শারদীয় কন্টেস্ট ""নবমীর ঘুরাঘুরি ও ফটোগ্রাফি "(১০% প্ব আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊
- ১৯আশ্বিন
- ১৪২৯বঙ্গাব্দ।
- মোঙ্গলবার
- নবমীর ফটোগ্রাফি
হেলো বন্ধুরা
সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম আরো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের এই ব্লগ টিতে থাকছে আমাদের কমিউনিটিতে চলমান শারদীয় পুজার ফটোগ্রাফি কন্টেস্ট এর সিরিজ আজ আমি শেয়ার করবো ৩য় সিরিজ অর্থাৎ নবমীর ফটোগ্রাফি চলুন তবে শুরু করি।
★ ঘোষবাড়ী পূজা মন্দির
আজ গিয়েছিলাম আমার নানার বাসার এলাকায় পুজা দেখতে সেখানে বেশ কয়েকটি মন্দির আছে। প্রথমে গিয়েছিলাম ঘোষবাড়ী পুজা মন্দিরে এখানে রারা দুইটা গেইট করেছিল গেইট দুইটা বেশ বড় প্রথম টা মেইন রাস্তার পাশে আরেকটা ভেতরের দিকে।
এটা হলো প্রথম গেইট এটা পুরোটা কাপর দিয়ে বানানো।
মন্দির এর গেইট
কুষ্টিয়া, বাংলাদেশ
তারিখ :৪ সেপ্টেম্বর, মোঙ্গলবার
ডিভাইস:oppo a5s
[লোকেশন]
(https://maps.app.goo.gl/ceWuz1gq7mduAbGN9)
এটা হলো ভেতরে প্রবেশ এর পরে দ্বিতীয় গেইট। এটা বেশ সুন্দর ভাবে করা। পুরোটা লাইটিং দিয়ে করা হয়েছে।
মন্দির এর গেইট
কুষ্টিয়া, বাংলাদেশ
তারিখ :৪ সেপ্টেম্বর, মোঙ্গলবার
ডিভাইস:oppo a5s
[লোকেশন]
(https://maps.app.goo.gl/ceWuz1gq7mduAbGN9)
এটা হলো রাস্তার ফাকে বসানো লাইটিং দিয়ে একটি দেবির চিত্র ফুটানোর চেষ্টা
কুষ্টিয়া, বাংলাদেশ
তারিখ :৪ সেপ্টেম্বর, মোঙ্গলবার
ডিভাইস:oppo a5s
[লোকেশন]
(https://maps.app.goo.gl/ceWuz1gq7mduAbGN9)
এটা হলো ঘোষবাড়ী মন্দির এর প্রতিমা তারা বেশ আধুনিক ভাবে করেছিল।
কুষ্টিয়া, বাংলাদেশ
তারিখ :৪ সেপ্টেম্বর, মোঙ্গলবার
ডিভাইস:oppo a5s
[লোকেশন]
(https://maps.app.goo.gl/ceWuz1gq7mduAbGN9)
★ দয়রামপুর বিগ্রহবাড়ি মন্দির
এটা তাদের নিজস্ব মন্দির নিজেদের মতোই করা ছোট পরিসরে এই মন্দির এর সাজ গোজ তবুও সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
বিগ্রহবাড়ি মন্দির এর সুন্দর একটি সাধারন গেইট এটি।
কুষ্টিয়া, বাংলাদেশ
তারিখ :৪ সেপ্টেম্বর, মোঙ্গলবার
ডিভাইস:oppo a5s
[লোকেশন]
(https://maps.app.goo.gl/8YoKZ4V9NGfGoLRj7)
এটি হলো বিগ্রহবাড়ির প্রতিমা তাদের প্রতিমা টা আমার কাছে অনেক ভালো লাগছিল।
কুষ্টিয়া, বাংলাদেশ
তারিখ :৪ সেপ্টেম্বর, মোঙ্গলবার
ডিভাইস:oppo a5s
[লোকেশন]
(https://maps.app.goo.gl/8YoKZ4V9NGfGoLRj7)
সবাইলে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আশা করছি আপনাদের ভালো লাগবে আবারো দেখা হবে নতুন কোনো পোস্টে ভালো থাকবেন সবাই।
শারদীয় দূর্গা পূজার নবমীর পূজা মন্ডপের ফটোগ্রাফি গুলো বেশ দারুণ ছিল। অনেকগুলো পূজা মন্ডপের ফটোগ্রাফি করেছেন এবং দারুন দারুন ফটোগ্রাফি শেয়ার করেছেন। সেই সাথে বিস্তারিত লিখেছেন আমাদেরকে। আপনার নবমীর শারদীয় দূর্গা পূজার ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য এবং কনটেস্টে অংশগ্রহণ করার জন্য শুভেচ্ছা রইল।
নিজের মতো চেষ্টা করেছি ভাই আপনাকেও ধন্যবাদ।
শারদীয় দূর্গা পূজার নবমীর দিনে আপনি দারুন কিছু ফটোগ্রাফি করেছেন। অনেকের ফটোগ্রাফি দেখেছি প্রত্যেকের ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল। আপনার করা ফটোগ্রাফি গুলো আমার বেশ ভালো লাগলো। এই উৎসবমুখর পরিবেশ যেটা দেখতে খুবই ভালো লাগে।
ধন্যবাদ ভাই।
যে জাতি যে উৎসব সেই জাতি সেই উৎসবের আনন্দটা বোঝে। আর আপনি দুর্গাপূজা উপলক্ষে নবমীর দিনে অনেক সুন্দর সময় কাটানো পাশাপাশি সুন্দরভাবে ফটো গুলো তৈরি করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল
ধন্যবাদ
প্রথমেই বলে শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে আপনি খুব সুন্দর একটি পোস্ট করেছেন । সব থেকে বেশি ভালো লেগেছে ভিতরের দিকের যে লাইটিং গেট। রাতের অন্ধকারে শুধুমাত্র লাইট গুলো জ্বলছে। তার সাথে আবার রাস্তার পাশের লাইটিং করা দেবী তৈরি এটাও আমার কাছে বেশি ভালো লেগেছে। সত্যি অনেক সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছেন।
জি আপু আমারো ভাল লেগেছিল ধন্যবাদ আপনাকে।
আমাদের কলকাতার মতো খুব বড় করে বাংলাদেশের এই দুর্গাপুজো গুলো অনুষ্ঠিত হয় না। তারপরও উৎসবের মজা সব জায়গায় সমান। আপনিও একজন শারদীয়া কনটেস্ট বিজেতা আপনার জন্য অনেক অনেক অভিনন্দন রইল।
অসংখ্য ধন্যবাদ ভাই ঠিক বলেছেন।
ইউ আর মোস্ট ওয়েলকাম ব্রাদার।