😍😍"নৌকা ভ্রমন -২০২১"(২য় পর্ব)""(১০%পে আউট লাজুক খ্যাকের জন্য)😍😍

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

নৌকা ভ্রমন -২০২১

IMG_20211002_193740.jpg

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি। বন্ধুরা আজ আমি আমার ২০২১ এর নৌকা ভ্রমনের শেষাংশ ভাগ করবো আশা করি আপনাদের ভালো লাগবে।



প্রায় ৩ ঘন্টার যাত্রা শেষে আমরা পোছালাম রুপপুর পারমানবিক বিদুৎ কেন্দ্রের পাশে সারা পথ সুন্দর দৃশ্য গুলো উপভোগ করতে করতেই এসেছি।পদ্মার পাশেই পাবনা সেখানের মানুষ জিবীকা হিসাবে চাষ আর,খামার করেন।আমরা অনেক গুলো মহিষ এর দল দেখতে পেয়েছিলাম যেগুলো নদীর পানিতে বসে বসে আছে আর পাশেই ছোট ছোট তাবু টানিয়ে রাখাল রা বসে পাহারা দিচ্ছে অনেক সুন্দর লাগছিলো দৃশ্যপট গুলো।আর এর সাথে পদ্মার বড় বর ঢেউ এর হুংকার সব মিলিয়ে দারুন অনুভুতি।

পদ্মার পারে মহিষের দল

IMG_20211002_193230.jpg

IMG_20211002_193221.jpg



রুপপুরের এক পাশে আমাদের নৌকা ভিড়ানো হলো,সেখানে গোলাপ পুর নামের একটি গ্রাম আছে আমরা সেখানে গিয়ে উঠলাম।সেখান থেকে প্রথমে আমরা পানি নিলাম যথেষ্ট পরিমান এরপরে আমরা দুপুরের খাবার খেলাম।খাবার খেয়ে আমরা নৌকায় বন্ধুরা মিলে নাচা নাচি করছিলাম।এরপরে আমরা নৌকা থেকে নামলাম আশ পাশ এবং গোলাপপুর ঘুরে দেখার জন্য।সেখানে একটি বাজার আছে গোলাপ পুর বাজার।সেখানে কোনো গোলাপ গাছ বা ফুল নেই। বাজার টির নাম কোনো একজন হয়তো এটাই রেখেছে।সেখানে বেশ অনেকটা সময় ঘুরাফেরা করলাম।

আমি এবং আমার বন্ধুরা

IMG_20211002_191408.jpg

IMG_20211002_191829.jpg

IMG_20211002_191851.jpg



এরপরে আমরা সেখানের প্রচলিত কালাই রুটি খাওয়ার জন্য গেলাম।এই রুটি খেতে হলে অপেক্ষা করতে হবে।গড়ম গড়ম এই রুটি খেতে হয়।আমরা একটি অর্ডার করেছিলাম অনেক বড় রুটি সাথে ঝাল ভর্তা খেতে বেশ দারুন।খাওয়া শেষ করে আমরা সেখান থেকে উঠে চলে গেলাম।

কালাই রুটি

IMG_20211002_094719.jpg

IMG_20211002_094707.jpg

IMG_20211002_094658.jpg



একটি কসমেটিক দোকানের কিছু চিত্র

IMG_20211002_191354.jpg

IMG_20211002_191341.jpg

IMG_20211002_191332.jpg

IMG_20211002_191311.jpg

পাশে একটি মাজার আমরা মাজারের ভেতরে গেলাম সেখানে অনেক ঘুরাঘুরি করলাম এবং অনেকটা সময় পার করলাম।এরপরে আমরা সেখান থেকে ঝালমুড়ি খেলাম বিকেল তখন ৫ টার বেশি বাজে। আমার কাকু মাইক দিয়ে সবাইকে নৌকায় উঠতে বলতেছে কারণ আমাদের নৌকা কিছু সময়ের মধ্যে বাসার উদেশ্য যাত্রা করবে।

মাজার এর মধ্যে

IMG_20211002_191712.jpg

IMG_20211002_191612.jpg

IMG_20211002_191648.jpg

IMG_20211002_191432.jpg

IMG_20211002_191444.jpg

IMG_20211002_191503.jpg



আমরা যাত্রা শুরু করলাম সন্ধ্যা নেমে গেছে তবুও আকাশের নীল মেঘটা দেখা যাচ্ছে।আমরা পদ্মার বড় বড় ঢেউয়ের সাথে হেলে দুলে চলছি নৌকাও হেলছে ভালোই লাগছিল আমাদের।

নীল আকাশ

IMG_20211002_191725.jpg

IMG_20211002_191737.jpg

IMG_20211002_191219.jpg



বন্ধুরা এটাই ছিল আমার নৌকা ভ্রমনের গল্প অনেক ভালো সময় কাটিয়েছিলাম।আশা করছি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে।



সমস্ত ছবিরতথ্য
লোকেশনবাংলাদেশ
ক্যামেরাঅপু এ৫এস
ক্যামেরাম্যান@ashik333
w3wordshttps://w3w.co/talents.countdown.filtration
Sort:  
 3 years ago (edited)

বন্ধুদের সাথে কাটানো নৌকা ভ্রমন সত্যিই অনেক আনন্দের বিশেষ করে পদ্মার পাড়ে মহিষাদল এবং।। আপনারা বন্ধুরা অনেক মজা করছেন নৌকায় চড়ে এবং সেইসাথে অনেক সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। নদীর পাড়ের মুহূর্তগুলো লাস্টের ছবিগুলো খুবই ভালো লেগেছে। প্রতিটি ফটোগ্রাফি অনেক ভাল ছিল এবং বন্ধুর সাথে মুহূর্তগুলো অসাধারণ ছিল শুভকামনা রইল

 3 years ago 

অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।এতো সুন্দর মন্তব্য করার জন্যও। আপনার জন্যেও শুভ কামনা।

 3 years ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে,,, দেখতে খুবই চমৎকার,, ধন্যবাদ আপনাকে আপনার নৌকা ভ্রমণের অভিজ্ঞতা গুলো আমাদের মাঝে সুন্দর ভাবে তুলে ধরার জন্য,,, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া 🙂

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু।শুভ কামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64118.79
ETH 3390.14
USDT 1.00
SBD 2.51