকটি প্রতিষ্টান রয়েছে।এখানে দুইটা প্রাইমারি স্কুল,একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি মসজিদ, একটি ঈদগাহ, একটি কবরস্থান, একটি মন্দির এবং রয়েছে অস্থায়ী শ্মশানে।



সাংস্কৃতিক অনুষ্ঠান:

আমাদের গ্রামে বাংলা বছরের প্রথম তারিখে পহেলা বৈশাখ পালন করা হয়।বিগত দুই বছর বড় পরিসরে পালন করা হয়না কোরোনা মহামারীর কারনে।এছাড়া এখানে মুসলিমদের সবচেয়ে বড় উৎসব ঈদ উল ফিতর এবং ঈদ উল আযাহ উৎযাপন হয়।আরেকটি উৎসব পালন করা হয় এটা হিন্দুধর্মালম্বীদের দূর্গা পূজা।এছাড়াও রয়েছে পিঠাপুলির উৎসব ইত্যাদি।

IMG_20210705_100900.jpg

IMG_20210705_100911.jpg


গ্রামের মানুষ এর সাথে ঈদ উৎযাপন


গ্রামের মানুষ এর জীবিকা:

আমাদের গ্রামটি পুরোপুরি কৃষি কাজের উপর নির্ভরশীল। মাত্র হাতে গোনা কয়েকজন চাকুরিজিবি রয়েছেন তাছাড়া বাদ বাকি সবাই গ্রামের কৃষি এবং ছোট ব্যাবসা করেন।

IMG_20210705_100835.jpg

IMG_20210705_100850.jpg


গ্রামের মাঠ


গ্রামের মানুষ এর আয়ের উৎস :

আমাদের গ্রামের মানুষ পুরোপুরি ভাবে কৃষিকাজ, ছাগল পালন, গরু পালন এবং ছোট ব্যাবসা করে আয় করে থাকেন।গ্রামের প্রতিটা বাড়িতে পারিবারিক খামার রয়েছে যেখান থেকে পরিবার এর সমস্থ খরচ আসে এবং মাঠে বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করে থাকেন গ্রামের মানুষ এই সবজি শহরে বিক্রি করে তা থেকেও আয় করে থাকেন গ্রামের মানুষ।



IMG_20210705_114112.jpg

উপসংহার

আমাদের গ্রামটি আমাদের মায়ের মতো এবং আমরা তার সন্তান গ্রামের প্রকৃতি আমাদের কে করে তোলে মুগ্ধ এবং পাশ দিয়ে মধুমতী নদী বয়ে যাওয়ার ফলে আমাদের গ্রামের সৌন্দর্য্য আরো বৃদ্ধি পেয়েছে।আমাদের নদীর বুকের সেতুটির কাজ সমপূর্ন হলে গ্রামের সৌন্দর্য্য আরো বৃদ্ধি পাবে।



@rme
@rex-sumon
@blacks



Sort:  
 3 years ago 

আমার দৃষ্টিতে খুবই চমৎকার এন্ট্রি এটি ভাই, বেশ ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। শুভ কামনা রইল

 3 years ago 

আপনাকেউ ধন্যবাদ ভাইয়া❤️

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.24
JST 0.038
BTC 95076.63
ETH 3277.51
USDT 1.00
SBD 3.26