শারদীয় কন্টেস্ট ""অষ্টমীর ফটোগ্রাফি""(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊🦊

in আমার বাংলা ব্লগ2 years ago
  • ১৮আশ্বিন
  • ১৪২৯বঙ্গাব্দ।
  • সোমবার
  • অষ্টমীর ফটোগ্রাফি

IMG_20221003_221954.jpg

হেলো বন্ধুরা

সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। আমি @ashik333 বাংলাদেশ থেকে চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে আমাদের চলমান কন্টেস্ট এর অংশগ্রহণ আমি আজ শারদীয় ফটোগ্রাফির ২ ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবো তাহলে চলুন শুরু করা যাক।



ধরমপারা মন্দির

এটা হলো ধরম পারা মন্দির এর গেইট এটা মূলত গ্রামের পূজার গেইট গ্রামে শহরের মতো ওতোটা যাক যমক ভাবে লাইটিং করা হয়না।এরা শুধু কাপর দিয়ে কয়েক তলা বানিয়ে ফেলেন গেইট এর ডিজাইন। কাপর এর হলেও এগুলো দেখতে অনেক সুন্দর লাগে।

IMG_20221003_214604.jpg

মন্দির এর গেইট
কুষ্টিয়া, বাংলাদেশ
তারিখ :৩ সেপ্টেম্বর, সোমবার
ডিভাইস:Samsung m32

[লোকেশন]

(https://maps.app.goo.gl/E58Vx73GNrqBNwrg8)


মন্ডপের চিত্র

বন্ধুরা এটা হলো ধরম পারা মন্দির এর মন্ডপ তাদের গেইট টা সাধারন হলেও ভেতরে প্রবেশ করে দেখলাম তাদের মন্ডপ ও দেবি খুবই সুন্দর করে সাজানো আর বেশ আয়োজন করা ছিল। নিচে সব গুলো চিত্র দেওয়া হলো।

IMG_20221003_222035.jpg

IMG_20221003_222057.jpg

IMG_20221003_222016.jpg

IMG_20221003_221954.jpg

মন্ডপ ও দেবি
কুষ্টিয়া, বাংলাদেশ
তারিখ :৩ সেপ্টেম্বর, সোমবার
ডিভাইস:Samsung m32

[লোকেশন]
(https://maps.app.goo.gl/E58Vx73GNrqBNwrg8)



ভাড়রা কেন্দ্রিয় মন্দির

ঘুরতে ঘুরতে ধরম পারা থেকে আমরা যায় পাশের মন্দির ভাররা কেন্দ্রিয় পাল পারা মন্দিরে। এটা বেশ দারুন ভাবে সজ্জিত ছিল।


গেইট

এটা হলো গেইট এর চিত্র রাস্তার পাশে হওয়াতে গেইট এর সামনে তেমন জায়গা ছিল না।তাই এক সাইড করে তোলা হয়েছিল চিত্র।

IMG_20221003_214714.jpg

গেইট
কুষ্টিয়া, বাংলাদেশ
তারিখ :৩ সেপ্টেম্বর, সোমবার
ডিভাইস:Samsung m32

[লোকেশন]
(https://maps.app.goo.gl/E58Vx73GNrqBNwrg8)


দেবি

এটি হলো কেন্দ্রিয় পাল পারা মন্দির এর মন্ডপ এবং দেবি।এখানে বহুদিন ধরে পুজা হয়ে আসছে।মজার বিষয় হচ্ছে এখানের মানুষ গুলো খুবই দারুন দুই ধর্মের মানুষ রয়েছে তারা অনেকেই উপস্থিত ছিল।

IMG_20221003_222743.jpg

IMG_20221003_222341.jpg

IMG_20221003_222447.jpg

IMG_20221003_222500.jpg

দেবি
কুষ্টিয়া, বাংলাদেশ
তারিখ :৩ সেপ্টেম্বর, সোমবার
ডিভাইস:Samsung m32

[লোকেশন]
(https://maps.app.goo.gl/E58Vx73GNrqBNwrg8)



বন্ধুরা এটা ছিল আমার আজ অর্থাৎ অষ্টমীর ফটোগ্রাফি। বন্ধুরা আগামিকাল নবমীর ফটোগ্রাফি শেয়ার করবো আশা করছি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ সবাইকে।



Sort:  
 2 years ago 

খুব সুন্দর ছিল শারদীয় দুর্গোৎসব অষ্টমীর ফটো সেশন খুব উপভোগ করলাম। আমাদের মাঝে আপনার অনুভুতি গুলো শেয়ার করার জন্য এবং কি বিস্তারিত লেখার জন্য, শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ এবং শুভ কামনা ভাই।

 2 years ago 

শারদীয় কন্টেস্ট অংশগ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন জানাই। পূজায় খুব সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ছিলো। দেখে অনেক ভালো লাগলো। এত চমৎকার পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনাকেউ ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 66297.29
ETH 2682.98
USDT 1.00
SBD 2.87