🦊🦊💝💝গন্তব্য ইউটিউব ভিলেজ(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊💝💝

in আমার বাংলা ব্লগ2 years ago

ঈদ মোবারক

  • ২৪বৈশাখ
  • ১৪২৯বঙ্গাব্দ।
  • শনিবার
  • গন্তব্য ইউটিউব ভিলেজ

IMG_20220507_012336.jpg

হেলো বন্ধুরা


সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আর ভালো থাকারি কথা ঈদ আনন্দে সবাই বেশ ভালো সময় কাটাচ্ছেন আমিও কাটাচ্ছি আমি @ashik333 বাংলাদেশ থেকে চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে ঈদ উপলক্ষে ঘুরাঘুরির কিছু মুহূর্ত তাহলে চলুন শুরু করা যাক।


আজ ছিল ঈদের ৪র্থ দিন বন্ধুরা আমরা সবাই ঘুরতে ভালো বাসি আর ঘুরাঘুরির মধ্যেই রয়েছে সব থেকে বেশি মজা বা আনন্দ নতুন নতুন জায়গায় ঘুরতে গেলে আরো বেশি মজা হয় কারণ নতুন পরিবেশ নতুন কিছু দেখা যায়।বন্ধুরা আজ আমি আমার জীবনে প্রথম যাওয়া একটি জায়গায় ঘুরতে যাওয়া নিয়ে কথা বলবো।জায়গাটির নাম ইউটিউব ভিলেজ বা গ্রাম এটা আমাদের কুষ্টিয়া জেলার খোকশা উপজেলার বিলজানি গ্রামের মধ্যে অবস্থিত। এটা বিলজানি বাজার থেকে উত্তরের রাস্তা ধরে এগোলোই পাওয়া যাবে খুবই প্রতন্ত একটা গ্রাম কিন্তু সোস্যাল নেটওয়ার্ক এর এই দুনিয়ার কারণে এটি একটি পর্যটন কেন্দ্রে পরিনিত হচ্ছে দিন দিন।


IMG20220506171111.jpg

IMG20220506170053.jpg

IMG20220506170614.jpg

IMG20220506171517.jpg

এই গ্রামের নাম অনেক শুনেছি আমাদের পাশের উপজেলাতেও তবে কখুনো যাওয়া হয়ে ওঠেনি।তো আজকে একটা ঘুরাঘুরির প্লান করেই ফেললাম।আমি আমার বন্ধু সাগর এবং তৌফিক তিনজন মিলে ছুটে চললাম বাইক নিয়ে।প্রথমেই আমাদের সুন্দর নদীটা পার হলাম।এরপরে আকশে দারুন ভিউ ছিল দুইটা ছবি উঠাইলাম।এরপরে আবার আমরা আমাদের যাত্রা শুরু করলাম।যাত্রা পথে তিনজন অনেক মজা করেছিলাম সেটার কিছু ভিডিও করেছি আপনাদের অন্য পোস্টে দেখাবো।


যেতে যেতে পথ যেনো শেষ হয়না পেয়ে গেলাম খোকশা বাজার এবং বাজার থেকে আরো কিছুটা দুরেই বিলজানি বাজার।আর কিছুটা পথ পারি দিয়েই চলে এলাম ইউটিউব ভিলেজে গারি পার্কিং করে আমরা টিকিট কাটলাম বন্ধুরা সেখানে সব ধরনের গাড়ি পার্ক করার জায়গা রয়েছে।ইউটিউব গ্রামে ঢুকার জন্য আমাদের কে টিকিট কাটতে হলো একটা প্রতিটা টিকিট এর মূল্য ছিল বাংলাদেশি টাকাই ২০ টাকা।

IMG20220506181428.jpg

IMG20220506180934.jpg

IMG20220506183431.jpg

IMG20220506182014.jpg

IMG20220506181944.jpg

IMG20220506184551.jpg

IMG20220506182527.jpg

IMG20220506182506.jpg

IMG20220506183002.jpg

IMG20220506182452.jpg

IMG20220506184738.jpg


ভেতরে প্রবেশ করলাম আসলে সত্যি কথা বলি এখানে আসার আগে যেমন টা মুখে মুখে শুনতাম তোতোটা দেখার মতো জায়গা না তবে আশার কথা হচ্ছে এখানে কাজ শুরু করেছে পার্ক টি আরো জাক জমক করার জন্য।আগামি ছয় মাসের মধ্যে এটা দারুন ভাবে সাজানো হবে। এই পার্ক টি হবার ফলে গ্রামের মানুষ এর খুবই উপকার হয়েছে অনেক বেকাররা এখানে কাজ করছে কেউ দোকান দিয়েছে কেইবা যাত্রি আনা নেওয়া করছে বিভিন্ন পেশায় রয়েছে এটা এখানের খুবই ভালো উদ্যেগ আপনারা চাইলে এখানে ঘুরে যেতে পারেন।গ্রামিন সব কিছুই চোখে পরবে এই পার্ক এর মধ্যে।


বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন। সবাইকে ঈদ মোবারক।


সমস্ত ছবিরতথ্য
লোকেশনবাংলাদেশ
ক্যামেরাঅপু এ৫এস
ক্যামেরাম্যান@ashik333
w3wordshttps://w3w.co/outback.fussily.drooped
Sort:  
 2 years ago 

জায়গার নামটা অনেক মজার নিশ্চয়ই ঘুরতে অনেক মজা হবে। আসলে ইউটিউব ভিলেজটা অনেক সুন্দর। এর ভিতরের পরিবেশ টা আমার কাছে খুব ভালো লেগেছে। দেখেই বুঝতে পারছি আপনি অনেক আনন্দঘন কিছু মুহূর্ত সেখানে কাটিয়েছেন। আপনার আনন্দঘন মুহুর্তটি আমাদের মধ্যে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি আজকে ইউটিউব ভিলেজ ঘুরতে গিয়েছিলেন এবং তার কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। দেখতে কিন্তু বেশ ভালই লাগছে। ইউটিউব ভিলেজ এর নাম অনেক শুনেছি, কিন্তু কখনো যাওয়া হয়নি। যাইহোক আপনার পোস্টের মাধ্যমে দেখা হল।

 2 years ago 

এই ইউটিউব ভিলেজের নাম আমি খুব শুনেছি এবং তাদের ভিডিওগুলো দেখে আমি দারুন মজা পায় বিশেষ করে তারা যখন বিশাল বড় বড় মাছ ঘাড়ে করে নিয়ে আসে সবাই মিলে রান্না করে সবাই মিলে একসাথে খায়। এছাড়াও আসত বড় গরু জবাই করে খেয়ে ফেলে তারা। মাঝে মাঝেই আমি ইউটিউব ভিলেজের ভিডিও গুলো দেখে মজা নেই । তবে তাদের এই বিষয়টি আমার বেশ ভালো লাগে কারন পুরো গ্রাম একটি বিষয় নিয়ে একসাথে সবটা সময় জুড়ে থাকে। তাদের সবার উদ্দেশ্য এক কর্ম। এমন একটি গ্রামে ভ্রমণ করা সত্যিই অনেক আনন্দের। ইউটিউব ভিলেজে ভ্রমণ আপনি আমার মনের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ইউটিউব ভিলেজ জায়গাটি অনেক সুন্দর আর আপনার শেয়ার করা ছবিগুলো দেখে জায়গাটির সৌন্দর্য সম্পর্কে কিছুটা ধারণা হয়। আশ্চর্য নামের সাথে সৌন্দর্যের বেশ মিল আছে।

 2 years ago 

ইউটিউব ভিলেজ গ্রামটিতে আমি একবার গিয়েছিলাম। এই গ্রামের সৌন্দর্যময় পরিবেশ দেখে ভালো লাগলো। গ্রামটি অনেক জনপ্রিয়তা পেয়েছে। আজকে আপনার ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

দেখেই বোঝা যাচ্ছে ইউটিউব ভিলেজে ঘোরাঘুরির সময় অনেক সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন। যদিও আমি এখন পর্যন্ত ইউটিউব ভুলে যায়নি। তবে আপনার এই ঘোরাঘুরি মুহূর্ত দেখে মনে হচ্ছে আজকে যে ঘুরে আসি। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

ইউটিউব ভিলেজ টাইটেল নামটি দেখে উপলব্ধি করার চেষ্টা করছি গ্রামটি কেমন হতে পারে। পরবর্তী সময় আপনার পোষ্টটি পড়ে বুঝতে পারলাম ইউটিউব ভিলেজ দেখতে ঠিক কি রকম। আপনি যতটা নাম শুনেছেন ততটা ভালো না লাগলেও একটা আশার আলো আছে প্রায় ছয় মাসের মধ্যে ওখানে নতুন করে উন্নত কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তবে আপনার ফটোগ্রাফিতে যতটুকু দেখলাম তাতে অনেকটা ভাললাগা কাজ করছে। আপনার বন্ধুদের নিয়ে খুবই আনন্দময় সময় কাটানোর সাথে সাথে অত্যন্ত চমৎকার ফটোগ্রাফি গুলো বেশ দারুন হয়েছে। এত সুন্দর একটি পরিবেশে গিয়ে কাটানো সময়টুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

এবার ঈদে ইউটিউব ভিলেজে যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু একটু অসুস্থতার কারণে এবং ব্যস্ত সময় পার করার জন্য যেতে পারিনি। ইচ্ছে আছে দু একদিনের মধ্যেই যাব। আপনি খুবই সুন্দর একটু সময় পার করেছেন দেখেই বুঝা যাচ্ছে। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ভাইরে শেষ যেবার গিয়েছিলাম সেইবার কোনো লোকই ছিল না। এইবার ঈদে শুনছি লোকের ঠেলায় পা দেওেয়া যাচ্ছেনা এবং টিকিটের ব‍্যবস্থা করেছে হা হা। ইউটিউব ভিলেজ পার্কে আমি একবার গিয়েছিলাম। তবে তখনকার থেকে এখন দেখছি আরও অনেক ভালো করেছে। যাইহোক ভালো ছিল তোমার ঈদের চতুর্থ দিনের ভ্রমণ। ফটোগ্রাফি গুলো ভালো হয়েছে।।

 2 years ago 

কুষ্টিয়ার ইউটিউব ভিলেজ এর নাম অনেক শুনেছি তবে আপনার পোস্টে এই গ্রামটি দেখে অনেক ভালো লাগছে। এই গ্রামটির সম্বন্ধে আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম অনেক কোয়ালিটিফুল একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন বেশ দারুন।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67488.06
ETH 3761.44
USDT 1.00
SBD 3.56