😍😍বন্ধুদের সাথে বৃষ্টি বিলাশ(খিচুরি)(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊😍😍

in আমার বাংলা ব্লগ2 years ago
  • ২১ মাঘ
  • ১৪২৮ বঙ্গাব্দ।
  • শুক্রবার
  • বন্ধুদের সাথে বৃষ্টি বিলাশ

IMG_20220204_220545.jpg

হেলো বন্ধুরা

সবাই কেমন আছেন আশা করছি সবাই বেশ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে সবাইকে বৃষ্টি ভেজা ঠান্ডার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পোস্ট।মাঝ রাত থেকেই গুরি গুরি বৃষ্টি হচ্ছিলো।সকালে তা আরো বেড়ে যায়।সারাটা দিন ছিলাম গৃহ বন্দি এক প্রকার।আজ আবার ছিল শুক্রবার আর এই শুক্রবারে আমাদের অনেক প্লান থাকে ঘুরাঘুরির কিন্তু আজ বৃষ্টিতে আটকে গেছে সব প্লান।

চাল ডাল

IMG20220204160407.jpg

IMG20220204143402.jpg


বৃষ্টিতে ঘুরাঘুরির প্লান আটকে গেলেও মাথা থেকে নতুন প্লান আসতে দেরি করলো না।জুম্মার নামাজের পরে সবাই বসে গেলাম লিস্ট করতে।ভাবতে ভাবতে আমি বললাম চল সবাই একবার ছোট বেলায় ফিরে যায়।ছোট বেলায় ঈদ আসলেই আমরা নিজের থেকে চাউল,ডিম,পেয়াজ,লবন রসুন ইত্যাদি ভাগে ভাগে দিয়ে পিকনিক করতাম যেগুলো শুধু এখন সৃতি আর কল্পনাতেই রয়েছে।আজ বাস্তবে আবারো করলাম।

IMG20220204192457.jpg

IMG20220204191731.jpg

IMG20220204191224.jpg

IMG20220204191221.jpg

কিছু চিত্র


সবাই যে যার বাসা থেকে,চাউল ডিম, তেল মরিচ,লবন পেয়াজ যা যা দরকার সব কিছু আনলাম আসলে জিনিসগুলো আমরা কিনতে পারতাম।কিন্তু সবার বাসা থেকে নেওয়ার কারণ ছোট বেলা টাকে খুব করে মনে করা।যাইহোক সব কিছু রেডি করে আমরা জুম্মার নামাজ আদায় করতে যায়।নামাজ পরে এসে আমরা রসুন পিয়াজ এগুলো ছুলতে থাকি।এরপরে সব কিছু গুছায়ে আমার আন্টির কাছে রান্না করার দায়িত্ব দিয়ে বন্ধুরা মিলে সবাই আড্ডা দিতে লাগি।

সমস্ত ভর্তা


IMG20220204191241.jpg

আলু ভর্তা


IMG20220204191244.jpg

বেগুন ভর্তা


IMG20220204191808.jpg

ঝাল ভর্তা


IMG20220204192143.jpg

পাচ মিশালি ভর্তা


IMG20220204191216.jpg

ডিম ভুনা


আমাদের মেনুতে থাকবে খিচুরি ভাত, আস্ত ডিম ভুনা,কয়েক রকম এর ভর্তা,আলু,বেগুন, ঝাল আরো কি একটা পদের ভর্তা।আসলে বৃষ্টি মানেই হলো খিচুরির পালা।খিচুরি ছাড়া বৃষ্টির দিন জমে না একদমই।সকল রান্না শেষ হতে ৭ টা বেজে গিয়েছিলো।বাইরে খুব বৃষ্টি হচ্ছিলো আমরা ঘরের মধ্যে সবাই খেতে বসে গেলাম।এবং সৃতি হিসাবে কিছু সেল্ফি উঠেছিলাম।

IMG20220204192038.jpg

IMG20220204191958.jpg

সেল্ফি


বন্ধুরা বৃষ্টি ভেজা ঠান্ডা দিনের অসাধারন একটি বৃষ্টি বিলাশ মুহুর্ত ছিলো।ভালোই ইঞ্জয় করেছিলাম আশা করছি আমার পোস্টি সবার ভাল লাগবে।সবাই ভালো থাকবেন।আবারো দেখা হবে নতুন কোনো পোস্টে।



সমস্ত ছবিরতথ্য
লোকেশনবাংলাদেশ
ক্যামেরাঅপু এ৫এস
ক্যামেরাম্যান@ashik333
w3wordshttps://w3w.co/regulated.plods.airborne
Sort:  
 2 years ago 

ঠান্ডার দিনে খিচুরি খাওয়া আমার অনেক পছন্দের আরো যদি হয় পিকনিক সেই ব্যাপার তো অনেক আনন্দের। আপনার এই দিনটিতে যে একটি সুন্দর মূহুর্ত ছিল তা আপনার পোষ্টে প্রকাশ পাচ্ছে। শুভ কামনা রইল।

 2 years ago 

অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

বৃষ্টির দিনে খিচুড়ি খেতে সবচেয়ে ভালো লাগে আর খিচুড়ি সাথে যদি একটা করে ডিম ভুনা দেওয়া যায় তাহলে তো আর কোন কথাই নেই। এই অসময়ে বৃষ্টির দিনে ঘরে বসে বোর হচ্ছিলাম আর আপনি তো বেশ মজা করেছেন দেখছি।

 2 years ago 

অনেক ধন্যবাদ একদম ঠিক বলেছেন।শুভ কামনা রইলো।

খাবারের যে কত আইটেম থাকতে পারে । আপনার পোস্ট না দেখলে তা বুঝতে পারতাম না। সবগুলো খাবারের সাথে আমার মনের সম্পর্ক রয়েছে। লোভনীয় ছিল।

 2 years ago 

আরো কিছু ভরতা করতে চেয়েছিলাম এক সময় রেসিপি গুলো দিব।ধন্যবাদ মন্তব্যর জন্য।

অপেক্ষায় থাকলাম। আসবেন।

 2 years ago 
ভাই ছোটবেলার সেই দিনগুলির কথা আজ সত্যিই খুব মনে পড়ছে। বলতাম তুই চাউল দে আর তুই ডাল দে তুই তেল দে। এই ভাবেই হয়ে যেত একটি পিকনিক। আরেকটি বিষয় আমরা যখন কোন প্ল্যানিং করি সেটি যদি সঠিকভাবে না করা যায় তাহলে মন খারাপ না করে মুহূর্তের মধ্যে অনেকে প্লানিং করে আনন্দ করে নেয়াটাই অনেক উত্তম।
 2 years ago 

জী একদম সঠিক বলেছেন ধন্যবাদ ভাই সুন্দর মতামত এর জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া ছোটবেলায় আমরা এভাবে পিকনিক করতাম বাসা থেকে বিভিন্ন জিনিস নিয়ে যেয়ে। আপনার পিকনিকের খাবারগুলো খুবই লোভনীয় হয়েছে। দেখেই খেতে ইচ্ছা করছে। আর বৃষ্টির জন্য আজকে আমাদের প্রোগ্রামও ক্যান্সেল হয়ে গিয়েছে। তার জন্য মন খারাপ ছিল সারাদিন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর মজার খাবার আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

জী আপু ছোট বেলাটাকে একটু স্বরন করার জন্যই এতো আয়োজন ধন্যবাদ আপু

 2 years ago (edited)

ভাইয়া বৃষ্টি ভেজা দিনে বন্ধুদের সাথে বেশ সুন্দর একটি মূহুর্ত কাঠিয়েছেন। এই রকম বৃষ্টি ভেজা বন্ধুদের সাথে আড্ডা দিতে আমার বেশ ভালোই লাগে। ভাইয়া পিকনিকে তো অনেক রকম রেসিপি তৈরি করেছেন। দেখে সত্যি ভালো লাগলো ভাইয়া। শুভকামনা রইল ভাইয়া আপনার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যর জন্য।

 2 years ago 

ভাইয়া আপনার পিকনিক দেখে আমার অনেক ভালো লেগেছে ভাইয়া। আমিও ছোট বেলায় এমনভাবে পিকনিক করতাম।
বৃষ্টির দিনে পিকনিক করার মজাই আলাদা।আর ভাইয়া আপনার সব গুলো রেসিপি দেখে আমি লোভ সামলাতে পারছি না।
আপনার জন্য অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু শুভ কামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 59238.58
ETH 3176.28
USDT 1.00
SBD 2.45