😍😍অবসরে নদী ভ্রমন(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊😍😍

in আমার বাংলা ব্লগ2 years ago
  • ১৪মাঘ
  • ১৪২৮ বঙ্গাব্দ।
  • শুক্রবার
  • অবসরে নদী ভ্রমন

হেলো বন্ধুরা

সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি।বন্ধুরা আমি @ashik333 বাংলাদেশ থেকে চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে।আজকের ব্লগ টি আমার প্রিয় বন্ধুর সাথে নদী ভ্রমন।তাহলে চলুন শুরু করা যাক।

নদী থেকে তোলা কিছু ছবি

IMG20220127171935.jpg

IMG20220127173038.jpg

IMG20220127172959.jpg

IMG20220127172248.jpg

IMG20220127172221.jpg

IMG20220127171926.jpg

IMG20220127171910.jpg

IMG20220127171613.jpg

IMG20220127171609.jpg

IMG20220127171354.jpg

IMG20220127171346.jpg

IMG20220127171307.jpg

IMG20220127171259.jpg

IMG20220127170747.jpg

IMG20220127170223.jpg


নদী বাসার পাশে হওয়াতে নিজের বেশির ভাগ ফ্রি সময়টাই এখানে কাটায়।বেশ ভালোই লাগে সেই সাথে যদি থাকে প্রিয় বন্ধু তাহলে তো আরো মজার মুহুর্ত। রাসেল সে বাসায় আসলে দুজনের ঘুরাঘুরি টা বেড়ে যায়।আজ অনেক দূরে যেতে চেয়েছিলাম কিন্তু রাসেলের একটু কাজ থাকায় আর দূরে যাওয়া হলো না তাই নিজেদের চিরচেনা জায়গাতেই সময়টা পার করলাম।আমাদের বাসার পাশে যে নদী। সেই নদীতে সেতুর কাজ চলছে বাসার পাশে হলেও কখুনো গুরুত্ব সহকারে দেখা হয়না কাজ।


শুধু মাঝে মধ্যে রাস্তা থেকেই উকি দিয়ে চলে যায়।আজ রাসেলের সাথে যেখানে কাজ করছিলো ঠিক সেই জায়গাতে গিয়েছিলাম ভালোই লাগছিলো।কখুনো নিজের চোখে সেতুতে স্পেন বসানো দেখি নাই বাসার পাশে সেতু হবার সুবাদে সেটাও দেখে ফেললাম।ভালোই লাগছিলো এখানের এই স্পেন গুলো বসানো আমার কাছে ভিন্ন মনে হলো কারণ এরা মাটি থেকে পিলার অবদি চিকন চিকন লোহার পাইপ গেরে দিয়েছে এরপরে সেইগুলো ভালোভাবে জোরা দিয়ে তার উপরে স্পেন গুলোর কাজ করছে এমন কাজ প্রথম দেখলাম।


কাজ দেখতে দেখতে রাসেল বলে উঠলো আরেকটু এগিয়ে যায় সামনে বাধ দেওয়া হচ্ছে মাটি কেটে।ব্রিজ এর সাথে আশ - পাশ এলাকা বেধে দেওয়া হবে।তাই চার পাশে একটা সিম্পল বাধ দিয়ে এর মাঝে মাটি ফেলানো হচ্ছে ড্রিজার দিয়ে।


নদীতে তখন মিষ্টি বাতাস বইছে শীত ও লাগছে অনেক সেই সাথে মেঘলা আকাশ দারুন একটা মুহুর্ত। ওদিকে আবার সূর্য মামার লাল টকটকে চেহারাটা গাছের ফাক দিয়ে উকি দিয়ে চলেছে যা আরো সুন্দর লাগছিলো।নদীর চরে হাটতে হাটতে এই দারুন মুহুর্ত অনুভব করছিলাম অসাধারন লাগছিলো।এক সময় আকাশ টা অন্ধকারে ছেয়ে গেলো এবং আমাদের বাসায় যাওয়ার ঘন্টাও বেজে গেলো।


বন্ধুরা অসাধারন দারুন মুহুর্ত ছিলো খুবই ঠান্ডা আর নদিতে সব সময় বাতাস বয়ে তবে গরমের দিনে এই বাতাস খুবই মিষ্টি লাগে।আশা করছি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য পোস্টে ভালো থাকবেন সবাই শুভ কামনা।



সমস্ত ছবিরতথ্য
লোকেশনবাংলাদেশ
ক্যামেরাঅপু এ৫এস
ক্যামেরাম্যান@ashik333
w3wordshttps://w3w.co/windowed.makeup.vagabonds
Sort:  
 2 years ago 

নদী ভ্রমণের কথা শুনেই আমারও নদীর মনে যেতে ইচ্ছে করছে। আপনি তো বেশ সুন্দর সময় কাটিয়েছেন দেখলাম। প্রথম ছবিটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আর পানিতে আপনার ছায়াযুক্ত যে ছবিটা তুলেছেন আমার কাছে তো অসাধারণ লেগেছে। আসলে নদীর পাড়ে গিয়ে হাঁটতে খুব ভালো লাগে। আমাদের মাঝে এত অসাধারন একটি মুহূর্তের কথা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনাদের বাসার পাশে সুন্দর একটি নদী রয়েছে। সময় পেলেই আপনারা ওই নদীতে গিয়ে বন্ধু বান্ধবীরা মিলে অনেক সুন্দর সময় কাটান। আপনার বন্ধু রাসেলের সঙ্গে সেতুর কাজ ঠিক করা দেখতে গিয়ে আপনি অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। আপনাদের সুন্দর মুহূর্তে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

অবসর সময় কোথাও ঘুরতে যাওয়ার মজাই আলাদা। বিশেষ করে নৌকায় করে নদীতে কিংবা বড় কোন বিলে ঘুরতে যেতে বেশ ভালই লাগে। আপনি আপনার বন্ধুর সঙ্গে নদীপথে সুন্দর সময় কাটিয়েছেন। নৌকায় চড়ে সুন্দর ফটোগ্রাফি ও করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মুহূর্ত গুলো আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65306.74
ETH 3488.89
USDT 1.00
SBD 2.51