🥰🥰বাংলা নাটক "পোস্টার "রিভিউ(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊🥰🥰

in আমার বাংলা ব্লগ2 years ago
  • ২৬চৈত্র
  • ১৪২৮ বঙ্গাব্দ।
  • শনিবার
  • পোস্টার নাটক রিভিউ

হেলো বন্ধুরা

সবাই কেমন আছেন আশা করছি সবাই ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে একটি নাটক রিভিউ চলুন তাহলে শুরু করা যাক।


নাটকের গুরুত্বপূর্ণ তথ্য:

নাটকরিভিউ
নামপোস্টার
অভিনয়ফারহান আহমেদ জোভান,তাসনিয়া ফারিন,কেয়া পায়েল,নাদিয়া মিম,সারিকা সাবরিন,শারাফ আহমেদ জীবন,ফরহাদ লিমন সহ আরো অনেকে
পরিচালকপথিক সাধন
ভাষাবাংলা
দেশবাংলাদেশ
রিলিজড২৫ নভেম্বর ২০২১
ডুরেশন৪১:৫১ সেকেন্ড

নাটকের লিংক:


গল্প সংক্ষেপ:

Screenshot_2022-04-09-22-56-10-09.jpg

Screenshot_2022-04-09-22-56-05-09.jpg

Screenshot_2022-04-09-22-55-55-20.jpg

Screenshot_2022-04-09-22-55-47-50.jpg

Screenshot_2022-04-09-22-55-42-12.jpg

জোভান সে অভিনয়ের নেশায় পরে আছে সকাল সকাল চলে এসেছে শুটিং স্পোটে।সিএনজি করে এসেছে তবে কেউ তাকে এগিয়ে নিতে যায়নি এর কারণ সে হলো নায়কের বন্ধুর রোল করে অবশ্য অনেক প্রমোশন এর পরে রোল টা পেয়েছে।সিএনজি ভারা না দিয়েই সে চলে এসেছে সেটে সারাদিন সিএনজি ওয়ালা রাস্তার সামনে দারিয়ে হরেন দিচ্ছে প্রডাকশন ম্যানেজার কে জোভান বলে ভারা টা দেন নাই আপনারা ওনারা বলে ধুর মিয়া এইটা আপনার নাই।


নিজের ভারা নিজেকেই দিতে হলো।সে অনেক চেষ্টা করে নিজের প্রমোশন এর জন্য কিন্তু কোথাও একটা তার ঘাবলা রয়েছে তাই হয়তো পারে না।তার বন্ধু বান্ধব প্রেমিকা সবাই উপহাস করে এদিকে প্রেমিকা ফারিন অনেক সহ্য সময় দিয়েছে জোভান কে সাফ জানিয়ে দেয় তুমি চাকুরি করো অভিনয় হবে না।জোভান এক বছর সময় নেই ফারিন এর কাছে।এরপরে সে এক এক করে অনেক ডিরেক্টার এর সাথে কথা বলে একটু প্রমোশন আর পোস্টারে যেনো তাকে দেখা যায় সেটার জন্য।


কিন্তু সকল ডিরেক্টর এর একটাই কথা যে নায়কের বন্ধুর রোল টা পোস্টারে দেখা যাবে না তার মন খারাপ হয়ে যায় তবুও সে চেষ্টা চালিয়ে যায়।দুজন ডিরেক্টার কে অনেকটা ঘুষ দিয়ে একটা নাটকে কাজ করার সুযোগ পাই। একদিন নাটকের ফটো শেষন এর সময় খুব ক্লোজ ভাবে ছবি তুলার জন্য ডাকা হয় কিন্তু সে নার্ভাস মনে করে যাইহোক ছবি তোলা হলো এবং সেটা পরিচালকের নিজের আইডিতে পোস্টার বানিয়ে ছাড়া হয়েছে সেটা তার বন্ধু আত্বিয় স্বজন সবাই দেখতে পাই।

Screenshot_2022-04-09-22-58-11-32.jpg

Screenshot_2022-04-09-22-57-57-49.jpg

Screenshot_2022-04-09-22-57-18-84.jpg

Screenshot_2022-04-09-22-57-10-77.jpg

Screenshot_2022-04-09-22-56-54-76.jpg

Screenshot_2022-04-09-22-56-51-16.jpg

Screenshot_2022-04-09-22-56-31-58.jpg


দেখার পরে বাহবা দেই সবাই।নাটকের শুটিং এর দিন সে তার ক্যারেক্টার গুলিয়ে ফেলে ভালো ভাবে অভিনয় করতে পারে না নার্ভাস ফিল করে এবং এক পর্যায় সে বাদ হয়ে যায় অই নাটক এর অভিনয় থেকে।সে ভেঙে পরে একদিন ফারিন তাকে নিয়ে একজন ডিরেক্টার এর কাছে যায়।তাকে সে সুন্দর ভাবে প্রশিক্ষণ দিয়ে একজন দক্ষ অভিনেতা বানিয়ে ফেলে এবং শুটিং এ সে দারুন অভিনয় করে তার চেষ্টা সফল হয়।

Screenshot_2022-04-09-22-58-37-27.jpg

Screenshot_2022-04-09-22-58-33-86.jpg

Screenshot_2022-04-09-22-58-26-91.jpg


শিক্ষা এবং নিজের মতামত:

জোভান একের পর এক ব্যর্থ হয়েও সে হাল ছারে না এর ফল সে পাই সে একদিন সফল অভিনেতা হয়ে যায়।আসলে যেকোনো কাজকেই আমাদের কে অনেক গুরুত্ব দেওয়া উচিত এবং নিজের সব টা দিয়ে চেষ্টা করা উচিত তাহলে সফলতা অবশ্যই আসবে।আর প্রিয় মানুষ যে মানুষ টা খালি হাত দেখেও জোভান এর পাসে থেকে সরে যায়নি এটা বলতেই হবে এমন সাপোর্ট সত্যি অনেক এগিয়ে নিয়ে যায়।খুব সুন্দর একটি নাটক ছিল।


ব্যক্তিগত রেটিং

নাটকটিকে আমি আমার কাছে সেরা স্থান দিব আমি ১০/০৯ দিলাম


বন্ধুরা নিজের মতো করে নাটকটির গল্প সংক্ষেপে উপস্থাপন করেছি আশা করছি আপনারা বুঝতে পারবেন। আর নাটকটি দেখলে আরো ভালো ভাবে বুঝতে পারবেন।সবাই ভাল থাকবেন আবারো দেখা হবে নতুন কোনো পোস্টে।

Sort:  
 2 years ago 

আপনি খুবই দারুণ ভাবে নাটকের রিভিউটি দিয়েছেন ।আপনার নাটকের রিভিউটি পড়ে পুরো নাটকটি চোখের সামনে ভেসে উঠলো ।অনেকদিন হলো নাটক দেখা হয় না আবার আপনার নাটক পরে নাটক দেখার ইচ্ছা জাগল। নাটকের কাহিনী টা পড়ে মনে হচ্ছে নাটকটি ভালোই হয়েছে।

 2 years ago 

আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে একটি নাটক রিভিউ শেয়ার করেছেন। যদিও এই নাটক আমি এর আগে দেখিনি তবে আপনার এই নাটক রিভিউটি দেখে আমার খুবই ভালো লাগলো। খুবই চমৎকার ভাবে আপনি সংক্ষিপ্ত আকারে আমাদের মাঝে নাটকটি উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

জোভানের নাটক গুলো আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে। এ পর্যন্ত জোভানের অনেক নাটকই আমি দেখেছি তবে এই নাটকটি এখনো দেখা হয়নি। আপনার রিভিউটি পড়ে মনে হচ্ছে এই নাটকটি দেখতে হবে নাটকের কাহিনী আমার কাছে খুবই ভালো লাগলো। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

জোভানের নাটক গুলো বেশ চমৎকার হয় তাকে, আর ফারিন আপুর কাজ আমার খুব ভালো লাগে, একটিমাত্র নায়কার এতগুলো নায়িকা বেশ চমৎকার ছিল নাটকের গল্পটি খুব চমৎকার ভাবে উপস্থাপন করেছেন সময় পেলে এটি অবশ্যই দেখবো আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 2 years ago 

নাটকটি অনেক সুন্দর এবং শিক্ষনীয় ছিল ভাই। আমাদের উচিত কোন কাজে একবার সফলতা অর্জন করতে না পারলে, ওই কাজ থেকে সরিয়ে না এসে বরং চেষ্টা করা উচিত। তাহলে সফলতা অর্জন করা সম্ভব। আর এই ধরনের প্রিয় মানুষ খুব কমই পাওয়া যায়। যারা ব্যর্থ হওয়ার পরেও পাশে থাকে। ধন্যবাদ ভাই।

 2 years ago 

যদিও জোভানের নাটক আমার ওই ভাবে দেখা হয়না। তবে আপনার নাটকের রিভিউ দেখে মনে হচ্ছে নাটকটি অনেক ভালো। আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন এই নাটকটি নিয়ে। খুব সুন্দর করে বর্ণনা করেছেন সবকিছুর। যা আমার কাছে অনেক ভালো লেগেছে। সবচেয়ে ভালো লাগলো আপনি নিজের মতামত দিয়েছেন এবং একটা রেটিং দিয়েছেন। আপনার রিভিউ দেখে মনে হচ্ছে নাটকটি দেখতে হবে। সুন্দর একটি নাটক রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনি খুব চমৎকার একটি নাটকের ভিডিও করেছেন। নাটকটি আমি দেখেছি। নাটক দৃশ্যপট, চরিত্র, সংলাপ খুবই দুর্দান্ত ছিলো আসলে নাটক থেকে অনেক কিছু আমাদের শিখিয়েছে। এত অসাধারণ নাটক রিভিউ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

একবার না পারিলে দেখো শতবার

আমি মনে করি নাটকটি আমাদের জন্য একটি শিক্ষণীয় বিষয়। কখনো হাল ছাড়া উচিত নয়। একটি শিক্ষণীয় এবং এটি থেকে আমাদের অবশ্যই শিক্ষা গ্রহণ করা উচিত।

 2 years ago 

ইদানিং বাংলা নাটকগুলো ভালো কাহিনী নিয়ে হচ্ছে। আমার নাটক খুবই কমই দেখা হয় তবে আপনার পোস্টার নাটকের রিভিউ পড়ে নাটকটা অনেক ভালো লাগলো। সময় পেলে নাটকটা দেখবো।

 2 years ago 

পোস্টার নাটকের রিভিউ দেখে খুব ভালো লাগলো ভাইয়া। রিভিউ পড়ে মনে হচ্ছে নাটকটা খুব ইন্টারেস্টিং। আপনার রিভিউ পড়ে নাটকের দেখার আগ্রহ আরো বেড়ে গেল। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা নাটক এর রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74