😍😍স্বাধিনিতা দিবসে ঘুরাঘুরি (১০% পে আউট লাজুক খ্যাকের জন)🦊🦊🥰🥰
- ১১চৈত্র
- ১৪২৮ বঙ্গাব্দ।
- শনিবার
- স্বাধিনতা দিবসে ঘুরাঘুরি
হেলো বন্ধুরা
সবাই কেমন আছেন আশা করছি সবাই বেশ ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে সবাইকে স্বাধিনতা দিবসের শুভেচ্ছা। আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি বন্ধুরা চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে।আমার আজকের ব্লগে থাকছে স্বাধিনতা দিবসে ঘুরাঘুরি করার কিছু মুহুর্ত তাহলে চলুন শুরু করা যাক।
আজ মহান স্বাধিনতা দিবস আমরা বাঙ্গালি এক মাত্র জাতি যারা এক মাত্র ভাষার জন্য দীর্ঘ নয় মাস পাকিস্তানি বাহিনির সাথে যুদ্ধে লিপ্ত ছিলাম এবং শেষ হাসিটা আমরাই হেসেছিলাম ১৯৭১ সালের ২৬ শে মার্চ রাতে। জাতির জনক বঙ্গবন্ধু রাত ১২ টার পরে নিজের মুখে তিনি আমাদের স্বাধিনতার ঘোষণা দিয়েছিলেন যেটা ছিল অত্যান্ত ম্বরণীয় একটি রাত।আর স্বরণীয় একটি দিন এই দিন কে বাঙ্গালি জাতি আমরা স্বাধিনতা দিবশ অর্থাৎ ইন্ডিপেনডেন্ট ডে হিসাবে পালন করে থাকি।
দিনটিকে কেন্দ্র করে অনেক আয়োজন হয়ে থাকে বিশেষ করে বিভিন্ন স্কুল গুলতে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন হয়।আমি মাধ্যমিকে থাকা কালিন থেকে এমনি দেখছি আমাদের স্কুলে আজকে ছিল তাই।তবে আমি সেখানে আজ উপস্থিত থাকতে পেরেছিলাম না কারণ সামনেই আমার এডমিশন টেস্ট তাই প্রাইভেট কোচিং নিয়মিত করতেই হবে ছুটি নেই তার উপর আজ ছিল এক্সাম।
আমি সকাল ৮ টাই কোচিং এ এক্সাম দিতে চলে যায় এক্সাম শেষ হয় ১০ টাই এদিকে অনেক স্কুলে প্যারেড হয়ে থাকে সেটাও হয়ে গেছে তাই আর কোথাও কিছু দেখার নাই।দিনটিকে ঘুরাঘুরির মাধ্যমে কাটানোর জন্য আমি এবং আযাদ গাড়িতে তেল লোড দিয়ে বেড়িয়ে পরি বিভিন্ন স্থানে নির্দিষ্ট স্থান ছিল না নদী পথ সড়ক পথ সব পথেই আমরা ঘুরে চলেছি।এক পর্যায় আমি আর আযাদ আমাদের বাসায় যায় গিয়ে ফ্রেশ হয় এবং খাওয়া দাওয়া করি।
এরপরে আবারো আমরা বেড়িয়ে পরি ঘুরাঘুরি করতে। তবে আমরা দুজোনেই সারাদিন আমাদের কুমারখালি থানার মধ্যেই ছিলাম।সারাদিন ঘুরাঘুরি করে ঘুরাঘুরি শেষ করি আমাদের কুমারখালি ইকো পার্ক এ।বিকেলের ঠান্ডা হাওয়ায় নদীর কুলে বসে কিছুটা সময় সব কিছুকে হার মানায়।আযাদ তার বাসায় চলে যায় আর আমি নদী পার হয়ে আমার বাসায় যাওয়ার পথে দেখি সে খেলার অনুষ্টান এখনো চলছে।আমি সেখানে থেকে কিছুটা সময় উপভোগ করি এরপরে বাসায় চলে যায়।
বন্ধুরা আশা করছি আমার ব্লগ টি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আবারো দেখা হবে নতুন কোনো ব্লগে।
সমস্ত ছবির | তথ্য |
---|---|
লোকেশন | বাংলাদেশ |
ক্যামেরা | অপু এ৫এস |
ক্যামেরাম্যান | @ashik333 |
w3words | https://w3w.co/unpacks.fanatic.couches |
দেখেই বোঝা যাচ্ছে স্বাধীনতা দিবস উপলক্ষে আপনি অনেক সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন আপনার বন্ধুর সঙ্গে। স্বাধীনতা দিবস উপলক্ষ করে এরকম ঘুরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে। সেই সাথে আপনি নদীর মাঝের অনেক সুন্দর সুন্দর কিছু মনমুগ্ধকর ফটোগ্রাফি ও আমাদের মাঝে শেয়ার করেছেন যেটা দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য
আপনাকেউ ধন্যবাদ ভাই😁😍🥰😘
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল । আপনি স্বাধীনতা দিবস উপলক্ষে সুন্দর একটা দিন পার করেছেন এবং আমাদের মাঝে আপনার দিনলীপি উপস্থাপন করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল। স্বাধীনতা দিবস আপনি অনেক সুন্দর ভাবে উপভোগ করেছেন যা আপনার পোস্ট থেকেই বোঝা গেল। আর আপনি অনেক গুছিয়ে আপনার দিনটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ও শুভকামনা রইল।
স্বাধীনতা দিবস উপলক্ষে অনেক ঘোরাঘুরি করছেন দেখছি। দেখেই বোঝা যাচ্ছে খুবই সুন্দর একটি দিন পার করেছেন এবং সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।