অপেক্ষা(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊🦊

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
  • ১৭আশ্বিন
  • ১৪২৯বঙ্গাব্দ।
  • রবিবার
  • অপেক্ষা

হেলো বন্ধুরা

desert-6215514_640.jpg

চিত্র

সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে লেখা লিখি আমাদের রক্তে মিশে গিয়েছে আমরা বাঙ্গালি তাই আমাদের রক্তে রয়েছে কবি কবি ভাব।তাইতো আমরা লিখি কবিতা না প্রফেশনাল না পারলেও ছন্দ মিলিয়ে আমরা লিখে ফেলি কবিতা।


"অপেক্ষা"হুমায়ূন আহমেদ এর এক কালজয়ী উপন্যাস তবে আমি আজ সেই উপন্যাস নিয়ে কথা বলবো না।নিজের মতো করে কথা বলবো।আমার কাছে মনে হয় অপেক্ষা হলো ভালোবাসার সবচেয়ে দারুন বহিরপ্রকাশ।মানুষ অপেক্ষা করে বিধায় জীবনে সফলতা পায়।ভালবেসে অপেক্ষার মধ্যে লুকিয়ে থাকে এক দারুন আনন্দ যা অন্য কিছুতে থাকে না। আপনি কোনো জিনিস এর জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছেন।


আর আপনার শেষ টা সুন্দর ভাবে তৈরি হলো।এটা অপেক্ষার সুন্দর উপহার।মানুষ এর জীবনে কিছু করুন মুহূর্ত উদয় হয় আর সেই সময় গুলোতে যারা অপেক্ষা করে এগিয়ে যায় তারাই জীবনে সফলতা পাই আর যারা ভেঙ্গে গুছিয়ে নেয় নিজেকে তারা কখুনোই এগিয়ে যেতে পারে না।এটা সত্যি প্রভাব নিজের কথা বলি।সব থেকে কঠিন একটা সময় পার করছি আমি।নিজের আত্ত্বিয় স্বজন কেউ কিন্তু বিপদে এগিয়ে আসবে না নিজেকে একাই লরে যেতে হয়।কিন্তু একটা ব্যাপার হলো আপনি যখন সফলতা পাবেন পাশে না থাকা মানুষ গুলোই তখন এসে আপনাকে বাহবা দিবে কি দারুন ব্যাপার।


তাই নিজেদের অপেক্ষা করতে হবে সঠিক সময় আসার জন্য।সব কষ্ট কে বালি চাপা দিয়ে এগিয়ে যেতে হবে অপেক্ষার মাধ্যমে অপেক্ষা করুন আজ আপনার দিন খারাপ গেলেও কাল কিন্তু অবশ্যই ভালো দিন আসবে সেই আশা নিয়েই বেচে থাকুন।সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কে আমার বল্গ টি পড়ার জন্য।

Sort:  
 2 years ago 

আপনি ঠিক বলেছেন অপেক্ষার চেয়ে সুন্দর কিছু আর হতে পারে না। মানুষকে ধৈর্য ধরে ভালো দিনের জন্য অপেক্ষা করতে হয়। অপেক্ষা না করে কোনো জিনিস তারা ভুল করে করতে গেলেই দেখা যায় এর ফল বিনষ্ট হয়ে যায়। প্রতিটি মানুষকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে শেখা উচিত।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

পৃথিবীতে সবাই চায় খারাপ দিনগুলোকে কাটিয়ে ভালোদিনের দেখা বা সন্ধান পাক। অনেক চমৎকার একটি ব্লগ আমাদেরকে উপহার দিয়েছেন ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ ভাই।

 2 years ago 

ঠিক। অপেক্ষার থেকে বড় আশা আর কিছুই নেই।

 2 years ago 

ধন্যবাদ

 2 years ago 

এই অপেক্ষাকে অনেকটা ধৈর্য শক্তি পরীক্ষা বলা যেতে পারে। যার যত ধৈর্য শক্তি বেশি সে জীবনে তত সফল হতে পারে। সফলতা আসলে লোকের অভাব হয় না ঠিকই বলেছেন আপনি। আমাদের সকলের উচিত ধৈর্য ধারণ করে সঠিক সময়ের অপেক্ষা করা। ধৈর্য ধারণ করার পর যদি ফল ভালো হয় তার চেয়ে সুখের আর কি হতে পারে।

 2 years ago 

একদম সঠিক বলেছেন আপু ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59311.47
ETH 2603.68
USDT 1.00
SBD 2.40