আলাউদ্দিন পার্ক এ ঘুরাঘুরি(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊

in আমার বাংলা ব্লগ2 years ago
  • ১০আশ্বিন
  • ১৪২৯বঙ্গাব্দ।
  • রবিবার
  • আলাউদ্দিন পার্ক এ ঘুরাঘুরি

IMG20220919112335.jpg

হেলো বন্ধুরা


IMG20220919113146.jpg

সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগে থাকছে আমার পার্ক এ ঘুরে বেরানো।তাহলে চলুন শুরু করা যাক।

IMG20220919113227.jpg


IMG20220919113337.jpg

মন ভালো রাখার উত্তম মাধ্যম হলো ঘুরে বেড়ানো।ঘুরতে কার না ভালো লাগে বলুন।আমরা সবাই চায় ঘুরতে জগত টাকে সুন্দর ভাবে দেখতে।আর বার বার এই প্রকৃতির প্রেমে পরতে।বন্ধুরা আমি এবং আমার বন্ধু আরিফ গত পরশোদিন ঘুরে এলাম আমাদের আলাউদ্দিন নগর শিক্ষা পল্লি পার্ক থেকে সেটা নিয়েই আজকের পোস্ট।

IMG20220919113339.jpg


IMG20220919113415.jpg

তো দুজনে গাড়িতে করে পার্ক এর উদেশ্য বেরিয়ে গেলাম।পার্ক আমাদের বাসা থেকে অনেকটা দূরে।যাত্রা পথে দুই একটা রাস্তার ছবি তুলি।এরপরে আমরা পার্ক এর ওখানে পোছায়ে যায়।সেখানে একজনের জন্য টিকেট নিয়েছিল ৩০ টাকা করে।আমরা দুইটা টিকিট কাটি এরপরে ভেতরে প্রবেশ করি।অনেক বড় এরিয়া দেখতেও বেশ সুন্দর কলেজ থাকা কালিন এখানে মাঝে মাঝেই আশা হতো কারণ কলেজ এর পাশেই এটা।

IMG20220919113706.jpg


তো অনেক বড় এরিয়া যেহেতু তাই আমাদের ঘুরতে অনেকটা সময় লাগবে আমি এবং আরিফ এক পাশ থেকে ঘুরতে শুরু করলাম।এই পার্ক টির চার কোনায় ৩ তলা বিশিষ্ট ভবন রয়েছে যেটা দেখতে আরো সুন্দর । বন্ধুরা এই পার্ক টি অনেক অনেক বেশি সুন্দর আমাদের কুমারখালির মধ্যে।আপনাদের সাথে বাকিটা শেয়ার করবো পরের পোস্টে সবাই ভালো থাকবেন।ধন্যবাদ সবাইকে।



সমস্ত ছবিরতথ্য
লোকেশনবাংলাদেশ
ক্যামেরাঅপু এ৫এস/স্যামস্যাং এ ১৩
ক্যামেরাম্যান@ashik333
w3wordshttps://w3w.co/friendly.unremarked.plummeting
Sort:  

Hi, @ashik333,

Thank you for your contribution to the Steem ecosystem.

Your post was picked for curation by @rex-sumon.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

 2 years ago 

সত্যি বলেছেন ভাইয়া মন ভালো রাখার উত্তম উপায় হলো ঘুরে বেরানো। সেটা পার্ক বা যে কোন জায়গায় হোক না কেনো। প্রকৃতির মাঝে ঘুরতে আরো বেশি ভালো লাগে।৩০ টাকার টিকিট দিয়ে ভিতরে প্রবেশ করেছেন। ভিতরের এরিয়াটা অনেক সুন্দর। পাকটির চার কোনায় ৩ তলা বিশিষ্ট সত্যি সুন্দর। ধন্যবাদ

 2 years ago 

বাইরে থেকে পার্কটিকে অনেক সুন্দর।আশা করি ভেতরে আরো সুন্দর হবে।আসলেই মন ভাল রাখারা জন্য ঘোরাঘুরির বিকল্প নেই।আবার প্রতিটা ভ্রমণ আমাদের কিছু না কিছু শিক্ষা দেয়। পরের পর্বের অপেক্ষায় রইলাম।

 2 years ago 

আলাউদ্দিন পার্কে ঘুরাঘুরির সময়টুকু আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। সেই সাথে আপনি যে চমৎকার ফটোগ্রাফি গুলো করেছেন সেগুলো দেখে আমারও ইচ্ছে করছে আলাউদ্দিন পার্কে ঘুরে আসি। শুধুমাত্র যাত্রা পথের সময়টুকু আজ আপনি শেয়ার করেছেন ।পরবর্তী পোস্টটি নিশ্চয়ই বাকিগুলো জানতে পারবো।

 2 years ago 

পার্ক টির চার কোনায় ৩ তলা বিশিষ্ট ভবন থাকার কারনে হয়তো পার্কে সুন্দর্যটা বেশি বৃদ্ধি পেয়েছে। জন প্রতি তিশটাকা হলে বেশি রাখেনি আপনাদের থেকে। পরের পর্বের জন্য অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।

 2 years ago 

মন ভালো রাখার সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে প্রাকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দেওয়া এবং সেটা যদিও হয় কোন নিরিবিলি পার্ক খোলা মাঠ। যাই হোক খুবই ভালো লাগলো। তবে আশা করি আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট এভাবে আমাদের মাঝে শেয়ার করবেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.14
JST 0.028
BTC 59511.68
ETH 2613.19
USDT 1.00
SBD 2.39