🦊🦊"রবীন্দ্র জয়ন্তীতে ঘুরাঘুরি"(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊🥰🥰

in আমার বাংলা ব্লগ2 years ago
  • ২৮বৈশাখ
  • ১৪২৯বঙ্গাব্দ।
  • মোঙ্গলবার
  • রবীন্দ্র জয়ন্তীতে ঘুরাঘুরি

হেলো বন্ধুরা

IMG_20220511_230623.jpg


সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে বন্ধুরা আমার আজকের ব্লগে থাকছে রবীন্দ্রনাথ ঠাকুর এর জন্ম জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানে ঘুরাঘুরির মুহূর্ত চলুন তবে শুরু করা যাক।


কবি গুরু ১২৬৮ বঙ্গাব্দে ২৫ বৈশাখ কলকাতায় জন্ম গ্রহন করেন কুষ্টিয়া যার পূর্ব নাম নদীয়া কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহে জমিদারি সুত্রে তিনি এখানে বেশ কিছুদিন থাকেন এবং অনেক কিচু রচনা করেছিলেন।কবি গুরুর এই জমিদার বাড়িতে তার ব্যবহিত সকল প্রকার জিনিস রয়েছে এই জায়গাটিতে প্রতি বছর তার জন্ম দিন উপলক্ষে বেশ যাক জমুক পূর্ন অনুষ্ঠান করা হয়ে থাকে।

IMG20220510215214.jpg


দুই বছর বন্ধ ছিল করোনার কারনে।তবে ২০২২ এ আবার শুরু হয়ে গেলো ২৫ বৈশাখ থেকে অনুষ্টান শুরু হয় এবং এটা বেশ কিছুদিন যাবত চলে।অনুষ্টানে গান নাছ তার কবিতা আবৃতি একেক জন একেক রকম উপস্থাপনা করেন কবি গুরুকে সম্মান জানানোর জন্য।

IMG20220510210549.jpg

IMG20220510210650.jpg

IMG20220510211902.jpg

IMG20220510212210.jpg

IMG20220510212919.jpg


আমি কয়েক বছর আগে এই অনুষ্টানে এসেছিলাম আর আশা হয়নি এখানে আবার বেশ বড় করে মেলাও হয়ে থাকে।তো গত কাল আমি সেখানে গিয়েছিলাম অনেক দারুন একটা সময় উপভোগ করতে তবে সমস্যা হয়ে এলো বৃষ্টি আমার যাওয়ার কথা ছিল বিকেল ৪ টায় কিন্তু অনেক জোরে বৃষ্টি শুরু হওয়াতে আমি ৭ টার দিকে সেখানে গিয়েছিলাম।আমরা দুজন ছিলাম আমি আর সাগর।

IMG20220510204531.jpg

IMG20220510203859.jpg

IMG20220510204550.jpg

IMG20220510204213.jpg

IMG20220510204628.jpg

IMG20220510204909.jpg

IMG20220510204448.jpg

IMG20220510204452.jpg

IMG20220510203652.jpg

IMG20220510202252.jpg


আসলে এবার সেখানের পৌষাসৈনিক দিকটা দেখে ভালো লাগলো প্রতিটা দোকানের পাশে পুলিশ, ডিবি,ফায়ার সার্ভিস সহ অনেক বাহিনি।আর মেলাটাও ছিল যাক জমুক পূর্ন আমি ভেতরে প্রবেশ করলাম একটু ঘুরলাম চারিদিকে লাল নিল বাতি মাঝে মাঠের মধ্যে অনুষ্ঠান আর অন্য সাইডে মেলার দোকান পার্ট বসছে।দোকানের দিকে ঘুরলাম। আর মেলাই এসেছি যখন গড়ম জিলাপি না খেলে হয়।তো বসে জিলাপি খেলাম এবং ঝাল ঝাল পপক্রন ছিল সেটাও খেলাম।

IMG20220510202336.jpg

IMG20220510202229.jpg


সব থেকে মজার যে জিনিস টা খেয়েছিলাম সেটা হলো আগুন পান দুঃখের বিষয় ভিডিও করতে পারিনি আসলে অনেক শখ ছিল এটা খাওয়ার গতকাল খেয়েছিলাম বেশ ভালোই লাগলো।এছারাও আরো অনেক খাবার খেয়েছিলাম মেলা মানেই হরেক রকম খাবার এর দোকান।

IMG20220510213216.jpg

বন্ধুরা আপনারা চাইলে এখানে আসতে পারেন খুবই দারুন একটি জায়গা।আর মেলা দেখতে হলে আগামি বছর আসতে হবে সবাইকে ধন্যবাদ আমার ব্লগ টি পড়ার জন্য।


সমস্ত ছবিরতথ্য
লোকেশনবাংলাদেশ
ক্যামেরাঅপু এ৫এস
ক্যামেরাম্যান@ashik333
w3wordshttps://w3w.co/chieftain.handles.skinfold
Sort:  
 2 years ago 

আপনার ওখানে রবীন্দ্র জয়ন্তীতে বেশ জমজমাট মেলা বসেছে লক্ষ্য করলাম। আসলে আমাদের এদিকে রবীন্দ্রজয়ন্তীতে সেরকমভাবে মেলা হয় না। আপনার ওখানকার পরিবেশ আমার খুব ভালো লাগলো। মেলায় মোটামুটি সব প্রকার জিনিস উঠেছে দেখছি। রবীন্দ্রজয়ন্তী মেলায় ঘুরতে গিয়ে আপনি বেশ আনন্দঘন মুহূর্ত কাটিয়েছেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমাদের এই জায়গাটি রবীন্দ্রনাথ ঠাকুর এর জমিদার বাড়ি ছিল।ধন্যবাদ মন্তব্যর জন্য

 2 years ago 

আপনি আমাকে দাওয়াত করেছিলেন ভাইয়া রবীন্দ্র জয়ন্তীতে আসার জন্য কিন্তু আমি ব্যস্ততার কারণে আপনার দাওয়াত রক্ষা করতে পারিনি। অপেক্ষায় ছিলাম আপনার এই পোষ্টের কেননা সেখানে কি কি হয়েছে তা আমার জানতে খুব ইচ্ছা হচ্ছিল। অবশেষে আপনি যখন এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করলেন তখনই আমি প্রবেশ করে ফেললাম আপনার পোষ্টের মধ্যে। আর দেখলাম রবীন্দ্র জয়ন্তী তে ঘোর-ঘোর এর কিছু মুহূর্ত। পান গুলো দেখে আমার খুব ইচ্ছা হচ্ছে একবার খেতে।

 2 years ago 

ভাই এবার হল না আগামিতে আসবেন।আসছে বছর আবার হবে

 2 years ago 

বৈশাখের এ ২৫ তারিখে শুধু আমার দেশবাসী নয় সারা বিশ্ববাসী স্মরণ করেছিল সেই বাংলার সাহিত্য ধারার বীরপুরুষ রবি ঠাকুরকে। তাকে কেন্দ্র করে বাংলার বিভিন্ন স্থানে বসেছে দারুন দারুন সব মেলা। তাই আমার খুবই ভালো লেগেছে রবীন্দ্র মেলার আয়োজন। আপনিও খুব সুন্দর ভাবে মেলায় অংশগ্রহণ করে ফটোগ্রাফি করার মধ্য দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন মেলার দৃশ্য। দেখে আমার খুব ভালো লাগলো ভাই।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ দারুন বলেছেন🥰🥰❤️

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 60115.56
ETH 3203.28
USDT 1.00
SBD 2.46