🦊🦊বাংলা নাটক"রুপ কথা নয়"(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊

in আমার বাংলা ব্লগ2 years ago
  • ২৯বৈশাখ
  • ১৪২৯বঙ্গাব্দ।
  • বৃহস্পতিবার*
  • নাটক রিভিউ


হেলো বন্ধুরা

সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে বন্ধুরা আমার আজকের ব্লগে থাকছে একটি নাটক রিভিউ তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের পোস্ট।


গুরুত্বপূর্ণ তথ্য:

নাটকরিভিউ
নামরুপকথা নয়
পরিচালকমোহাম্মাদ মিফতি আনান
অভিনয়েতৌসিফ মাহবুব,তাসনিয়া ফারিন,শাহবাজ সানি,আলম সোহাগ,
রিলিজড৩০ এপ্রিল ২০২২
ভাষাবাংলা
দেশবাংলাদেশ
ডুরেশন৪৮ মিনিট

নাটক লিংক:


কাহিনী সংক্ষেপ:

Screenshot_2022-05-12-22-11-31-50.jpg

Screenshot_2022-05-12-22-11-23-01.jpg

Screenshot_2022-05-12-22-11-18-62.jpg

Screenshot_2022-05-12-22-11-06-58.jpg

Screenshot_2022-05-12-22-11-01-04.jpg

ভুলোভালো ছেলে সাদিক বন্ধুরা তাকে নিয়ে অনেক মজা করে এবং তাকে দিয়ে বিভিন্ন চুরি এবং নানান ধরনের কাজ করায় করানোর পরে তারা পালিয়ে যায় আর মার যা খাওয়ার সেটা সাদিক খায়।সাদিক এর বন্ধু সানি সে মিথ্যা বানোয়াট একটা স্বপ্ন দেখেছে যে এলাকার একজন চাচার কিছু ছাগল মারা যাবে তাই একটা মোরগ দান করতে হবে সেটার ভার সাদিক কে দেওয়া হয় সাদিল সাদাসিদে মানুষ ওতোটা বুঝে না।সে নিজেই গিয়ে ওই খামার থেকে একটা ছাগল নিয়ে আসে এবং ধরা পরে যায়।সাজা হিসাব কান ধরে রাস্তায় দারিয়ে থাকে।


এটা তার মা দেখে মারতে মারতে বাসায় নিয়ে আসে এর মাঝে আরেকটি বোকামি করেছে সে তাদের নিজের জমি তার চাচার নামে লিখে দিয়েছে তার চাচা কানতে কানতে তার কাছে বলেছিল এবং সে কান্না সহ্য করতে না পেরে তার নামের জমি লিখে দিয়েছিল।একদিন তারা ডাব চুরি করছিল এবং পথ দিয়ে কিছু মানুষ মিষ্টি খেতে খেতে যাচ্ছিলো তাদের জিগালে তারা বলে এই মিষ্টি তারা মেম্বার এর বাসা থেকে আনছে মেম্বার এর বোন আসা উপলক্ষে খাওয়াচ্ছে তারা।

Screenshot_2022-05-12-22-13-57-91.jpg

Screenshot_2022-05-12-22-13-14-81.jpg

Screenshot_2022-05-12-22-12-27-66.jpg

Screenshot_2022-05-12-22-12-20-49.jpg

Screenshot_2022-05-12-22-12-03-53.jpg

Screenshot_2022-05-12-22-11-56-85.jpg

Screenshot_2022-05-12-22-11-49-37.jpg

Screenshot_2022-05-12-22-11-41-83.jpg


তারাও ছুটে চলে যায় মেম্বার এর বাসায়।মিষ্টি খাওয়ার জন্য।মিষ্টি খেতে খেতে তার বোনকে দেখে ফেলে এবং দেখেই সাদিক তার হাসির প্রেমে পরে যায়।একদিন মেম্বার তাদের তিনজন কে ডাকে এবং তার বোনের এসিস্টেন্ট হবার জন্য সাদিক এবং সানিকে রেখে দেয়।তার বোন শুভার সাথে সাদিক এবং সানি গ্রামে গ্রামে মানুষ এর সেবা করতে থাকে।সাদিক শুভার বিভিন্ন খেয়াল রাখতে গিয়ে বোকামি করে এরপর একদিন সানি বলে যে তুই যে বোকা এইডা একটা চিঠি দিয়ে বুঝিয়ে দে।একদিন চিঠি দেয় কিন্তু ফল অন্য রকম হয়ে যায় সাদিক কে তারিয়ে দেয়।এরপরে সানি সব বলে এরপরে থেকে শুভার সানিকে ভালো লাগতে শুরু করে।


সাদিক পরোপকারি একটা ছেলে একদিন গ্রামের একটা মেয়ের বাচ্ছা হবে।কেউ নেই বৃষ্টির রাত সাদিক এবং শুভা শুধু সাদিক ভিজতে ভিজতে একটা ভ্যান গাড়ি নিয়ে আসে এরপরে সে হাসপাতাল এর দিকে নিয়ে যায় সাদিক এর এই কাজ গুলো দেখে শুভা তাকে ভালো বেসে ফেলে।এইসব ভাবতে ভাবতে শুভা কল্পনায় চলে যায় যে তাদের এই ভালোবাসার শেষ পরিনতি কি হতে পারে।


ভাবতে ভাবতে সে দেখে এটার শেষ পরিনতি কেউ কাওকে মানবে না।এবং শুভা শেষ একটা কথা বলে যে বাস্তব এবং কল্পনা আকাশ পাতালের ন্যয় দুরুত্ব।


নিজের মতামত:

আমাদের সমাজে সহজ সরল মানুষ দের কে দিয়ে যা ইচ্ছা তাই ই করানো যায়।সবাই দোশি কাজ করেও সব দোশ চাপিয়ে দেয় সহজ সরল মানুষ গুলোর উপরে তবুও তারা মানুষ কে ভালবাসে মানুষ এর পাশে থেকে যায় সব সময়।সরল মানুষ গুলোকে তারাই বোঝে যাদের বোঝার ক্ষমতা রয়েছে নাটকটি একট সহজ সরল বোকা মানুষ এর গল্প নিয়ে বানানো যে সব সময় মানুষ এর পাশে থেকেছে এবং তার ইচ্ছা সে এভাবেই আজীবন পাশে থেকে যাবে।দারুন ভাবে গল্প টা সাজানো ছিল।


Sort:  
 2 years ago 

বাংলা নাটক"রুপ কথা নয় এই নাটকটি এখনো দেখিনি। তবে আপনার রিভিউ দেখে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। অবশ্যই আমি নাটকটি দেখবো। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ

নাটক দেখতে আমার খুব ভালো লাগে। আমি অনিক নাটক দেখেছি। রূপকথা নাটক এখন পর্যন্ত দেখা হয়নি। আপনার রিভিউটি দেখে মনে হচ্ছে রূপকথা নাটকটি চমৎকার হবে। সুন্দরভাবে নাটকটি আমাদের মাঝে উপস্থাপন করেছে রিভিউর মাধ্যমিক। আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপনার মতামত এর জন্য।

 2 years ago 

তৌসিফ আর ফারিন জুটির নাটক গুলো এমনি তেই অনেক ভালো লাগে আমার। তবে এবার ঈদ এ গ্রামের বাড়ি থাকাতে অনেক নাটক আমি মিস করে গেছি এর মধ্যে। তবে আশা করি সামনে দেখবো। সুন্দর রিভিউ দিয়েছেন।

 2 years ago 

জী ভাই এখন ইউটিউব হয়ে আর সমস্যা হয়না নাটক যেকোনো সময় দেখা যায়।

 2 years ago 

খুবই চমৎকার একটি নাটক রিভিউ শেয়ার করেছেন দেখছে যদিও এখন পর্যন্ত এই নাটকটির দেখা হয়নি তবে ফেসবুকে খন্ড খন্ড কিছুটা অংশ দেখেছি। আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে শেয়ার করেছেন পড়ে খুবই ভালো লাগলো। খুব শীঘ্রই নাটকটি দেখব। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মতামত এর জন্য।

 2 years ago 

এই নাটকের কয়েকটা ক্লিপ দেখলাম ফেসবুকে মোটামুটি হাস‍্যকর আছে। যদাও পুরো নাটক টা আমি এখনো দেখিনি। আমাদের সমাজে যদিও এখন সহজ সরল লোকের সংখ্যা অনেক কম। যদিও কয়েকটা আছে কিছু অসাধু লোক তার সরলতার সুযোগ নেয়। যেটা এই নাটকেও দেখা গিয়েছে। নাটকের রিভিউ টা ভালো করেছেন।

তবে আপনার পোস্টে অনেক বানান ভুল ছিল। ভুলগুলো ঠিক করে নেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।।

 2 years ago 

🙏🙏ধন্যবাদ ভুল ধরে দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 60023.73
ETH 3191.15
USDT 1.00
SBD 2.45