😍😍DIY -এসো নিজে করি "রঙিন কাগজ দিয়ে বেড বানানো"(১০%পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊😍😍

in আমার বাংলা ব্লগ3 years ago

হেলো বন্ধুরা

IMG20211107115543.jpg



সবাই কেমন আছেন আশা করছি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি,আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি।বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার নিজের হাতে বানানো রঙিন কাগজ দিয়ে "বেড "কিভাবে এটি আপনারা বানাবেন সেটা আমি আমার পোস্টে দেখাবো চলুন শুরু করি, আশা করছি আপনাদের ভালো লাগবে।



বেড টি বানাতে যা যা লাগবে

  • রঙিন কাগজ
  • ক্রাফট আঠা
  • পেন্সিল
  • স্কেল


IMG20211107112513.jpg

IMG20211107112428.jpg

IMG20211107112615.jpg

IMG20211107112541.jpg

IMG20211107112754.jpg

IMG20211107112704.jpg

  • প্রথমে একটি A4 সাইজের রঙিন পেপার নিব।এরপরে সেটিকে ২০*২০ ইঞ্চি মেপে কেটে নিব।কাটার পরে পেপারের মাঝ খান থেকে একটা ভাজ দিব খেয়াল রাখতে হবে যেনো দুই মাথা সমান হয়।এরপরে এক মাথা থেকে ভাজ করে মাঝ পর্যন্ত আনতে হবে ভাজ করে দুই পাশ থেকেই এমন ভাজ দিতে হবে


IMG20211107112854.jpg

IMG20211107113040.jpg

IMG20211107112932.jpg

IMG20211107112957.jpg

IMG20211107112938.jpg

  • ভাজ দেওয়ার পরে এবার আবারো মাঝ থেকে অন্য পাশ পর্যন্ত ভাজ দিব এবার একটি পাশ হাফ ইঞ্চি ফাকা রাখতে হবে।ভাজ দেওয়ার পরে চিত্রে দেখানো উপায়ে আবার ভাজ দিব।


IMG20211107113146.jpg

IMG20211107113213.jpg

  • এরপরে ভাজ ছাড়ায়ে ফেলবো।ছাড়ানোর পরে আবার মাঝ থেকে ভাজ দিয়ে দিব দেবার পরে যেখানে ভাজ দিয়েছি ঠিক সেখানের দুই কোণা থেকে একটু একটু করে কোণা ভাজ দিব চিত্রে দেখানো উপায়ে।


IMG20211107113613.jpg

IMG20211107113548.jpg

IMG20211107113804.jpg

IMG20211107113330.jpg

IMG20211107113439.jpg

IMG20211107113346.jpg

  • এরপরে চিত্রে যেমন ধাপ দেখানো আছে ঠিক সেভাবে আগাতে হবে। একের পর এক।এবং হয়ে যাবে সিম্পল বেড এরপরে বালিশ এবং বিছানার চাদর বানাতে হবে।


IMG20211107114501.jpg

  • বিছানার চাদর বানানোর জন্য বিছানার মাপের একটি সাদা পেপার কাটবো এরপরে সেটির উপর কালো পেন্সিল দিয়ে নকশা একে দিব।হবে যাবে চাদর এরপরে সেটিকে আঠা দিয়ে মেরে দিব।


IMG20211107115035.jpg

IMG20211107115056.jpg

IMG20211107115543.jpg

IMG20211107115550.jpg

  • এবার বালিশ বানাবো ৩*৫ সে.মি একটা কাগজ কাটবো এরপরে চিত্রে দেখানো উপায়ে বালিশটি বানাবো হয়ে যাবে বেড।


বন্ধুরা এই ছিল আমার আজকের ডাই। আসলে আমি এগুলোতে পারদর্শী না তবে চেষ্টা করছি করার।জানিনা কতোটা ভালো হয়েছে।আপনাদের সাথে আবারো দেখা হবে নতুন কোনো পোস্টে।



সমস্ত ছবিরতথ্য
লোকেশনবাংলাদেশ
ক্যামেরাঅপু এ৫এস
ক্যামেরাম্যান@ashik333
w3wordshttps://w3w.co/oversleep.circus.processor
Sort:  
 3 years ago 

ওয়াও কি সুন্দর আপনি রঙিন কাগজ দিয়ে বেড বানিয়েছেন।দেখে কি সুন্দর লাগছে।পুরো মনে হচ্ছে সত্যি কারের। এবং খুব মিষ্টি লাগছে দেখতে।আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যর জন্য।

 3 years ago 

আপনি খুবই চমৎকার করে রঙিন কাগজ দিয়ে বেট বানিয়েছেন যা আমার কাছে অসাধারণ লেগেছে শুভকামনা আপনার জন্য

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু

 3 years ago 

আপনি শুধুমাত্র রঙিন কাগজ ব্যবহার করে একটি বিছানা বিছানা তৈরি করেন এবং এটি আমার বন্ধু খুব সুন্দর এবং আমি সত্যিই আপনার দক্ষতা পছন্দ করি।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনার এই খাট বানানো টা। আমার কাছে খুব ভালো লেগেছে কারণ আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ভাবে এটা বানিয়েছেন। অনেক ধন্যবাদ এত সুন্দর একটা খাট আমাদের সাথে শেয়ার করার জন্য

 3 years ago 

আপনাকেউ ধন্যবাদ সুন্দর মন্তব্যর জন্য।

অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে থাকার বেড বানিয়েছেন আপনি। যত দিন যাচ্ছে ততই নতুন নতুন কিছু জিনিস দেখতেছি। সত্যি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপ্পনাকেউ অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যর জন্য।

ওয়াও ভাইয়া আপনি অনেক চমৎকার ভাবে রঙিন কাগজ দিয়ে বেড বানিয়েছেন।দেখে আমি অনেক আনন্দ লাগছে।ডাই সাথে সাথে উপস্থাপনা দারুন হয়েছে।আপনার জন্য অনেক শুভ কামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

অসাধারণ হয়েছে আপনার কাগজ দিয়ে বেড বানানো,

অনেক কস্ট করে বানিয়েছেন, শুভকামনা রইলো

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই।

 3 years ago 

আপনার রঙিন কাগজ দিয়ে বানানো বেডটি অনেক সুন্দর হয়েছে।খুব সুন্দরভাবে ধাপ আকারে সবকিছু তুলে ধরেছেন। বেড এর চাদর এবং বালিশটা খুব ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ আপনাকে ভাই

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57340.70
ETH 3072.28
USDT 1.00
SBD 2.37