🦊🦊😍😍ব্যাস্ততম একটি দিনলিপি (১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊😍😍
- ১৩পৌষ
- ১৪২৮ বঙ্গাব্দ।
- মোঙ্গলবার
- ব্যাস্ততম একটি দিনলিপি
হেলো বন্ধুরা
সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি। বন্ধুরা আজ আমি আপনাদের সাথে আমার আজকের দিনলিপি টি শেয়ার করবো আশা করছি ভালো লাগবে আপনাদের চলুন শুরু করি তাহলে।
আজ ছিল মোঙ্গলবার আজ একটি বিশেষ দিন বটে আমার জন্য।আমার এক বন্ধুর বাসায় তার দাদা দাদির জন্য দোয়া মাহফিল করবে তাই আমাকে অনেক আগে থেকেই বলে রেখেছে যথা সময় আমি যেনো উপস্থিত থাকি।কি আর করার বন্ধুর কথা ফেলবার নয়।সকাল ৯ টায় বাসা থেকে বের হয় বন্ধুর বাসার উদেশ্য করে এবং ৩০ মিনিট এর জার্নি করে বন্ধুর বাসাই আসলাম।
এসে দেখি আমার আরো দুই একজন বন্ধু তারা রান্নার উপকরন গুলো ঠিকঠাক ভাবে গুছিয়ে রাখছে।আরেকজন বন্ধু মাংস টুকরো করছে।আমি আর কি করবো দারিয়ে দারিয়ে তাদের কাজ দেখছি।সব কিছু গোছগাছ শেষ এবার চুলা কাটতে হবে।দুইটা চুলা কাটলাম সবাই মিলে পাতিল রাখার জন্য।এরপরে আমরা রান্নার কাজ শুরু করে দিলাম।
প্রথমে আমরা মাংস রান্নার কাজ শুরু করলাম চুলায় তেল বসিয়ে দিয়ে গড়ম।হবার অপেক্ষায় রইলাম কিছু সময় পরে তেল গড়ম হলো এরপরে সমস্ত উপকরন দেওয়া হলো এবং সর্বশেষ মাংস দেওয়া হলো ঘনো ঘনো নারা দিয়ে মাংস রান্না হয়ে গেলো এক সময়।এরপরে অন্য চুলায় চলছে মিষ্টি কুমড়ো ঘন্ট। মিলাদ অনুষ্টানে কয়েক পদের খাবার এর ব্যবস্থা করা হয়েছিল।
কুমড়া ঘন্ট শেষ হবার পরে ভাত রান্না শুরু করে দিলাম।একে অপরকে সাহায্য করছিলাম রান্নায়।এক ফাকে এই রান্নার মুহুর্ত টি সৃতি হিসাবে রাখার জন্য মোবাইল টা পকেট থেকে বের করে সেল্ফি তুলতে শুরু করলাম।ভাত রান্না হলো এবার ডাউল বাসার মানুষ রান্না করবে এদিকে মিলাদ এর সময় হয়ে যাচ্ছে এদিকে মিলাদ এর স্থান ভালো ভাবে ঘেরা হয়নি চলে গেলাম কাপর আনতে অনেক দূরে। সেখানে একটি অনুষ্টান এর প্যান্ডেল খোলা হচ্ছিলো সেখান থেকেই কাপর আনলাম।
এরপরে সব কিছু গোচ গাচ করে মিলাদ শুরু হয়ে গেলো ৩০ মিনিট এর মতো হলো সব কিছু এরপরে সবাইকে খাবার দেওয়া হলো।আমরাও শেষে খেয়ে নিলাম।এরপরে এখন যে যার বাসায় যাবার পালা।আমি হাটতে হাটতে আমার নানিরে বাসায় চলে আসলাম এবং সেখানেই থাকবো আজ।পথে আসতে সূর্য দেখতে দারুন লাগছিল একটি ইট এর ভাটার পাশেই দৃশ্য টি আমি ক্যামেরা বন্দি করেছিলাম।
বন্ধুরা সবাইকে ধন্যবাদ আমার পোস্টি পড়ার জন্য নিজের ব্যাস্ততম একটি দিন এবং ছোট করে অনুষ্টানের রান্না করা নতুন অভিজ্ঞতা ছিল।আপনাদের সাথে শেয়ার করে ভালো লাগলো।সবাই ভালো থাকবেন আবারো দেখা হবে নতুন কোনো পোস্টে ধন্যবাদ সবাইকে।
সমস্ত ছবির | তথ্য |
---|---|
লোকেশন | বাংলাদেশ |
ক্যামেরা | অপু এ৫এস |
ক্যামেরাম্যান | @ashik333 |
w3words | https://w3w.co/betrayer.keyhole.hearse |
ভাইয়া আপনার বন্ধুর দাদার মাহফিলে গিয়ে আপনি রান্না করেছেন যা সত্যিই খুব ভালো লেগেছে। আর কিছু ছবি অনেক ভালো হয়েছে এবং সবকিছু মিলিয়ে আপনার পোস্ট অনেক ভালো হয়েছে। আপনার জন্য সবসময় দোয়া সামনে আরো অনেক দূর এগিয়ে যান।
অসংখ্য ধন্যবাদ আপু।
আপনার পোষ্টটি দারুন ছিল।আপনি আর আপনার বন্ধুরা মিলে মিলাদের সমস্ত কাজ শেষ করেছেন বিষয়টা ভালো লাগল।আপনার জন্য শুভ কামনা রইল।
আপনার জন্যও শুভ কামনা ধন্যবাদ।
বন্ধুরা সবাই মিলে একসাথে রান্না করার অনুভূতিটা অন্য রকম থাকে। ছবিগুলো দেখে বুঝতে বাকি থাকেনা যে আপনি অনেক সুন্দর সময় পার করেছেন। আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম আপনি মিলাদ মাহফিলে রান্না করার একটি বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন।
অনেক মজার মুহুর্ত ছিল ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য।
🌺🌺🌺
ভাইয়া অনেক ভালো লাগলো আপনার পোষ্টটি পড়ে। আপনার এক বন্ধুর বাড়িতে গেছেন তার দাদা-দাদির মাহফিলের অনুষ্ঠানে যোগদান করার জন্য এবং সেখানে গিয়ে আপনার বন্ধুদের সাথে আপনি রান্নার কাজে অনেক ব্যস্ত সময় কাটিয়েছেন। আপনার পোস্টটি পড়ে আপনার ব্যস্ততম দিনের কথা গুলো জানতে পেরে অনেক ভালো লাগলো। ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ আমার পোস্টি পড়ার জন্য।শুভ কামনা ভাই🥰😍