♥♥সুন্দর ঢেঁড়স ফুল ফটোগ্রাফি♥♥

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভাল আছেন।বন্ধুরা আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি।বন্ধুরা আজ আমি আপনাদের সাথে খুব সুন্দর একটি ফুলের চিত্র শেয়ার করবো আশা করছি ভালো লাগবে আপনাদের।

IMG_20210725_163413.jpg

IMG_20210725_163524.jpg

IMG_20210725_163501.jpg

IMG_20210725_163443.jpg

বন্ধুরা আমরা অবশ্যই ঢেঁড়স বা ঢেঁড়স ফুল শব্দের সাথে পরিচিত আছি।ঢেঁড়স ফুলের আলাদা কোনো নাম নেই।এটি ফলের নাম অনুসারেই বলা হয় ঢেঁড়স ফুল।অত্যান্ত সুন্দর এই ফুল আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন। এটির পাচঁ থেকে ছয়টি পাপরি থাকে যা এই ফুলের সুন্দর্য্য বৃদ্ধি করে দেয়।

ঢেঁড়স ফুল ৩ সেন্টিমিটার চওরা হয়ে থাকে।এই ফুল এর পাপরির শেষ প্রান্তে লাল রং এর কোণা দেখা যায়।সৃষ্টি কর্তার এই সুন্দর সৃষ্টি আমরা খুব কম।মানুষই লক্ষ্য করে দেখি।

বন্ধুরা আমি আমাদের মাঠে ঘুরতে গিয়ে একটি ঢেঁড়স এর ক্ষেত দেখতে পাই এবং সেখানে অনেকগুলো ঢেঁড়স ফুল ফুটতে দেখি।এরপরে আমি আমার মোবাইল ক্যামেরা অপু এ৫এস এর মাধ্যমে ধারন করে রাখি।আশা করছি আপনাদের ভালো লাগবে এটা।

Cc:

@rex-sumon
@rme

Sort:  
 3 years ago 

ঢেঁড়স ফুল এর ছবিগুলো সত্যিই অসাধারণ । ছিল আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া💝

 3 years ago 

আপনি আপনার পোস্টে w3w লিংক, লোকেশন এবং ডিভাইস ইনফর্মেশন ব্যবহার করলে ভাল হয়।

 3 years ago 

ডিভাইস নেইম ব্যাবহার করেছি।পরবর্তী পোস্টে লোকেশন শেয়ার করবো.

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.12
JST 0.029
BTC 66524.25
ETH 3616.53
USDT 1.00
SBD 2.81