🦊🦊😍বন্ধুদের সাথে নুডুলস পার্টি (১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊😍😍

in আমার বাংলা ব্লগ2 years ago
  • ৩ বৈশাখ
  • ১৪২৯বঙ্গাব্দ।
  • শনিবার
  • নুডুলস পার্টি

IMG20220416233330.jpg

হেলো বন্ধুরা


সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম বন্ধুরা নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে বন্ধুদের সাথে নুডুলস পার্টির মুহূর্ত তাহলে চলুন শুরু করা যাক।

received_1104293013685651.jpeg

received_352373933594657.jpeg

received_5852412944773864.jpeg

received_1080159522535200.jpeg

received_955435631827218.jpeg


আমাদের যেকোনো পার্টি আগের থেকে কোনো প্লান থাকে না প্লানহিন ভাবেই আমরা সব কিছু করে থাকি। আজকেও এর ব্যাতিক্রম নয়।আমি ছিলাম কোচিং এ সবাই আমাকে ফোন দেই এবং বলে আজকে আমরা সবাই মিলে নুডুলস রান্না করে খাবো রমজান মাস দিনের বেলায় কোনো কিছু রান্না করা যায় না কারণ সবাই আমরা রোজা থাকি তাই রাত টাকেই বেছে নিলাম।


IMG20220416232505.jpg

IMG20220416231221.jpg

IMG20220416231219.jpg

IMG20220416231139.jpg

IMG20220416232507.jpg

IMG20220416232645.jpg

আমার কচিং থেকে আসতে আসতে বেজে যায় ৯ টা বাসায় এসে রিফ্রেশ হয়ে চলে যায়।মুদি দোকানে এবং প্রয়োজনিয় সব কিছু কিনে আনি।নুডুলস আমাদের কেই রান্না করতে হবে কারণ নিজে রান্নার মধ্যে একটা মজা আছে তো যাই হোক।শুরু করে দিলাম পিয়াজ মরিচ কাটা পর্যাপ্ত পরিমান পেয়াজ মরিচ এবং সব কিছু গুছিয়ে নিলাম।এরপরে রান্নার ধাপ গুলো শুরু করে দিলাম।


রান্নার দায়িত্বে ছিল আমাদের রনি রাধুনি হাহাহা অই আমাদের সব রান্না বান্না পরিচালনা করে থাকে।যাইহোক অনেক গুলা প্যাকেট ছিল আর কড়াই মাত্র একটি এবং কড়াই টি ছিল ছোট তাই আমরা দুই ধাপে রান্না কম্পলিট করে ফেললাম।এরপরে আমাদের খাওয়ার ভজন পালা।শুরু করে দিলাম খাওয়া পাচ জন লোক ৪ প্যাকেট নুডুলস ভরপুর খাওয়া হবে।


খোলামেলা পরিবেশে দারুন একটি মুহূর্ত ছিল আপনাদের সাথে শেয়ার করতে পেরে আরো ভালো লাগলো ধন্যবাদ সবাইকে।

IMG20220416233327.jpg

IMG20220416232653.jpg


সমস্ত ছবিরতথ্য
লোকেশনবাংলাদেশ
ক্যামেরাঅপু এ৫এস
ক্যামেরাম্যান@ashik333
w3wordshttps://w3w.co/nibbled.gibbering.upheavals
Sort:  

বন্ধুদের সাথে তো আপনি জমিয়ে নুডুলস পার্টি দিয়েছেন। আপনার নুডুলস পার্টির দৃশ্য দেখে আমার প্রাণ ভরিয়ে গেল। আমরাও আগে মাঝে মাঝে বন্ধুরা মিলে এমন নুডুলস পার্টির দিতাম কিন্তু এখন আর আগের মতো সময় একত্রিত হওয়া হয় না। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক দারুন নুডুলস পার্টি করেছেন। এইরকম সবাই মিলে একসাথে নিজের হাতে তৈরি করে খাওয়ার মজাই আলাদা। কারণ দেখতে অনেক সুন্দর ভাবে মাটির চুলায় রান্না করেছেন। আবার সবাই একসাথে একটি বাটিতে খেলেন বিষয়টি আমার কাছে মজা লাগলো। এরকম একটা পার্টি আমাদের মধ্যে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

বন্ধুদের সাথে যেকোনো আড্ডাই অনেক মজাদার। আপনি বন্ধুদের সাথে নুডলস পার্টি করাতে এর আনন্দের মাত্রা অনেক বাড়িয়ে দিয়েছে। আপনি খুব চমৎকার করে বন্ধুদের সাথে নুডুলসন এর পার্টির মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার আনন্দঘন মুহূর্তটা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ! মাটির চুলায় তো বেশ ভালোই রান্না করতে জানেন দেখছি ভাই! বন্ধুদের সাথে নুডুলসের আড্ডা তো বেশ জমে গেছে দেখছি। খুবই ভালো কিছু মুহুর্ত পার করেছেন। শুভকামনা রইলো আপনাদের জন্য।

 2 years ago 

নুডলস নিয়ে দেখছি এক প্রকার কাড়াকাড়ি লেগে গেছে হাহা 😍। আসলে বন্ধুবান্ধবের সাথে থাকলে এমন টাই হয়। আর এই মুহূর্তগুলো সবচেয়ে জীবনে বেশি স্মৃতিময় হয়। যাইহোক শুভেচ্ছা রইল আপনাদের জন্য।

 2 years ago 

এ কেমন পার্টি ভাই অন্ধকারে নুডুলস পার্টি দিচ্ছেন, দেখে তো মনে হচ্ছে খুব মজা করেছেন। অসম্ভব মজার মাধ্যমে নুডুলস পার্টিটি শেষ করেছেন। ধন্যবাদ আপনাকে নিজেদের মজার একটি অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

বন্ধুরা মিলে তো দেখি খুব ভালোই নুডলস রান্না করেছেন। দেখে ৃনে হচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছে। বেশ ভালোই মজা হয়েছে। ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা নিবেন।

 2 years ago 

দেখেই বোঝা যাচ্ছে বন্ধুদের সঙ্গে অনেক সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন। মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে এরকম ছোটখাটো পার্টি দিতে খুবই ভালো লাগে সেই সাথে অনেক সুন্দর মুহূর্ত অতিবাহিত করা যায় সকলের সাথে। আমরা মাঝে মাঝে এরকম ছোটখাটো পার্টি দিয়ে থাকি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মুহূর্ত আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ম্যাচে থাকাকালীন অনেক নুডুলস রান্না করে খাওয়া হতো ।কিন্তু এখন আর নিজে রান্না করে খাওয়া হয় না ।আম্মু প্রায় রান্না করে দেয় আর আমি শুধু খাই। আপনার নুডুলস পার্টির মুহূর্তটা খুব সুন্দর ভাবে কাটিয়েছেন।। শুভকামনা রইল আপনার জন্য।।

 2 years ago 

আপনার বন্ধুত্ব খুব ভালো রান্না করতে ভাই। আরো মাটির চুলায় এটাতো খুবই কঠিন কাজ এবং মাটির চুলা রান্না করে আপনার পার্টি করেছেন তা আবার নুডুলস পার্টি ভালোই লাগছে। অনেক ধন্যবাদ আপনাকে মুহূর্তগুলো শেয়ার করার জন্য

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67653.09
ETH 3789.60
USDT 1.00
SBD 3.50