😍😍🦊🦊বাংলা নাটক"ধন্য জনের অন্য মন"রিবভিউ(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊😍😍

in আমার বাংলা ব্লগ2 years ago
  • ২২বৈশাখ
  • ১৪২৯বঙ্গাব্দ।
  • বৃহস্পতিবার
  • নাটক রিভিউ


হেলো বন্ধুরা

সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি বন্ধুরা চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে একটি নাটক রিভিউ।আশা করছি নাটকটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের পোস্ট।


নাটকরিভিউ
নামধন্য জনের অন্য মন
লেখকহানিফ সংকেত
পরিচালকহানিফ সংকেত
অভিনয়েচঞ্চল চৌধুরি,জাকিয়া বারি মম,মীর সাব্বির,সারিকা সাবরিন,জামিলুর রহমান শাখা,সোলায়মান খোকা,শুভাশিষ ভৌমিক,আঞ্জুমান শিরিন আরো অনেকে
রিলিজড৩ মে ২০২২
ডুরেশন৪৭ মিনিট ৪৮ সেকেন্ড
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

নাটকের লিংক


কাহিনী সংক্ষেপ

Screenshot (261).png

Screenshot (260).png

মালেক এবং মোতালেব দুইজন আপন ভাই মোতালেব হলো বড় আর মালেক ছোট।মোতালেব এলাকার একজন মেম্বার সবাই তাকে বেশ সম্মান করে তার বেশ ডাকনাম এলাকায়। নাটকের শুরুতেই মোতালেব মেম্বার সে একটা শালিশে গেছে এদিকে মালেক এর বন্ধু মালেক কে খুজছে এবং দেখা হয়ে যায় পাশের এলাকায় শালিশ এরপরে মালেক বলে যে এই শালিশ করবে কে তখন অন্য জন বলে তোর ভাই মোতালেব মেম্বার এই নামটা শুনে মালেল রেগে যায় এবং শালিশ দেখতে চলে যায়। মালেক এর এই রাগার কারণ পরে বলছি।


শালিশ দেখে মালেক রেগে আগুন।মুল ঘটনা বলি মালেক এর ভাই বাইরের মানুষ এর সাথে যতোটা ভালোবাসা দেখাই বাড়িতে সে ততোটাই খারাপ বলতে গেলে সে ভালোর মুখোশ এর আরালে খারাপ একজন মানুষ। অন্যর বাড়িতে ভাইয়ের হোক নিয়ে শালিশ করে অথচ নিজের বাড়িতে নিজের ভাইয়ের হোক ঠিক ভাবে পালন করে না অন্যর বাড়িতে বউকে নিয়ে শালিশ করে অথচ নিজের বউ এর উঠতে বসতে ভুল ধরে।

Screenshot (263).png

Screenshot (262).png

Screenshot (264).png

Screenshot (265).png


এভাবে দিন চলতে থাকে মুখোশ টা কেউ উপরে ফেলতে পারে না তার মুখ থেকে।একদিন মালেক এর ভাবির বাবা তাদের বাসায় বেরাতে আসতে চাই প্রায় ৫ বছর পরে মেয়েকে দেখতে আসবে মেম্বার কে কিছু আনতে বলতে পারবে না তাই মালেক নিজেই অনেক খুশি সে খুশি মনে বাজার সদাই আনতে চলে যায়।মোতালেব এর শশুর আসে এবং খেতে বসে এরপরে মোতালেব এসেই তাদের কথা বলতে শুরু করে বিভিন্ন খারাপ কথা মোতালেব এর শশুর খাবার ছেড়ে উঠে যায়।মালেক রেগে আগুন।


এরপরে মোতালেব এক বাসায় শালিশে যায় এদিকে মোতালেব এর বউ কান্না করতাছে মালেক বলতেছে আজ এর বিরুদ্ধে কথা বলতে হবে সবাই চলে যায় শালিশ এর বাড়িতে।গিয়ে বলে অন্যদের বিচার পরে আগে আজ আপনার শালিশ হবে তখন সব কিছু খুলে বলতে থাকে এবং এইসব শাক্ষি সহ প্রমান পাই গ্রামের মানুষ তখন গ্রামের মানুষ ছি ছি করতে থাকে।এরপরে মেম্বার ভুল বুঝতে পারে এবং গ্রামেদ মানুষ বলে এই শালিশ কে করবে এরপরে তার বউ বলে এটা আইন এর হাতে তুলে দিব।মেম্বার সব দোশ শিকার করে নিজের ভুল বুঝতে পেরে বলে আমি জেল থেকে মুক্তি হয়ে এসে ভালো কাজ করবো এবং এখানেই শেষ হয়ে যায়।

Screenshot (267).png

Screenshot (266).png

Screenshot (265).png

Screenshot (268).png

Screenshot (269).png


শিক্ষা:

আমাদের সমাজে এমন কিছু মানুষ থাকে যারা ভালোর মুখোশ পরে অনেক খারাপ খারাপ কাজ করে।কিন্তু কেউ তা বুঝতে পারে না।এবং তারাই হয় সমাজের মাথা।এই মানুষ গুলো নিজের পরিবারে অসান্তি করে কিন্তু বাইরের মানুষ এর কাছে ভালো থাকার জন্য অনেক অভিনয় করে।এই ধরনেএ মানুষ আমাদের সমাজের জন্য আগাছা।এই ধরনের মানুষ দের মুখোশ উন্মোচন এর জন্য আমাদের সবাইক এগিয়ে আসতে হবে অনেক দারুন একটা ম্যাসেজ দিয়েছেন এই নাটকটির মাধ্যমে।গুনি লেখক এবং নির্মাতা হানিফ সংকেত স্যার।


ব্যক্তিগত রেটিং

নাটকটিকে আমি আমার কাছে সেরা স্থান দিব আমি ১০/০৯ দিলাম


বন্ধুরা নিজের মতো করে নাটকটির গল্প সংক্ষেপে উপস্থাপন করেছি আশা করছি আপনারা বুঝতে পারবেন। আর নাটকটি দেখলে আরো ভালো ভাবে বুঝতে পারবেন।সবাই ভাল থাকবেন আবারো দেখা হবে নতুন কোনো পোস্টে।

Sort:  
 2 years ago 

চনচলের নাটক মানে অন্যরকম আনন্দ। এমনিতেই আমি এর নাটক গুলো অনেক দেখে থাকি। অবশ্য এই নাটকটি আমার দেখা হয়নি তবে আপনার রিভিউ পড়ে খুবই ভালো লাগলো। শুরুতে নাটকের লিংক দিয়ে দিয়েছেন। চেষ্টা করব নাটকটা দেখে নেওয়ার জন্য।

 2 years ago 

ঈদ আসলে নতুন নাটকের আগমনের বাহার লেগে যায়। এই নতুন নাটকগুলো যেন ঈদের আনন্দ বাড়িয়ে দেয়। হানিফ সংকেত যে নাটকও লেখে এটা জানতাম না। নাটকের কাহিনী টা বেশ শিক্ষনীয়। আসলেই বতর্মানে খারাপ মানুষগুলো সমাজের নেতৃত্বে রয়েছে। অনেক সুন্দরভাবে নাটকের রিভিউ টা করেছ। তবে অনেক বানান ভুল ছিল।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56588.25
ETH 2399.94
USDT 1.00
SBD 2.32