🥰🥰স্বরচিত কবিতা"ভূল মানুষের ভিরে সঠিক মানুষকে হারিয়ে ফেলা(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊🥰🥰

in আমার বাংলা ব্লগ2 years ago
  • ২১ফাল্গুন
  • ১৪২৮ বঙ্গাব্দ।
  • রবিবার
  • স্বরচিত কবিতা

IMG_20220306_210233.jpg

হেলো বন্ধুরা

সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি।বন্ধুরা চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে আমার আজকের ব্লগে থাকছে আমার নিজের রচিত একটি কবিতা আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি সাহিত্যীক নয় তবে বাঙ্গালি বলে কথা রক্তে সাহিত্য।


আমরা মানুষ যারা নিজের থেকে অন্য কে বেশি প্রাধান্য দিয়ে থাকি।অন্য কে ভালো বাসতে গিয়ে আমরা নিজেকেই ভুলে যায় নিজের অস্তিত্ব। ফলে নিজের প্রতি মায়া থাকে না।এই জিনিসটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে নিজেকে ভালোবাসতে হবে এবং নিজেকে ভালো রাখতে হবে।


ভুল মানুষের ভীরে সঠিক মানুষকে হারিয়ে ফেলি

           আশিক(হিমু)

জানি,পৃথিবীর সব কোলাহল ছেড়ে
একদিন চলেই যাবো দূর বহুদূরে,
ফিরে আর আসা হবে না,
প্রাণ খুলে আর হাসা হবে না,
নিঃশেষ হয়ে যাবে এই অস্তিত্ব চিরতরে। ...

মাঝে মাঝে আমরা অন্যকে ভালোবাসতে গিয়ে

           নিজেকেই ভালোবাসতে ভুলে যাই।

তবে সেটা আবার আমরা বুঝতে পারি,

           তখন কোনো উপায় থাকে না।

তার পরেও আমরা তার জন্য বসে থাকি,

          কিন্তু সময়-তো আর বসে থাকেনা 

আমাদের মতো

তবুও মেনে নিতে হয় মন মানতে চাইনা মনকে বাধ্য করতে হয়।

মনের বিরুদ্ধে নিজেকে দেওয়া সম্ভব না জানি কখনো তবুও বিরুদ্ধে যেতে হয়।

Sort:  
 2 years ago 

আপনি অনেক সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন। কবিতাটি পড়ে আমার খুবই ভালো লাগলো। সত্যিই এখন ভুল মানুষের মধ্যে সঠিক মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টকর। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

একটা সময় বলা হতো মানিক এ মানিক চিনে, রতনে রতন। আসলে বর্তমান সমাজে যত ভুল মানুষ রয়েছে, পৃথিবীতে যত ভুল-ভ্রান্তি তে ভরপুর হয়ে রয়েছে। সেখানে সঠিক মানুষ চেনা বড় দায়। অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন অনেক ধন্যবাদ আপনাকে।

অনেক সুন্দর সুন্দর করে আর্টিকেল লিখে বুঝানোর চেষ্টা করলেন,"ভুল মানুষের ভিড়ে সঠিক মানুষেকে হারিয়ে ফেলা"বিষয়টি। আসলে মুখোশধারি মানুষ গুলোকে চেনার কোন যন্ত্র আমাদের নাই। তারপরেও তাদের সাথেই আমাদের বসবাস।তবে সাবধানে দেখে শুনে চলার বিষয়টা রপ্ত করতে পারলে ভাল।সুন্দর লিখেছেন।

 2 years ago 

অনেক সুন্দর কবিতা শেয়ার করেছেন ভাইয়া। কবিতা শেয়ার করার ষ্টেপগুলো আমার কাছে বেশি পছন্দ হয়েছে। এভাবেই এগিয়ে যান ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

বাহ,সহজ-সরল ভাষায় দারুণ লিখেছেন কবিতাটি ভাইয়া।তবে আশা করি ,খুব তাড়াতাড়িই আপনি ভূল মানুষের ভিরে সঠিক মানুষকে খুঁজে পাবেন😊। সত্যিই আমরা নিজেকে ভালোবাসতে ও সময় দিতে ভুলে গেছি।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 
কবিতা দেখলেই পড়ি, আপনার কবিতা পড়ে মনটা খারাপ হয়ে গেলো। কষ্টের কবিতাগুলো পড়লে নিজের স্মৃতিগুলো মনে পড়ে যায়। ভাই অনেকেই বসে থাকে আশায় কারণ আশায় বাঁচে ভালোবাসা। ভালো ছিলো চালিয়ে যান হিমু ভাই।
 2 years ago 

জানি,পৃথিবীর সব কোলাহল ছেড়ে
একদিন চলেই যাবো দূর বহুদূরে,
ফিরে আর আসা হবে না,
প্রাণ খুলে আর হাসা হবে না,
নিঃশেষ হয়ে যাবে এই অস্তিত্ব চিরতরে। ...

ভাইয়া আপনার লেখা কবিতা আমার কাছে ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখে সকলের মাঝে শেয়ার করেছেন। দারুন ভাবে আপনি আপনার দক্ষতায় এই কবিতা লিখেছেন এবং আমাদেরকে পড়ার সুযোগ করে দিয়েছেন। অনেক সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য ও আপনার মনের ভাব তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago (edited)

জি ভাইয়া আগে নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে যদি ভালোবাসতে না পারি তাহলে অন্য কে কি ভাবে ভালোবাসবো।ভাইয়া আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। আমার কাছে আপনার লিখা কবিতা টা অসম্ভব ভালো লেগেছে ভাইয়া।

প্রাণ খুলে আর হাসা হবে না,
নিঃশেষ হয়ে যাবে এই অস্তিত্ব চিরতরে। ...

এই লাইন গুলো অনেক ভালো লেগেছে ভাইয়া,ধন্যবাদ ভাইয়া,আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

ভুলে ভরা মানুষের মধ্য থেকেই সঠিক মানুষকে খুজে নিতে হবে। চেষ্টা কখনো বিফলে যায়না আপনার লেখা ছোট্ট কবিতা টি খুবই ভালো লাগলো। খুব সুন্দর ছিল কবিতার ছন্দ গুলো। এত সুন্দর উপস্থাপনার মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

জানি,পৃথিবীর সব কোলাহল ছেড়ে
একদিন চলেই যাবো দূর বহুদূরে,
ফিরে আর আসা হবে না,
প্রাণ খুলে আর হাসা হবে না,
নিঃশেষ হয়ে যাবে এই অস্তিত্ব চিরতরে

কবিতাটি এই অংশটুকু কিন্তু চোখে পড়ার মতো ছিল। আপনার কবিতাটি পড়ে অনেক কিছু শিখতে পারলাম ধন্যবাদ ভাই এমন চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68125.63
ETH 3308.80
USDT 1.00
SBD 2.74