অবেলায় (১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊🦊

in আমার বাংলা ব্লগ2 years ago
  • ২৩আশ্বিন
  • ১৪২৯বঙ্গাব্দ।
  • রবিবার
  • সুন্দর সন্ধ্যায়

IMG-20221008-WA0002.jpg

হেলো বন্ধুরা


IMG20221008173559.jpg

সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে।আমার নদীর পারে কাটানো কিছু সময় ও ফটোগ্রাফি তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের ব্লগ।

IMG20221008174341.jpg

IMG20221008173515.jpg

IMG20221008173848.jpg

IMG-20221008-WA0004.jpg

IMG20221008173613.jpg

20221008_180857.jpg

IMG20221008174511.jpg

20221008_180913.jpg

20221008_180918.jpg



বেশ কিছুদিন পুজোতে অনেক ঘুরেছি জন বহ এই শহরে একটু নিরিবিলি হওয়া দরকার ছিল মিষ্টি হাওয়া সাথে সুন্দর দৃশ্য বলুন তো কোথায় পাওয়া যায় এমন দৃশ্য হ্যা ঠিক ধরেছেন নদীর পার।জানিনা নদীর পার কার কাছে কেমন লাগে আমার কাছেতো এটা শান্তির জায়গা মনে হয়।চুপচাপ একা একা নরম সুরের গান আর সাথে যদি এক কাপ চা অথবা বাদাম খেতে খেতে অপুরুপ দৃশ্য টা উপভোগ করা যায় নিশ্চয় মন্দ যাবার কথা না।


গত কাল সন্ধ্যায় তেমনি একটি সময় কাটিয়েছিলাম নদীর পারে অনেক দিন ধরেই ভাবছি যাব যাব কিন্তু সময় হয়ে ওঠে না।তো কালকে ৩ জনে ঠিক করলাম আজ যাবোই যাব তেমনি কাজ ও শুরু করে দিলাম সাইকেল চালিয়ে সোজা চলে গেলাম সেই দারুন জায়গায়।আমার অনেক পছন্দের জায়গা এটি।গিয়ে প্রথমে চা এর অর্ডার করি এরপরে চারিদিক ঘুরছিলাম আর ফটোগ্রাফি করছিলাম।


চা পেলাম চা মুখে দিতেই বাজে একটা অভিজ্ঞতা হলো আমি বুঝিনা যে জিনিস টা যতো প্রোপুলার হয়ে যায় সেটা দিন দিন এতো বাজে হয় কিভাবে।প্রথম যেমন চা খেয়েছিলাম তেমন আর স্বাদ নেই এই চায়ের।এরপরে আবার দামের বিষয় টাও বারিয়েছে আগে খেতাম ১৫ টাকা এখন এটা ২০ টাকা তবুও স্বাদ নেই।যাইহোক বাজে অভিজ্ঞতা শেষ করে বাসায় চলে আসি।


কুষ্টিয়া, বাংলাদেশ।
ডিভাস:oppo a5s
লোকেশন বাংলাদেশ।

Sort:  
 2 years ago 

নদীর পারে বন্ধুদের সঙ্গে অনেক সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন তবে এটা জেনে খুবই খারাপ লাগলো যে কোন কিছুতেই স্বাদ নেই। নদীর পাড়ে সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে আমরা মাঝে মাঝে নদীর পাড়ে সময় কাটাই তবে নদীর পাড়ে বসে চা খেতে তেমন একটা খারাপ লাগে না বেশ ভালই লাগে। তবে আপনার কাছে কেন ভালো লাগেনি সেটা বুঝতে পারলাম না।

 2 years ago 

ধুর মিয়া চায়ের স্বাদ ভাল্ক লাগে নি😁😁😁তাছারা নদীর পার আমার অনেক দারুন লাগে।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন ভাইয়া নদীর ধারে গেলে আপনার মত আমারও খুব ভালো লাগে কারণ সেটা নিরিবিলি মনোরম একটি পরিবেশ। খুব ঠান্ডা একটা আবহাওয়া থাকে। এবং নদীর হালকা ঢেউ গুলো দেখলেই মন ভালো হয়ে যায়। আপনারা তিনজন মিলে সেখানে খুব ভালো একটি সময় কাটিয়েছেন। ঘোরাঘুরি এসেছে খাওয়া দাওয়া করে আরো বেশি তরতাজা হয়ে গেছেন😁। এবং সূর্যের খুব সুন্দর করে ফটোগ্রাফি করেছেন।

 2 years ago 

😁😁😁 অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

এভাবে এলোমেলো ভাবে ঘোরাঘুরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। আর আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ। আমাদেরও কিন্তু ট্রিট দেওয়ার কথা এখনো পায়নি। মনে করে এক সময়ে দিয়ে দিও।

 2 years ago 

😁😁😁ট্রিট তো অবশ্যই দিব।তবে আরেকটা কথা ছিলো ঘুরার খরচ আপনাদের।

 2 years ago 

অবেলায় তিনজন মিলে এত কষ্ট করে নদীর পাড়ে চা খেতে গিয়েও চায়ের কোন স্বাদ পেলেন না। সবখানেই ফাঁকিবাজি ভাই। চায়ের দাম ১৫ থেকে ২০ টাকা অথচ চায়ের কোন টেস্ট নেই। খুবই দুঃখজনক ব্যাপার। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

একাই কোন জায়গা হাটে ঘুরতে বা অন্য কিছু করতে ভালো লাগেনা। যদি সেখানে অন্য আরও এক দুজন থাকে তাহলে সে জায়গাটা গল্পের মাধ্যমে অনেক সুন্দর হয়ে যায়। আর আপনারা ঠিক তিনজন মিলে অনেক সময় পার করার পাশাপাশি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া।
আপনার জন্য শুভ কামনা রইল

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64373.04
ETH 2775.53
USDT 1.00
SBD 2.66