🦊🦊😍😍সস্তির খোজে(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊😍😍

in আমার বাংলা ব্লগ2 years ago
  • ১৫বৈশাখ
  • ১৪২৯বঙ্গাব্দ।
  • বৃহস্পতিবার
  • সস্তির খোজে

IMG20220424180756.jpg

হেলো বন্ধুরা

সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি।বন্ধুরা চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে দিনলিপি তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক।


রমজান মাস তবুও এতো তাপদহ সত্যি বলতে জন জীবন অতিষ্ঠ প্রায় দিনে এতো রোদ্র মনটা সব সময় গাছের ছায়া খোজে।আমার মনে হয় এই তিব্র তাপের জন্য আমরাই দায়ি কারণ বন উজারের মতো জঘন্য কাজ গুলো আমরাই করি ফল সরুপ এই অতিষ্ট করা তাপ মাত্রা।এর উপর রমজান মাস সারাটাদিন এভাবেই কাটে।তবে আমি আজ এই গরমে একটি সস্তির নিশ্বাস নেওয়ার জন্য পাশেই নদীতে গিয়েছিলাম।


অবশ্য প্রতিদিনই যাওয়া যায় তবে সময় হয়ে ওঠে না আজ কদিন বাড়িতেই থাকবো তাই নিয়মিতই যাওয়া হবে।আসলে নদিতে সব সময়ই মিষ্টি বাতাস বহে। অন্য কোথাও বাতাস না থাকলেও নদিতে বাতাস থাকবেই এটা নিশ্চিত ভাবে বলা যায়।আমি ইফতার এর কিছুটা সময় আগে গিয়েছিলাম একটা মোজো পানি কিনলাম এবং সেটা নিয়েই গেলাম।

IMG20220428182835.jpg

IMG20220428182849.jpg

IMG20220428183149.jpg

IMG20220428182426.jpg

IMG20220428182813.jpg

IMG20220428182506.jpg

IMG20220428183452.jpg

IMG20220428182347.jpg

IMG20220428183118.jpg


এরপরে ছবি তুলছিলাম আসে পাশের আসলে আবহাওয়া তেমন পরিষ্কার বা দেখার মতো ছিল না সূর্য মামাও ডুবে যাবার মতো অবস্থা ছিল।যাইহোক নিজেই কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করলাম।এরপর ইফতার এর সময় হয়ে গেলো এবং করে নিলাম ইফতার ঠান্ডা পানি খেয়ে এতো ভালো লাগছিলো অনুভুতির কথা কি বলবো এতো সুন্দর মিষ্টি বাতাস আর ঠান্ডা পানি সত্যি বলতে স্বর্গ যেনো।


IMG20220428184108.jpg

IMG20220428183908.jpg

IMG20220428184112.jpg

IMG20220428184448.jpg

অনেকটা ঘুরাঘুরি করলাম একাই ছিলাম সাথে কেউ ছিলো না।সন্ধ্যা নেমে গেলো আমিও বাসার উদেশ্য সেখানে থেকে রওনা হলাম এবং বাসাই চলে এলাম।


সমস্ত ছবিরতথ্য
লোকেশনবাংলাদেশ
ক্যামেরাঅপু এ৫এস
ক্যামেরাম্যান@ashik333
w3wordshttps://w3w.co/whirlwinds.splicing.alpine
Sort:  
 2 years ago 

ভাইয়া আপনি আজকে চমৎকার সময় কাটিয়েছেন দেখে অনেক ভালো লাগলো। শেষের ছবিটা অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

কঠিন দিনকাল চলছে । একটু সাবধানে থাকতে হবে । বাইরে চলাচলের ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে । আমাদের দেখে খুব ভালো লাগলো এত সুন্দর একটি বিষয় আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। প্রাকৃতিক কিছু দৃশ্য নিয়ে মোটামুটি বেশ ভালই ছিল পোস্টটি।

 2 years ago 

আপনার ভ্রমণ কাহিনী টা পড়ে খুবই ভালো লাগলো। এই জায়গাটাই আমি অনেকবার গিয়েছি ।আমার কাছে খুব ভালো লাগে জায়গাটা।। সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন যা আমার কাছে বেশ ভালো লেগেছে। বিশেষ করে মাছ ধরার দৃশ্য টা দেখে মুগ্ধ হলাম। শেয়ার করার জন্য ধন্যবাদ।।

 2 years ago 

আসলেই হুট করে তাপমাত্রা টা যেনো একটু বেড়েই গিয়েছিল।তবে সেদিন একটু বৃষ্টি হওয়ায় আবোহা টা একটু শীতল আছে।কিন্তু রোজা রমজান মাস রোজা নাই আপনি?দিনের মধ্যে মজো হয়ে নিয়ে দাড়ায় রইছেন দেখসি🤭

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74