😍😍"DIY-এসো নিজে করি""রঙিন কাগজ দিয়ে সুন্দর ফুলের নকশা"(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊😍😍

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসলামু আলাইকুম

IMG20211013211602.jpg

IMG20211013211622.jpg

বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি,আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি।বন্ধুরা আজ আমি আপনাদের সাথে কিভাবে খুব সহজে রঙিন কাগজ দিয়ে ফুল বানানো যাই সেটাই দেখাবো।আজ আমি আট টি রঙিন কাগ দিয়ে একটি সিংগেল ওয়ালমেট ফুল বানিয়েছি।চলুন শুরু করা যাক।



ফুলটি বানাতে যা প্রয়োজন,

  • আট টি রঙিন কাগজ
  • স্টাপিলার
  • ক্রাফট আঠা
  • স্কেল
  • কলম


IMG20211013204459.jpg

IMG20211013205421.jpg

  • প্রথমে আমি ফুলটি বানাতে প্রয়োজনীয় সব জিনিস গুলো গুছিয়ে নিব।এরপরে আটটি কাগজ আট রঙের নিয়ে নিব।এরপরে আমি ২ সে.মি চওরা করে সব গুলো একই মাপ দিয়ে কেটে নিব।



IMG20211013205637.jpg

IMG20211013210027.jpg

IMG20211013205651.jpg

IMG20211013210035.jpg

  • এরপরে কাগজ গুলো এক করবো এবং মাঝ থেকে দুই মাথা সমান করে একটি ভাজ করবো।ভাজের ঠিক মাঝ খানে স্টাপিলার দিয়ে একটি পিন মেরে দিব।



![IMG20211013210256.jpg](UPLOAD FAILED)

IMG20211013210229.jpg

IMG20211013210307.jpg

IMG20211013210300.jpg

IMG20211013210309.jpg

IMG20211013210353.jpg

IMG20211013210430.jpg

IMG20211013210426.jpg

IMG20211013210447.jpg

  • স্টাপিলার মেরে আবারো ভালো করে দেখে ভাজ করবো।এরপরে প্রতিটা রঙিন পেপার এর মাথার দিকে ক্রাফট আঠা লাগিয়ে চিত্রে দেখানো উপায়ে পিন মারার ঠিক পাশ থেকে একের পর এক এভাবে লাগিয়ে দিবো।



IMG20211013210936.jpg

IMG20211013211110.jpg

IMG20211013211117.jpg

IMG20211013211202.jpg

  • খেয়াল রাখতে হবে আঠা যেনো মাথা বাদে বডিতে না লাগে তাহলে পুরো পেপার লেগে যাবে অন্য পেপারের সাথে।একে একে সব মারা হয়ে গেলে একটি সুন্দর নকশা ফুল হয়ে যাবে।



IMG20211013211416.jpg

IMG20211013211352.jpg

IMG20211013211606.jpg

  • ফুল বানানোর পরে এবার আমি এটি ঝুলানোর জন্য একটি সুতা ব্যাবহার করবো।ফুলের পাপরির মাঝ দিয়ে সুতা টিকে একটি সাধারন গিট্ট লাগিয়ে দিব এরপরে ঝুলে যাবে ফুলটি।এটি দেয়ালে অথবা যেকোনো যায়গায় ঝুলিয়ে রাখা যাবে।



বন্ধুরা এটি খুবই সহজ একটি ফুল আর আমি সহজ ভাবেই ধাপ গুলো দেখানোর চেষ্টা করেছি জানিনা আপনারা বুঝতে পারবেন কিনা। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।আপনাদের সাথে আবারো দেখা হবে নতুন কোনো পোস্টে।ধন্যবাদ সবাইকে।





সমস্ত ছবিরতথ্য
লোকেশনবাংলাদেশ
ক্যামেরাঅপু এ৫এস
ক্যামেরাম্যান@ashik333
w3wordshttps://w3w.co/oversleep.circus.processor
Sort:  
 3 years ago 

ভাই খুব সুন্দর একটা ফুলের নকশা করেছেন। দেখে বেশ ভালো লাগলো।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ

অনেক সুন্দর হয়েছে। কাগজের তৈরি ফুলটা। শুভ কামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ তোমাকে

 3 years ago 

ওয়াও রঙিন কাগজ দিয়ে আপনার ফুলের নকশা টি খুবই সুন্দর হয়েছে ।বিভিন্ন কালারের কাগজ ব্যবহার করে আপনি ফুলটিকে আরও আকর্ষণীয় করে তুলেছেন ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ফুল আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু। শুভেচ্ছা নিবে।

 3 years ago 

আপনার নকশা করা ফুলটি অনেক সুন্দর হয়েছে।ধাপগুলোর বিবরণ
ভালোভাবে উপস্থাপন করেছেন।আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই।

 3 years ago 

আপনি খুবই সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ফুলের নকশা তৈরি করেছ করেছে। দেখতে অসাধারণ লাগছে।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

ভাই অনেক সুন্দর ভাবে কাগজ দিয়ে নকশা করে ফুল বানিয়েছেন।আমার অনেক ভালো লাগলো ।আপনার জন্য শুভ কামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই

 3 years ago 

খুব সুন্দর হয়েছে ভাইয়া ফুলের নকশা তৈরি করা। অনেক শুভ কামনা রইলো।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ওয়াও! খুব দারুন ভাবে ফুলের নকশা করেছেন। আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64319.13
ETH 3411.87
USDT 1.00
SBD 2.51