😍😍"রিদ মাঝারে"বাংলা নাটক রিভিউ(১০%পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊😍😍

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
  • ১৯ফাল্গুন
  • ১৪২৮ বঙ্গাব্দ।
  • শুক্রবার
  • রিদ মাঝারে

হেলো বন্ধুরা


সবাই কেমন আছেন আশা করছি সবাই ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। বন্ধুরা আমার আজকের ব্লগে থাকছে একটা নাটক রিভউ।আশা করছি নাটক টা আপনাদের ভালো লাগবে খুবই সারা জাগানো নাটক এটি দুই সপ্তাহ হলো রিলিজড হয়েছে এর মধ্যে অনেক জনপ্রিয় হয়ে গেছে।


গুরুত্বপূর্ণ তথ্য:

নাটকরিভিউ
নামরিদ মাঝারে
পরিচালকমাহমুদ মাহিন
অভিনয়েমুশফিক ফারহান,কেয়া পায়েল,মনিরা মিঠু,অথিতি ইসরাত,অনকন,রওশন আলম
লেখকমাহমুদ মাহিন
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
ডুরেশন১ ঘন্টা ৩ মিনিট
মুক্তি১৬ ফেব্রুয়ারি ২০২২

নাটক লিংক:


কাহীনি সংক্ষেপ:

Screenshot (225).png

Screenshot (226).png

Screenshot (227).png

Screenshot (228).png

Screenshot (229).png

নাটকের শুরুতে দেখা যাবে একজন গাড়ি চালক একটি গাড়ি মেরামত করছে। গাড়িটা হলো একটা মেডামের তিনি তার দুই মেয়ে কে নিয়ে সিলেটে ঘুরতে যাচ্ছেন।বড় মেয়ের আবদার তার জন্মদিনের কেক কাটা হবে সিলেটে বাইরে কোথাও।তাই মা তাদের কে নিয়ে বাইরে যাচ্ছেন।তারা দুই বোন বড় হলেও খুবই বাধা নিয়মের মধ্যে থাকতে হয় ওদের।এখন অবদি ফোন ব্যবহার করতে পারেন না তার বড় মেয়ে।যাই হোক।তাদের গাড়িটা নষ্ট হয়ে যায়।এরপরে ড্রাইভার বলে একটু ধাক্কা দিতে তারা তিনজন মিলে ধাক্কা দিতে থাকে।এর মাঝে একটা জিপ এসে থামে।জিপে একটা ছোট ছেলে এবং তার ওস্তাদ রয়েছে।ছোট ছেলেটা মসকরা করছে তাদের সাথে।এরপরে তাদের কে তারা গাড়িতে নিয়ে গন্তব্য পোছে দেয়।

Screenshot (233).png

Screenshot (234).png

Screenshot (235).png

Screenshot (231).png

Screenshot (232).png


ওস্তাদরে মেয়েটাকে ভালো লেগে যায়।তবে সে বলতে পারে না এমনকি যাদের কে তারা পোছে দিল তাদের সাথেও কোনো কথা বলে না শুধু ছোট ছেলেটা বলে আমার ওস্তাদ যার তার সাথে কথা বলে না।যাইহোক এভাবে ওস্তাদ মেয়েটাকে ফলো করতে থাকে তার পিছে ছায়ার মতো লেগে থাকে মেয়েটা তা বুঝতে পারে এবং সে একটা পাথরে লিখে যায় আমাকে ফলো করছেন কেনো।ছেলেটা শুধু হাসে এভাবে মেয়েটা বুঝতে পারে ছেলেটা তাকে অনেক ভালো বাসে।


মেয়েটাও তাকে ভালোবেসে ফেলে,এরপরে মেয়েটার জন্মদিনে ছোট পিচ্চিকে দিয়ে অসাধারন দারুন একটি পেন্সিল স্কেচ পাঠিয়ে দেয় কিন্তু ছেলেটা যায় না।এরপরে মেয়েটা বলে উনি কোথায়।পিচ্চি বলে আমার ওস্তাদ অনেক বড় রাজকুমার সে মিটিং এ আছে।


পরের দিন মেয়েটা ছেলেটার সাথে কথা বলে এবং নিজের ভালোবাসার কথা মনের কথা সে খুলে বলে।কিন্তু ছেলেটার থেকে কোনো রেসপন্স পাইনা।এরপরে ছেলেটা ইসারা করে বোঝায় সে কিছু শুনতে পাইনি কারণ সে কানে শোনে না এবং কথাও বলতে পারে না।মেয়েটা অনেক কান্না করতে করতে রুমে চলে যায়।এরপরে তার মায়ের কাছে বলে যে বাসায় যাব এবং তারা বাসার উদেশ্য করে রওনা হয় পিছে পিছে ছেলেটা গাড়ি নিয়ে ফলো করে।


কয়েকদিন যাবার পরে ছেলেটা আর সহ্য করতে পারছিলো না।তাই অনেক কষ্ট করে মোবাইল নাম্বার ম্যানেজ করে এবং বাসার ঠিকানা ম্যানেজ করে এরপরে তারা সেখানে যায়।মেয়েটার বাসায় চলে যায়।মেয়েটার মা আগেই থেকেই বুঝেও না বোঝার ভান করে ছিল যাইহোক।ছেলে দুটোকে তারিয়ে দেয়।এরপরে একদিন রাতে ছোট পিচ্চিটাকে দিয়ে সব বুঝিয়ে ডেকে আনে এবং নিজের কথা বলতে থাকে।

Screenshot (250).png

Screenshot (251).png

Screenshot (242).png

Screenshot (244).png

Screenshot (246).png

Screenshot (247).png

Screenshot (248).png


ওস্তাদ ইশারায় কথা বলে ছোট ছেলেটা বুঝিয়ে দেয়।আসলে সে কিছু শুনতে পাইনা এবং বলতেও পারে না সেদিন তার উচিত ছিল ভালোবাসার কথা বলার কিন্তু সে পারে নাই।আজ বলছে,দুজনে কানতে কানতে চলে যায়।এর কিছুদিন পরে মেয়েটা একটা চিঠি লিখে সেই ছেলেটার কাছে চলে যায় আসলে ছেলেটা কোথা বলতে বা শুনতে না পেলেও মেয়েটাকে দারুন ভাবে বুঝতে পারে।এরপরে তারা বিবাহ করতে চলে যায় এবং এখানেই নাটকের সমাপ্তি হয়।


নিজের মতামত

নাটকটি ভালোবাসা কেন্দ্রিক ইমোশনাল, নাটকটিতে বোঝানো হয়েছে ভালবাসাকে কোনো সীমা দিয়েই আটকানো যায়না।দুজনের ভালো বাসা থাকলে কোনো কিছুই তা আটকাতে পারে না।তেমনি বোবা, কালা একটি ছেলে যে এমন সমস্যা থাকার পরেও মেয়েটিকে দারুন ভাবে বুঝতে পারে।এবং মেয়েটিও ছেলেটিকে সুন্দর ভাবে বুঝে কিন্তু এই সব এর মাঝে তার পরিবার বাধা হয়ে যায় বাধ্য হয়ে মেয়েটা একটি চিঠি লিখে পালিয়ে চলে আসে ছেলেটার কাছে।শেষটা সত্যি অসাধারন ছিল।সবার প্রতি দোয়া সবার ভালবাসা এভাবেই যেনো পূর্নতা পায়।ধন্যবাদ সবাইকে।



ব্যক্তিগত রেটিং

নাটকটিকে আমি আমার কাছে সেরা স্থান দিব আমি ১০/০৯ দিলাম


বন্ধুরা নিজের মতো করে নাটকটির গল্প সংক্ষেপে উপস্থাপন করেছি আশা করছি আপনারা বুঝতে পারবেন। আর নাটকটি দেখলে আরো ভালো ভাবে বুঝতে পারবেন।সবাই ভাল থাকবেন আবারো দেখা হবে নতুন কোনো পোস্টে।

Sort:  
 2 years ago 

হৃদ মাঝারে নাটক রিভিউ পড়ে খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দর একটা নাটকের রিভিউ করেছেন। এই নাটকটি এখন দেখা হয় নাই। তবে সময় পেলে অবশ্যই দেখবো ।
এত সুন্দর একটা নাটক রিভিউ দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ,নাটকটি খুব সুন্দর ।সত্যিকারের ভালোবাসা কখনো কিছুতে থেমে থাকে না।ছেলেটার শারীরিক সমস্যা থাকার পর ও মেয়েটা তার সঙ্গে থাকতে রাজি হয়ে যায়।খুবই ভালো লেগেছে শেষটা।ধন্যবাদ ভাইয়া, সুন্দর রিভিউ দিয়েছেন।

 2 years ago 

এই নাটকটি আমি কিছুদিন আগেই দেখেছি, খুবই সুন্দর একটি নাটক। এই নাটকের কাহিনীটি বেশ ইমোশনাল। ভালোবাসা যে কখনো কারো বাইরেটা দেখে হয় না তা এই নাটকে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

খুব সুন্দর একটা নাটকের রিভিউ শেয়ার করেছেন ভাই। নাটকটি দেখা হয়নি। তবে আপনার রিভিউ পড়ে দেখার প্রতি আগ্রহ বেড়ে গেল। ধন্যবাদ আপনাকে সুন্দর এই নাটকের রিভিউ আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার রিভিউ করা নাটকটি কখনো দেখিনি । তবে আপনার রিভিউটি পড়ে সব কিছু বুঝলাম । আপনি অনেক সুন্দর হবে নাটকটি রিভিউ করেছেন । আশা করি পরবর্তীতে আরো সুন্দর নাটক রিভিউ আপনার কাছ থেকে পাব

 2 years ago 

বাহ সুন্দর একটি নাটক তো। নাটকের গল্প টি অসাধারন ছিল আমার মতে। এবং খুব সুন্দর করে আপনি নাটকের রিভিউটি সম্পন্ন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাইয়া হৃদ মাঝারে নাটক টা আমি দেখেছি আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে নাটক টা। আর আজকে আপনি দেখছি অনেক সুন্দর করে হৃদ মাঝারে নাটক রিভিউ দিয়েছেন।আপনার রিভিউ টা পড়ে আরও বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া, আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

নাটক টা সম্পর্কে ফেসবুকে অনেক ভিডিও দেখেছি। কিন্তু শুধু সেখানে ইমোশনাল পাট দেখে অনেক ভালো লেগেছিল। কিন্তু সম্পূর্ণ নাটকটা দেখিনাই। আপনার রিভিউ দেখে ভালো লাগলো। সময় পেলে অবশ্যই দেখার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

খুব চমৎকার এবং রোমান্টিক একটি নাটক রিভিউ করেছেন আপনি আমাদের মাঝে, ব্যাপারটি বেশ প্রশংসনীয় একটি বিষয়। আমি প্রতিদিনই ঘুমানোর আগে কোন না কোন কিছু দেখার চেষ্টা করি। আপনার পোস্ট দেখে আমার ভালো লেগেছে আমি রাতে ঘুমানোর আগে এই নাটকটি দেখার চেষ্টা করব।

 2 years ago 

এই নাটকটি এখন পর্যন্ত দেখা হয়নি। আপনার নাটক দেখে মনে হচ্ছে নাটকের কাহিনী টা অসাধারণ হবে। খুব সুন্দর ভাবে নাটকের রিভিউ দিয়েছেন। যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে একসময় দেখার চেষ্টা করব শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74