😍😍বাংলা নাটক"ঘুরে দাড়ানোর গল্প"রিভিউ(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য।)🦊🦊😍😍

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

হেলো বন্ধুরা

সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি,আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি।বন্ধুরা আজ আমি আপনাদের সাথে খুব সুন্দর এবং শিক্ষণীয় একটি নাটক রিভিউ করবো।আশা করছি আপনাদের ভালো লাগবে।নাটকটির নাম হলো"ঘুরে দারানোর গল্প"চলুন শুরু করি।



নাটক বা মুভির কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ

  • নাম:-ঘুরে দাড়ানোর গল্প
  • লেখক:-মিজানুর রহমান আরিয়ান
  • পরিচালক:-মিজানুর রহমান আরিয়ান
  • অভিনয়ে:-আফরান নিশু,মেহেজাবিন চৌধুরী,সমাপ্তি মাশুক,খলিলুর রহমান কাদেরি,শামীম ভিস্তি,বাশার বাপ্পি,আরো অনেকে।
  • ভাষা:- বাংলা
  • দেশ:-বাংলাদেশ
  • ডুরেশন:-৪৩ মিনিট ৪৮ সেকেন্ড
    পাব্লিশড:-১৭ মার্চ ২০১৮
  • চরিত্র:-আফরান নিশু(নুর),মেহজাবিন(রিতা)সমাপ্তি মাশুক(কামাল)


সারসংক্ষেপ বা মূল কাহিনীঃ

Screenshot_2021-11-14-22-30-04-48.jpg

Screenshot_2021-11-14-22-30-18-07.jpg

Screenshot_2021-11-14-22-31-17-69.jpg

Screenshot_2021-11-14-22-31-44-05.jpg

Screenshot_2021-11-14-22-32-23-12.jpg

Screenshot_2021-11-14-22-32-06-08.jpg

Screenshot_2021-11-14-22-33-32-86.jpg

Screenshot_2021-11-14-22-34-00-96.jpg

এই নাটকের গল্পটা খুবই সাধারন আর ছোট ছিলো শুরুতে দেখা যাবে নুর তার একটি মোবাইল সার্ভিসিং এর দোকান আছে সেখানে সে কাজ করছে একজন লোক এসেছে মোবাইল সার্ভিসিং করাতে নুর ফোন টা রেখে পরে আসতে বলে এখান থেকেই শুরু হয়।এরপরে নুর তার দোকান টি বন্ধ করে তার বন্ধুর সাথে বসে গল্প করে।গল্পে গল্পে নুর রিতার কথা বলে ওঠে। রিতা হলো নুরের পছন্দের মেয়েটির নাম নুর মেয়েটিকে অসম্ভব ভাবে ভালোবাসে, কিন্তু সমস্যা হলো রিতার প্রেমিকা আছে সেটা নুর জানে না।

একদিন রাতে রিতার মোবাইল নষ্ট হয়ে যায় নূরের দোকানে সারতে নিয়ে আসে। নুর খেয়াল করে নাই রিতা এসেছে যেই দেখলো রিতা এসেছে অমনি সব কাজ ফেলে আগে রিতার মোবাইল টা সারতে বসে যায়।রিতা এবং তার বান্ধবি বাইরে যায় এদিকে মোবাইল সারা হয়ে গিয়েছে।অন করার পরে কামাল নামের একটা নাম্বার থেকে অনেক গুলো ম্যাসেজ এসেছে নুর দুই একটা পরলো এবং সব বুঝতে পারলো।মনটা ভেঙ্গে চুরমার হয়ে গেলো নুরের কিছু সময় পরে রিতা মোবাইল নিয়ে চলে যায় এবং কামাল এর সাথে কথা বলতে থাকে এভাবেই চলছে তাদের প্রেম মাঝ খানে বেচারা নুর রিতার প্রেমে দিশে হারা।

এদিকে কামাল এর মা খুব অসুস্থ তার টাকা পয়সার অভাব। সে চাই বিদেশ যেতে কিন্তু টাকা পয়সা না থাকায় যেতে পারছে না।রিতাকে বলে তুমি আমাকে ২ লাখ টাকা দাও রিতা অবাক কারণ সে এতো টাকা কই পাবে এবং বলে যে সে যদি টাকা না দেয় তাইলে গ্রামের মেম্বার চাচার মাইয়ার লগে নাকি কামাল এর বিয়ে হয়ে যাবে এটা নিয়ে কামাল এবং রিতার মন কষাকষি হয়ে যায় সব কিছু শুনে ফেলে আরাল থেকে নুর।

রিতার ফোনটি রাস্তায় আচার মেরে ভেঙে রেখে যায় সে।নুর ফোন টি নিয়ে মেরামত করে এরপরে রিতাকে দিয়ে বলে আমি সেদিন আপনার সব কথা শুনেছিলাম।বলে চলে যায়।এরপরে একদিন নুর কামাল এর কাছে চলে যায় গিয়ে বলে যে আপনে রিতাকে ভালোবাসেন রিতা আপনাকে ছাড়া বাচবে না যা টাকা লাগে আমি দিব তবুও আপনি রিতাকে ছাড়বেন না।এভাবে অনুরোধ করলে কামাল রাজি হয়ে যায়।নুর তার বন্ধুর সাথে কথা বলে এবং নিজের দোকান টা বিক্রি করে দেয়।এরপরে সব টাকা কামাল কে দিয়ে দেয়।

নুর একা বেকার মানুষ তাকে ঘুরে দারাতে হবে এই দুঃখ থেকে সে চলে যায় ঢাকায় এবং সেখানেও মোবাইল সার্ভিসিং করতে শুরু করে কিন্তু নিজেকে মানাতে পারছিল না ফলে দোকানিরা তাকে রাখতে চাইতো না এক সময় সে একটা কোর্স করে এবং দারুন ভাবে নিজেকে ঘুরিয়ে দার করায়।এক বছর পরে নুর নিজের এলাকায় আসে এবং সেই দোকানটি আবারো সে কিনে নেয় এবং দোকান টি আবারো চালু করে।হঠাৎ রিতার সাথে দেখা রিতা নুরের দোকানের সামনে এসে অবাক হয়ে দারিয়ে আছে।নুর শুধু জিজ্ঞাসা করলো আপনার বিয়ে হয়ে গেছে কামাল কেমন আছে।রিতা সব বলতে শুরু করে কামাল এর সাথে তার বিবাহ হয়নায়।নুর কিছুটা সস্তি পায় এবং রিতা প্রশ্ন জিগায় যে আপ্নি আমাকে আগে যেমন ভালো বাসতেন এখনো বাসেন কিনা নুর কানতে কানতে বলে বাসি ভালোবাসি।আর এখানেই শেষ হয়ে যায়।



নিজের মতামত

নাটকটিতে একজন সত্যি কারের প্রেমিকের চিত্র ফুটে উঠেছে।নুরের মতো বাস্তবে অনেক মানুষ আছে জারা প্রিয় মানুষ টার সুখের জন্য নিজের সর্বচ্চ উজার করে দেয়।কিন্তু প্রিয় মানুষ টা তা বুঝে না বুঝলেও সময় ফুরিয়ে যায়।খুব কঠিন পরিস্থিতিতে নিজেকে ঘুরে দার করানোর দারুন একটি চিত্র গল্পের মাধ্যমে তুলে ধরেছেন পরিচালক মিজানুর রহমান।খুব সুন্দর এবং সাবলিল অভিনয়ের মধ্যে ফুটিয়ে তুলেছেন শিল্পিরা।নাটকটিতে কিভাবে বিপদে নিজেকে শক্ত রাখা যায় সেটাই দেখানো হয়েছে এবং তারই খুব সুন্দর ছোট একটি মেসেজ দেওয়া হয়েছে।



ব্যক্তিগত রেটিং

নাটকটিকে আমি আমার কাছে সেরা স্থান দিব আমি ৯ /১০ দিলাম



নাটকের লিংক

বন্ধুরা আশা করছি আমার পোস্টি আপনাদের ভালো লাগবে নিজের মতো করে চেষ্টা করেছি।আপনাদের সাথে আবারো দেখা হবে আবারো।ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।



Sort:  
 3 years ago 

খুব সুন্দর একটা নাটকের রিভিউ দিয়েছেন ভাই।নাটকটা ভালোই অনুপ্রেরণামূলক ছিল।যে কোনো বিপদে পড়লে হাল না ছেড়ে দিয়ে লেগে থাকতে হয়।সুন্দর একটি নাটকের রিভিউ দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago (edited)

নাটকটি খুবই সুন্দর ও শিক্ষনীয়।সমাজের বাস্তব জীবনের চিত্র ফুটে উঠেছে।আপনি খুবই সুন্দর ভাবে রিভিউ দিয়েছেন নাটকটি।ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

আপনাকেউ ধন্যবাদ দিদি সুন্দর মন্তব্যর জন্য।

জীবন গুলো জীবনের সাথে টক্কর দিতে ব্যার্থ হলেই, নতুন পথটা অনেকের জন্য ঘুরে দাড়ানোর দিশা হয়ে থাকে।

 3 years ago 

ঠিকি বলেছেন।ধন্যবাদ মন্তব্যর জন্য।

নাটকটি আমি দেখেছি, আমার খুবই ভালো লেগেছে। আজকে আপনি রিভিউ করেছেন অসাধারণ,পারফেক্ট। অনেক অনেক শুভকামনা রইলো ভাই আপনার জন্য।

 3 years ago 

আপনাকেউ অসংখ্য ধন্যবাদ মন্তব্যর জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.026
BTC 57960.12
ETH 2482.73
SOL 155.31
SBD 2.43