😍ছোট ভাইয়ের নতুন ফোন কেনার মুহুর্ত 😍,,,(১০%পে আউট লাজুক খ্যাকের জন্য)😍😍

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

  • নতুন ফোন কেনা
  • তারিখ:-৩০-০৯-২০২১
  • বৃহস্পতিবার

বন্ধুরা সবাই কেমন আছেন?আশা করছি সবাই ভালো আছেন।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি।বন্ধুরা আজ আমি আপনাদের কে আমার এক ছোট ভাইয়ের ফোন কেনার মুহুর্ত ভাগাভাগি করবো আশা করছি আপনাদের ভালো লাগবে।



অনেক অপেক্ষার পরে যখন মানুষ তার পছন্দের নতুন একটি জিনিস নিজের করে পাই, ভাবা যায় তখন তার আনন্দ আমরা আন্দাজ ও করতে পারবোনা সেটা। তারা এতোটাই আনন্দিত হয় আমার মামাতো ভাই অনেক অপেক্ষার পরে টাকা জমিয়ে জমিয়ে একটা ফোন কেনার মতো সামর্থ্য গরে তুলেছে।তাই গতকাল আমাকে ফোনে বললো তাদের বাসায় যেতে এবং একটি ফোন দেখে শুনে কিনে দেবার জন্য।আমি ফোন পেয়ে সেখানে গিয়েছিলাম।এরপরের দিন অর্থাৎ আজ আমরা ফোন কিনতে এসেছিলাম।



ফোন কেনার মুহুর্ত

IMG20210928122238.jpg

IMG20210928122246.jpg

IMG20210928122258.jpg

IMG20210928122854.jpg

w3words

আমরা যে শোরুম থেকে ফোন টি কিনেছিলাম, শোরুম এর নাম আইটি কর্ণার এটি আমাদের কুমারখালিতে অবস্থিত এই শোরুমে প্রায় সব ব্রান্ডের ফোন পাওয়া যায় তবে এখানে অপু,ভিভো এই দুটোই বেশি চলছে।শোরুম আমার অনেকটা পরিচিত মাঝে মধ্যে বন্ধুবান্ধব বা আত্বীয় স্বজন ফোন কেনার জন্য আমাকে বললে আমি এখানে আশি।

শোরুমের ভেতরে

IMG20210928122302.jpg

w3words



ছোট ভাইয়ের জন্য ভিভো y১২a ফোন টি চয়েজ করি এটি তার সামর্থ্যর মধ্যে এবং বেশ ভালোও বটে।ফোন টি আমি নিজেই আন বক্সিং করি এরপরে সব সই সাক্ষর করা হয়।এরপরে একে একে ফোনের পেছনের গ্লাস, সামনে স্কিন গ্লাস ক্যামেরা প্রটেক্টর সব লাগাতে ব্যাস্ত।সব ঠিক ঠাক করার পরে আমরা ফোনের টাকা টা গুনতে লাগলাম।আমাদের ফোনের দাম ছিল বাংলাদেশি টাকায় ১২ হাজার, এর মধ্যে জোর করে অল্প কয়েকশো কম দেওয়ার চেষ্টা করেছিলাম।



ফোন কেনা শেষ এবার আমরা শোরুম থেকে বের হলাম।কিছু দরকারি কাজও সেরে ফেললাম পরে।এরপরে আমরা একটি বিরিয়ানি রেস্টুরেন্ট এর সামনে গেলাম এবং দেখলাম রেস্টুরেন্ট ফাকা আমরা ছিলাম চার জন চার প্লেট বিরিয়ানি দিতে বললাম দোকানি আমাদেরকে কিছু সময় বসতে বললেন কারণ খাবার ফুরিয়ে গেছে নতুন করে আনতে গেছে।আমরা অপেক্ষা করলাম এরপরে খাবার এলো এবং তা খেলাম।



অপেক্ষা এবং খাবার খাওয়া

IMG20210928133956.jpg

IMG20210928134214.jpg

IMG20210928134649.jpg

IMG20210928134640.jpg

IMG20210928134616.jpg

w3words

খাবার খেয়ে আমি আমার মামাতো ভাইকে গাড়িতে উঠিয়ে দিয়ে আমাদের বাসার উদেশ্য যাত্রা করলাম সাথে আমার দুইটা বন্ধু ছিলো।নৌকা পার হতে এসে নৌকা মিস করেছি তাই কিছু সময় অপেক্ষা করতে হবে।অনেক রোদ্র ছিলো তবুও দাঁড়িয়ে ছিলাম।শেষ মেশ নৌকা এলো আমরা পার হলাম। এরপরে সোজা বাসায়।



নদীর পারে

IMG20210928145931.jpg

IMG20210928150234.jpg

IMG20210928145652.jpg

w3words

অনেক ধন্যবাদ বন্ধুরা আশা করছি আমার পোস্টি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।আপনাদের সাথে আবারো দেখা হবে নতুন কোনো পোস্টে। ধন্যবাদ সবাইকে।



সমস্ত ছবিরতথ্য
লোকেশনবাংলাদেশ
ক্যামেরাঅপু এ৫এস
ক্যামেরাম্যান@ashik333
Sort:  
 3 years ago 

অনেক সুন্দর মুহূর্ত ছিলো। আমিও কয়েক দিন আগে এই ফোনটি নিয়েছি বেশ ভালোই লাগে ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ এবং শুভ কামনা

অনেক সুন্দর মুহূর্ত ছিল ভাই।ভিভো ফোন খুব ভালো ফোন।
এই ফোনের RAM/ROM কত ভাই?

অনেক ধন্যবাদ ভাই মুহূর্তটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই।৩/৩২ ছিলো এটার🤩

 3 years ago 

খুবই ভালো সময়, এসব মুহূর্তের তুলনা হয় না। একসাথে সবাই মিলে গিয়ে একসাথে এই ভাবে সময় কাটানোর মজাই আলাদা। ফোনের একটা স্ক্রিন গার্ড আর ব্যাক কভার লাগিয়ে নিও।

 3 years ago 

জী দাদা সেটাও লাগানো হয়েছে।ধন্যবাদ দাদা💖💖

অনেক আনন্দের সহিত ফোন কিনতে গিয়েছিলেন বন্ধুদের নিয়ে সবার মুখে হাসি দেখে ভালোই লাগছে। আপনার চলার পথ আরো সুন্দর হোক দোয়া করি।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই।সুন্দর মন্তব্যর জন্য। আপনার জন্যও দোয়া রইলো💖😍

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59169.46
ETH 2597.10
USDT 1.00
SBD 2.42