😍😍DIY-এসো নিজে করি "রঙিন কাগজ দিয়ে নকশা করা ওয়ালমেট"(১০% পে আউট লাজুজ খ্যাকের জন্য)🦊🦊😍😍

in আমার বাংলা ব্লগ3 years ago

হেলো বন্ধুরা

সবাই কেমন আছেন আশ করছি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি, আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি। বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে সুন্দর একটি দেয়ালে টানানো ওয়ালমেট বানানো যায় চলুন শুরু করি।



এটি বানাতে যা যা প্রয়োজন

IMG20211117153318.jpg

  • A4 পেপার
  • কলম
  • কেচি
  • আঠা

IMG20211117161438.jpg



IMG20211117153500.jpg

IMG20211117153409.jpg

  • প্রথমে আমরা একটি A4 পেপার নিব।এরপরে সেটিকে লম্বা করে মাঝ খান থেকে একটি ভাজ দিব।ভাজ দিয়ে কেচি দিয়ে মাঝ থেকে কেটে নিব।


IMG20211117153633.jpg

IMG20211117153607.jpg

IMG20211117153842.jpg

IMG20211117153541.jpg

IMG20211117154257.jpg

IMG20211117154132.jpg

  • এরপরে প্রথম লম্বা টুকরো কে আবার মাঝ থেকে ভাজ দিব।ভাজ দেওয়ার পরে চিত্রে যেভাবে ভাজ দেখানো আছে সেভাবেই পর পর ভাজ করে নিব।এভাবে দুইটা টুকরো কেই একই ভাবে ভাজ করবো।


IMG20211117154957.jpg

IMG20211117154319.jpg

  • এবার ভাজ করা কাগজ এর টুকরের উপরে পেন্সিল দিয়ে একে নিব। এভাবে আকার কারণ হলো।যেখানে আকা হবে সেখান থেকে কেচি দিয়ে কেটে ফেলতে হবে তাহলে নকশা হয়ে যাবে।


IMG20211117160134.jpg

IMG20211117160130.jpg

  • পেন্সিল দিয়ে অংকন এর পরে এবার কেচি দিয়ে কাটার পালা।দুইটা টুকরো কেই একই ভাবে কেটে নিব।


IMG20211117160214.jpg

IMG20211117160514.jpg

IMG20211117160509.jpg

IMG20211117160856.jpg

IMG20211117161326.jpg

IMG20211117161438.jpg

  • এবার করবো ফাইনাল কাজ।কেচি দিয়ে কাটা কাগজের নকশা টি খুলে ফেলবো।খুলে চিত্রে দেখানো উপায়ে আঠা মেরে লাগিয়ে গোল করে ফেলবো।এরপরে গোল করা স্থানের বাইরের অংশ টা ভেতরে দিয়ে কাগজের উপর রেখে দিব হয়ে যাবে সুন্দর নকশা ফুল। এটি দেয়ালে টানালে খুবই দারুন লাগবে।


বন্ধুরা এই ছিলো আমার আজকের ডাই প্রজেক্ট নিজের মতো করে চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে।সবাই ভালো থাকবেন আবারো দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো পোস্টে।ধন্যবাদ সবাইকে।



সমস্ত ছবিরতথ্য
লোকেশনবাংলাদেশ
ক্যামেরাঅপু এ৫এস
ক্যামেরাম্যান@ashik333
w3wordshttps://w3w.co/oversleep.circus.processor
Sort:  
 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি নকশার ওয়ালেট তৈরি করেছেন। দেখে আমার খুবই ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে।শুভ কামনা।

বাহ্,, কালার পেপার দিয়ে তুমি অনেক সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছো। অনেক সুন্দর দেখতে লাগছে। এটা রুমের দেওয়ালে ঝুলিয়ে রাখলে ভালো দেখা যাবে।।ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছো।
শুভ কামনা রইল।

 3 years ago 

তোমার জন্যও শুভ কামনা।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনার নকশা করা ওয়ালমেট টি দারুণ চমৎকার হয়েছে ।আমার কাছে আপনার ওয়ালমেট খুবই ভালো লেগেছে ।ওয়ালমেট এর কালার টি ও খুবই সুন্দর হয়েছে ।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের সামনে তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ।আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর গুছিয়ে মন্তব্যর জন্য।

 3 years ago 

ওয়াও ভাইয়া অসাধারণ 😍😍😍

রঙিন কাগজ দিয়ে নকশা করা ওয়ালমেট অনেক সুন্দর হয়েছে ভাইয়া।
প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ভাইয়া।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু সুন্দর মন্তব্যর জন্য।

 3 years ago 

এটি আপনার হাতের কাজ যা খুব দুর্দান্ত, আমাদের সাথে আপনার সমস্ত দুর্দান্ত কাজ দেখাতে থাকুন।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাইয়া আপনি রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি নকশা ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেট তৈরির পদ্ধতি আমার কাছে একটু জটিল লেগেছে। কিন্তু তারপরও আপনি খুব সহজভাবে এটি তৈরি করেছেন। যার ফলে এটি দেখতে খুব ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু।বাসায় চেষ্টা করুন ধাপ দেখে ইনশাল্লাহ পারবেন

মুগ্ধ হয়ে গেলাম ভাই। দারুন কিছু শিখতে পারলাম। আসলেই খুব ভালো লেগেছে আমার প্রতিটা ধাপ। আমি শিখেই ফেললাম। অনেক অনেক শুভ কামনা রইলো ভাই আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই।আপনাকে সুন্দর মন্তব্যর জন্য।

 3 years ago 

বাহ রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি নকশা তৈরি করলেন। এরকম নকশাগুলো করা কিন্তু খুবই কঠিন একটা কাজ। কিন্তু আপনি খুব সুন্দর ভাবে কাজটি ফুটিয়ে তুলেছেন। এত সুন্দর ভাবে আমাদের মাঝে রঙিন কাগজের নকশা ওয়ালমেট ফুটিয়ে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাই। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার পোষ্টের মার্ক ডাউন ও আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57605.40
ETH 3085.50
USDT 1.00
SBD 2.31