🦊🦊ট্রেন ভ্রমন (দ্বিতীয় পর্ব)(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊

in আমার বাংলা ব্লগ2 years ago
  • ২৫আষাঢ়
  • ১৪২৯বঙ্গাব্দ।
  • শুক্রবার
  • কুষ্টিয়া টু রাজশাহী (দ্বিতীয় পর্ব)

হেলো বন্ধুরা

IMG_20220708_145135.jpg

সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি @ashik333 বাংলাদেশ থেকে সবাইকে ইদের অগ্রিম শুভেচ্ছা রইল শুরু করছি আমি আমার আজকের ব্লগ তাহলে চলুন শুরু করা যাক।


বন্ধুরা গত পোস্টে আমি শেয়ার করেছিলাম আমার বাবাকে নিয়ে রাজশাহী যাবার মুহূর্ত আজ শেয়ার করবো তার দ্বিতীয় পার্ট চলুন তাহলে।

আমরা রাজশাহী স্টেশন থেকে বের হয় এরপরে একটি অটো ভাড়া করি এরপরে চলে যায় রাজশাহী লক্ষীপুরে সেখানেই আমাদের গন্তব্য। সেখানে গিয়ে প্রথমে আব্বুকে টেস্ট করায় একটা এরপরে আবার ডাক্তার এর রুমে যাওয়া হয় রিপোর্ট চেক করার জন্য ১ হাজার টাকা ভিজিট ফি দিয়ে ভেতরে প্রবেশ করি।

IMG20220706183505.jpg


বাবার কাছে সব কিছু জিগালো কিভাবে কি হলো এরপরে রিপোর্ট গুলো চেক করলো।করার পরে আব্বুকে বাইরে যেতে বললো এবং আমাকে ভেতরে থাকতে বললো।এরপরে ডাক্তার বলতে শুরু করলো অন্য কোনো সমস্যা নেই তার মাথায় ছোট একটা টিউমার ধরা পরেছে সেটা সার্জারি করতে হবে খরচ ২লক্ষ ৫০ হাজারের বেশিও হতে পারে।এখন ঔষুধ লিখে দিছে খুব দ্রুত সার্জারি করাতে হবে।

IMG20220706195459.jpg


IMG20220706200241.jpg

IMG20220706200310.jpg

IMG20220706200328.jpg

IMG20220706201222.jpg

IMG20220706201057.jpg

IMG20220706201900.jpg

আমরা সবাই চলে যায় সেখান থেকে আজকের দিনটা রাজশাহী তে থাকতে হবে কারণ আজ আর ট্রেন নেই আগামিকাল সকাল ৮ টাই ট্রেন। আমি সবাইকে হোটেলে রেখে আমি আমার বন্ধু নাজমুল দুজনে ট্রেনের টিকেট কাটার জন্য চলে যায় লম্বা লাইন পার করে টিকেট কাটলাম।এরপরে আমি এবং নাজমুল একটি অটোভারা করলাম।


রাজশাহীর বড় একটি বাজারে গেলাম ঘুরার জন্য।অনেক বড় একটি বাজার আমরা ফুট ওভার ব্রিজ থেকে দুইটা ছবি উঠলাম।এরপরে আশে পাশের বেশ কিছু ছবি তুললাম।এরপরে সবার প্রিয় রাজশাহী কলেজ এর একটা ছবি তুললাম।এবং আরো অনেক সময় ঘুরাঘুরি করে আমরা হোটেলে ফিরে গেলাম।




সমস্ত ছবিরতথ্য
লোকেশনবাংলাদেশ
ক্যামেরাঅপু এ৫এস/স্যামস্যাং এ ১৩
ক্যামেরাম্যান@ashik333
w3wordshttps://w3w.co/splinters.intersect.headlines
Sort:  
 2 years ago 

ফাস্টের ছবিটা অবশ্যই রাজশাহী কলেজের ছবি। আশা করি একদম ঠিক কথা বলেছি। কারণ ওখানে আমার জীবনের বিশাল একটি স্মৃতি পড়ে রয়েছে। হয়তো যৌবনের টান আর প্রেম প্রেম ফিলিংস এবং প্রেমের কিছু অনুভূতি জাগ্রত হয়েছিল ওই জায়গায়। ভালোবাসার মানুষের হাত ধরে হেঁটেছিলাম কলেজটির সামনে দিয়ে। কিছুটা ছবি ছিল ওই জায়গার। আজ সবকিছু বিলীন হয়ে গেছে। শুধু অনুভবে তাকে খুঁজে পাই সেই মুহূর্তগুলো স্মরণের মধ্যে দিয়ে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61129.70
ETH 2660.38
USDT 1.00
SBD 2.55