সাত টি ছবি দিয়ে সাজানো এলবাম (১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊🦊
হেলো বন্ধুরা
সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভাল আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে আমার মোবাইল ক্যামেরায় ধারন করা কিছু ফটোগ্রাফি চলুন শুরু করি তাহলে।
চিত্র-১
এটা হলো চাইনা গোলাপ,ছোট ছোট দেখতে মাঝে গোলাপি পাপরি আর এই পাপরি অনেক রঙের হয়ে থাকে যেমন সাদা,বেগুনি এটার তেমন সুবাস নেই তবে দেখতে খুবই সুন্দর লাগে।এই ফুলটি আপনি একটি নার্সারি থেকে সংগ্রহ করেছিলাম।আশা করছি আপনাদের ভাল লাগবে।
চিত্র-২
এটা ডালিয়া ফুল আমার খুব খুব পছন্দের একটি ফুল লাল টকটকে দেখতে একদম পাপরি গুলো দেখতে বেশি সুন্দর হয় আর গন্ধ টাও বেশ দারুন।এই গাছটা আমাদের বাসাতেই রেখেছি খুব ভাল লাগে আমার।আপনাদের সাথে শেয়ার করে ভাল লাগলো।
চিত্র-৩
আম-এর মুকুল বন্ধুরা শিত কিন্তু শেষ এর দিকে আর এই সময়ে প্রতিটা আম গাছে মুকুল দেখা যায়।অনেক গাছে অনেক আগেই মুকুল হয় তেমনি একটি গাছ আমাদের যেই গাছে অন্য গাছ থেকে আগেই মুকুল হয়েছে তাই সেটা দেখে আর চুপ না থেকে একটি ছবি নিলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম।
চিত্র-৪
এটা হলো শষা ফুলের চিত্র আজ হঠাৎ আমার ফসলের জানালার কাছে গেলাম এবং দারুন একটা শশা দেখলাম পাশেই খুব সুন্দর ফুল ফুটে রয়েছে সেটা দেখে কয়েকটা চিত্র নিলাম শশাও খেলাম আবার ছবিও নিলাম বেশ ভাল লাগলো।
চিত্র-৫
এটা হলো ধুনে গাছের ফুল গ্রামে আমরা (সোজ) নামে চিনি।আমরা যে ধুনে গুরা ব্যবহার করি রান্নাতে এটা তারই ফুল।মাঠে ঘুরতে ঘুরতে চোখে পরলো এই ফুল আর অমনি একটা ছবি নিলাম।আশা করি আপনাদের ভাল লাগবে।
চিত্র-৬
এটা এক ধরনের লতার এর ফুল এগুলার নাম আমি সঠিক জানিনা তবে গ্রামের ভাষ্য এটাকে বলে ফুলকো।এই ফুল গুলো দেখতে বেশ ভালোই লাগে।গোলাপি রঙের। মাঠে ঘুরতে ঘুরতে এই ফুলের ছবিটা তুলেছিলাম।
চিত্র-৭
বন্ধুরা এই চিত্রে দেখছেন একটি গ্লাসে পানির মতো দেখা যাচ্ছে আসলে এটা পানি না অনেক অপেক্ষাত পরে পাওয়া সিজনাল খেজুর এর রস।এর স্বাদ আর নতুন করে বলবো না শুধু আপনাদের কে দেখানোর জন্য শেয়ার করা আশা করছি আপনাদের সব গুলো চিত্র ভাল লাগবে।
অপু এ৫এস
কুষ্টিয়া, বাংলাদেশ
চমৎকার চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি দেখতে পেলাম ভাইয়া। তবে খেজুরের রস দেখে জিভে জল চলে এলো। শীতের সময় খেজুরের রস খেতে অনেক মজা। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার সবগুলো ফটোগ্রাফিই খুব অসাধারণ। ফুলের ফটোগ্রাফি আমার ভীষণ পছন্দ। আমি কোথাও ঘুরতে বের হলে ফটোগ্রাফি করতে ভালোবাসি।
যাই হোক আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আপনি খুবই সুন্দর চমৎকার চমৎকার কিছু ফুল সহ ভিন্ন ধরনের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি চায়না গোলাপটি আমার কাছে খুব ভালো লেগেছে। আর আপনি ঠিকই বলেছেন সে চলে যাচ্ছে এখন আম গাছে মুকুল আসবে। আর এখন শীতকালের শীতকালে খেজুরের রস খেতে বেশ ভালো লাগে।খুব চমৎকার চমৎকার রেনডম ফটোগ্রাফি গুল আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। শীতের সময় খেজুরের রস খাওয়ার মজাটাই আলাদা। তবে আমার কাছে চায়না গোলাপের ফটোগ্রাফি এবং শশা ফুলের ফটোগ্রাফি ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ফটোগ্রাফি পোস্ট দেখতে আমার খুব ভাল লাগে। আপনি অনেক সুন্দর কিছু ছবি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ফুলের ছবি সুন্দর লাগছে। খেজুরের রস খাইনা কতদিন হয়েছে। দেখে লোভ লেগে গেল। ধন্যবাদ ভাইয়া।