রেনউইক বাধে ঘুরাঘুরি(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊😍😍

in আমার বাংলা ব্লগ3 years ago
  • ০৯চৈত্র
  • ১৪২৮ বঙ্গাব্দ।
  • বৃহস্পতিবার
  • "রেনউইক বাধে ঘুরাঘুরি

হেলো বন্ধুরা

IMG20220321171627.jpg

সবাই কেমন আছেন আশা করছি সবাই বেশ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি।চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগে থাকছে আমাদের কুষ্টিয়া রেনউইক বাধে ঘুরে বেড়ানোর দারুন একটি সময় তাহলে চলুন শুরু করা যাক।

IMG20220321171649.jpg

IMG20220321171632.jpg

IMG20220321171558.jpg

IMG20220321171354.jpg


পরশোদিন আমি আমার ফুফুর বাসায় বেড়াতে গিয়েছিলাম।ফুফুর বাসা কুষ্টিয়া শহরের মধ্যেই মাঝে মধ্যেই সেখানেই যায় এবং ফুফাতো ভাই হাফিজ এর সাথে এখানে ওখানে ঘুরি আর মজা করি অনেক।কালকে আমি এবং হাফিজ একটা রিক্সা ভাড়া করে সোজা চলে যায় রেনউইক বাধে।আমি ৭-৮ বছর আগে একবার সেখানে গিয়েছিলাম পরে আর যাওয়া হয়নি কখুনো।

IMG20220321173534.jpg

IMG20220321172622.jpg

IMG20220321172516.jpg

IMG20220321172343.jpg

IMG20220321172133.jpg

IMG20220321172129.jpg

IMG20220321172125.jpg

IMG20220321171809.jpg

IMG20220321171716.jpg


অনেক এর মুখে অনেক ধরনের কথা শুনেছি পার্ক টি নিয়ে। নংরা পরিবেশ ইত্যাদি ইত্যাদি এর আগে শুনেছিলাম সেখানে নাকি বেশ পরিমান অর্থ এসেছে পার্ক টা আরো জাক জমক করার জন্য।তবে কাল গিয়ে যা দেখলাম।যাক জমক এর গন্ধও নেজ সেখানে আমার ফুফাতো সে নিজেই বলতেসে শুনে ছিলাম কয়েক কোটি টাকার কাজ হবে পার্ক এ তবে কিছুই হয়নি চারিদিকে নদীর চর আর চর আর বেশ কিছু দোলনা ছাড়া কিছুই নেই।

IMG20220321180947.jpg

IMG20220321180133.jpg

IMG20220321180112_06.jpg


তবে পার্ক টি নদীর ধারে হওয়াতে সেখানে নদীর ঠান্ডা বাতাস টা বেশ উপভোগ্য ছিল।খুবই নিরিবিলি একটা পরিবেশ বলা চলে পার্ক টির আরো কিছু উন্নয়ন করতে পারলে আরো অনেক বেশি সুন্দর হবে।পার্ক টিকে নংরা বলতে পরিবেশ নংরা করেছে সেখানে গিয়ে যা দেখলাম।তাছারা খুব সুন্দর নিরিবিলি একটা পরিবেশ পাওয়া যাবে যেখানে বসে অসম্ভব সুন্দর সময় কাটানো যাবে।


বন্ধুরা অনেক দিন পরে পার্ক টির উন্নয়ন টা দেখতে গিয়েছিলাম তবে মনের মতো পাইনি।তবুও নিরিবিলি একটা জায়গা ভালোই লেগেছে আপনাদের সাথে শেয়ার করে ভালো লাগলো ধন্যবাদ সবাইকে।



সমস্ত ছবিরতথ্য
লোকেশনবাংলাদেশ
ক্যামেরাঅপু এ৫এস
ক্যামেরাম্যান@ashik333
w3wordshttps://w3w.co/burrito.companions.criticisms
Sort:  
 3 years ago 

দেখেই বোঝা যাচ্ছে রেনউইক বাঁধ এ অনেক সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন। সত্যি বলতে রেনউইক বাধ এর ঘুরাঘুরি করতে সবারই অনেক বেশি ভালো লাগে বিশেষ করে নদীর সাইডে ঘুরাঘুরি করার মজাই আলাদা। আপনি কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার এই ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি মুহুর্ত শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক সুন্দর একটি লোকেশন রেনউইক বাধ। কুষ্টিয়ার এই বাঁধ পিকনিক স্পট হিসেবেও বেশ ভালো। পিকনিক স্পট তীর নদীর পাড়ের দৃশ্যটি আমার কাছে অসাধারণ লেগেছে ভাই। সেখানে ঘুরতে যাওয়ার সুন্দর মুহুর্ত শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

রেনউইক বাঁধে আমি অনেকবার গিয়েছি পরিবেশটা উপভোগ্য ।আপনি রেলওয়ে খুব সুন্দর মুহূর্ত পার করলেন। আমার কাছে অনেক ভালো লাগলো ।শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

সবশেষ মনে পড়ে ২০১৮ সালে রেনউইক বাঁধে ঘুরতে গিয়েছিলাম। আসলে জায়গাটা অনেক সুন্দর তবে বাড়ির পাশে হলে তার কদর একটু কম থাকে তার জন্য একটু কম কম যাওয়া হয়। নদীর তীরে সুন্দর জায়গাটির পটভূমি গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ভাইয়া আপনি বন্ধদের সাথে রেনউইক বাধে সুন্দর একটি আনন্দময় মুহূর্ত কাটিয়েছেন। আপনার পোষ্টটি পড়ে খুব ভালো লাগলো। আমিও বেশ আমার বন্ধুদের সাথে ঘোরাঘুরি করতে পছন্দ করি। জায়গাটার পরিবেশ বেশ সুন্দর। অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি করেছেন যা আমার কাছে খুবই ভালো লেগেছে। পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

এই জায়গাটা যে খুব সুন্দর সেটা দেখেই বোঝা যাচ্ছে।আর আপনি এর খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন যা দেখে বোঝা যাচ্ছে যে আপনি এখানে খুবই সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে এই সুন্দর মুহূর্ত গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 61821.96
ETH 2402.01
USDT 1.00
SBD 2.57