📸📸পাচঁটি সুন্দর ছবি দ্বারা তৈরি ফটো এ্যালবাম,,(০৭-০৯-২০২১)((10%beneficiar of @shy-fox)📸📸

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।

বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।বন্ধুরা আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি।বন্ধুরা আজ আমি আপনাদের সাথে আমার মোবাইল ক্যামেরা দারা তোলা পদ্মা নদীর মাঝে এবং আশে পাশের ৫ টি ফটো শেয়ার করবো এবং সাথে বর্ননা দিব আশা করছি আপনাদের ভালো লাগবে।



চিত্র -১

IMG_20210906_234713.jpg

এই চিত্রে আমরা এক পাশে লালন শাহ সেতু এবং অপর পাশে দেখতে পাচ্ছি হার্ডিং সেতু। দুটি সেতু পাশা পাশি অবস্থিত। এটি রুপ পুর পারমাণবিক বিদুৎ কেন্দ্রের ঠিক পাশেই অবস্থিত। সেতু দুটি খুবই দৃষ্টি নন্দিত। আজ আমরা নৌকা নিয়ে পিক নিক করতে গয়েছিলাম এবং আমাদের টার্গেট স্থান ছিল এই হার্ডিং সেতু।আমরা সেখানেই আমাদের নৌকা থামিয়ে ঘুরাফেরা করেছিলাম।



চিত্র-২

IMG_20210906_234631.jpg

এটি একটি স্থির ভাবে দারিয়ে থাকা নৌকা, আর সাথে পদ্মার বড় বড় ঢেউ আচরে পরছে সেই ঢেউয়ে নৌকা এদিক ওদিক দুলছে।অত্যান্ত সুন্দর এবং মনোরম পরিবেশ ছিলো।আমরা এই বড় নৌকা টি নিয়ে আজ নদী ভ্রমন এর উদেশ্য করে বের হয়েছিলাম আজ অনেক মজা করেছি।



চিত্র-৩

IMG_20210906_235450.jpg

বন্ধুরা এই চিত্রে আমি দেখানোর চেষ্টা করেছি রুপ পুর পারমাণবিক বিদুৎ কেন্দ্র টি।আমরা পদ্মা নদীর অন্য পাশে ছিলাম।বিদুৎ কেন্দের আশে পশে বাইরের লোক কে তারা যেতে দেইনা অত্যান্ত কড়া পাহারা চলে।আপনারা ভালো ভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন দূরে অনেক উচু উচু খাম্বা আকাশ মুখো দারিয়ে আছে। আর ওটাই হলো রুপ পুর পারমাণবিক বিদুৎ কেন্দ্র।



চিত্র-৪

IMG_20210906_235253.jpg

এই চিত্রে আপনারা দেখতে পাবেন পদ্মা নদীর ধার ঘেসে অনেক কলা বাগান।কলাগাছ গুলো পদ্মার ভয়াবহ ভাঙনে নদীর গভীরে চলে যাচ্ছে।বাগানের কিছুটা সামনে একটি ছোট ঝাপ্টা গাছ দেখা যাচ্ছে রোদ্রের ঝিল মিল আলো গাছের উপরে পরছে, আলো পেয়ে গাছ তার সৌন্দর্য ফুটে তুলেছে।সাথে প্রকৃতিও নেচেছে তার মন মাতানো সৌন্দর্য নিয়ে।



চিত্র-৫

IMG_20210907_002653.jpg

এটি হলো পদ্মা নদীর এপার এর চিত্র।আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন।এপার থেকে ওপার কিছুই দেখা যাচ্ছে না।নদীতে ভয়াবহ রকমের ঢেউ আর ঘোলা পানি। এই সময়ে এই পরিস্থিতির একটাই কারণ সেটা হলো নদীতে অতিরিক্ত হারে পানি বেড়েছে।



ধন্যবাদ বন্ধুরা আশা করছি আমার প্রতিটা ছবি আপনাদের ভাল লাগবে।নিজের সার্ধ্য মতো চেষ্টা করে চলেছি আপনাদের কে ভালো কিছু উপহার দেওয়ার।আশা করছি এটা আপ্নাদের ভাল লাগবে।সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আবারো দেখা হবে নতুন কোনো পোস্টে।

সমস্ত ছবিরতথ্য
লোকেশনবাংলাদেশ
ক্যামেরাঅপু এ৫এস
ক্যামেরাম্যান@ashik333
w3wordshttps://maps.google.com/?q=24.065508,89.025651
Sort:  
 3 years ago 

ছবিগুলো খুবই সুন্দর হয়েছে। বেশ ভালো বর্ণনা দিয়েছেন। তবে এরপর থেকে চেষ্টা করবেন এই ধরনের পোস্টে আরও বেশী ছবি দিতে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ইনশাল্লাহ ভাই চেষ্টা করবোব।ধন্যবাদ

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই।নদীর ফটোগ্রাফি মানেই অন্য রকম সৌন্দর্য।যেটা খুব উপভোগ করার মতো।

শুভ কামনা রইলো ভাই।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই।আপনার জন্যও শুভ কামনা

 3 years ago 

আপনার এ্যালবাম এর ছবি পাঁচটি খুব সুন্দর হয়েছে। এক কথায় অসাধারণ। আপনার সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই

 3 years ago 

আপনাকেউ অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনার এ্যালবাম এর ছবি পাঁচটি খুব সুন্দর হয়েছে। আপনার ছবি তোলার স্টাইল অনেক সুন্দর আশাকরি আর সুন্দর ফটোগ্রাফি করবেন। ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

ধন্যবাদ ভাই।জী আমি nature and wild নিয়ে কাজ করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভাল ভালো ফটো দেখাতে পারবো।

 3 years ago 

খুবই সুন্দর মনোমুগ্ধকর ফটোগ্রাফি ভাই,নীল আকাশের ছবি গুলো সত্যিই অসাধারণ

আপনি অনেক ভালো ফটোগ্রাফি করেন দেখেই বোঝা যায়

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই

 3 years ago 

বাংলাদেশকে প্রকৃতির সুরম্য লিলানিকেতন বললে ভুল হবে না। আপনার প্রকৃতির ছবি গুলিতে সেই গুলো ফুটে উঠেছে। অনেক ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনাকেউ অনেক ধন্যবাদ দাদা

খুবই সুন্দর সুন্দর ফটো যোগ করেছেন আপনার পোস্টে।আর ছবি গুলো দেখে বুঝাই যাচ্ছে আপনি ভালো একজন ফটোগ্রাফার।আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে প্রথম ছবিটি।ধন‍্যবাদ আপনাকে আমাদের মাঝে এতো সুন্দর ছবি গুলো শেয়ার করার জন‍্য

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এভাবে উৎসাহ দিয়ে পাশে থাকার জন্য।আমি ন্যাচার এবং ওয়াইল্ড নিয়ে কাজ করার চেষ্টা চালাচ্ছি ভাই দোয়া রাখবেন।

 3 years ago 

অনেক সুন্দর ফটোগাফি করেছেন ভাই আপনি। ৪ নম্বর ছবিটি ভাল লেগেছে আমার। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।শুভ কামনা রইলো

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.12
JST 0.027
BTC 62853.43
ETH 3013.11
USDT 1.00
SBD 2.50