নাটক রিভিউ (১০% পে আউট লাজুক খ্যাকের জন্য।🦊🦊🦊
হেলো বন্ধুরা
সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে একটি নাটক রিভিউ অনেক দিন পরে নাটক রিভিউ করছি আশা করছি আপনাদের ভাল লাগবে চলুন তবে শুরু করা যাক।
★ গুরুত্বপূর্ণ তথ্য:
নাটক | রিভিউ |
---|---|
নাম | গল্পটা প্রেমের |
লেখক ও পরিচালক | মাহমুদ মাহিন |
অভিনয়ে | মুসফিক ফারহান,সামিরা খান মাহি,স্যামন্তি শোওমি,মরজিনা সুমি,শামিমা শরমি,জয়নাল জ্যাক,রওশন আলম এবং অনেকে |
রিলিজড | ২৭ অক্টোবর ২০২২ |
ভাষা | বাংলা |
দেশ | বাংলাদেশ |
ডুরেশন | ৫১ মিনিট ২২ সেকেন্ড |
★ নাটক লিংক
★ কাহিনী সংক্ষেপ:
প্রথমে দেখা যাবে একজন আকবর নামের ছেলে কথা বলছে বিয়ে নিয়ে তার মায়ের সাথে।পেছন থেকে আলম এসে একটু এন্ট্রি নেয় গুন্ডা টাইপের আগবর ভয় পেয়ে যায়।তাদের মধ্যে কথা শেষ হয়।এরপরে এদিকে শেলি নামের একটি মেয়ে তার এক খালাতো বোন এর অভাবের কারনে বাসার কাজে নিয়ে এসেছে এবং বুঝিয়ে দিয়ে সে চলে যাচ্ছিল তখনি শেলির বোন কে ভাল লেগে যায় আলম এর।এরপরে নিজেকে হিরো সাজানোর জন্য শেলির নামে মিথ্যা সব কথা বলে বাসার কাজ থেকে তারিয়ে দেয় এরপরে সুযোগ আসে আলম এর এবং সে নিজের দায়িত্বে এক বাসায় কাজ দেয় বেস ভালই চলছিল।
তাদের দুজনের মধ্যে ভাব হয়ে যায় এবং ভালবাসাও হয়ে যায়। এরপরে একদিন আলম এর বাড়ি ওয়ালার মেয়ে তার বয় ফ্রেন্ড এর সাথে রাতে ডেইট এ যায় তার বয় ফ্রেন্ড তাদের আলাপ টা ভিডিও করে রাখে এবং দুই লক্ষ টাকা দাবি করে মায়ের আল মারি থেকে টাকা চুরি করে সে দিয়ে আসে এটা দেখে ফেলে আলম।এরপরে তার মা কিছুদিন পরে আলমারি দেখলে সেখানে টাকা না পেয়ে শেলির বোন কে ধরে এবং মারতে থাকে।কিন্তু টাকা তো সে নেয় নি নিয়েছে বাড়িওয়ালার ই মেয়ে।
বাড়িওয়ালার মেয়ের দিকে আলম তাকিয়ে দেখে সে কান্না করছে পরে আলম তাকে বাচানোর জন্য বলে যে হো শেলির বোন ই চোর নিজে চোখে দেখেছি আমি অথচ টাকা গুলো নিয়েছিল তার ই মেয়ে।এরপরে শেলির বোন কে বের করে দেয়।আলম মেয়েটাকে খুজতে খুজতে পায় এরপরে মেয়েটা রেগে যায় আলম মাঝ রাস্তায় চলে যায় এবং একটা গাড়ি তার পেছন থেকে আসছিল।এরপরে শেলির বোন সেটা দেখতে পেয়ে ছুটে চলে এসে তাকে বাচায় এবং নিজে গাড়ির নিচে পরে গিয়ে মরে যায়।এটা দেখে আলম পাগল হয়ে রাস্তায় ঘুরতে থাকে।
★ নিজের মতামত
আসলে নাটক টা ফানি হলেও শেষটা দেখে আমি একটু কষ্ট পেয়েছিলাম।ভাল বাসা মানুষ কে অনেকদুর নিয়ে যায় এটা আলম কে দেখলেই বোঝা যায়।আর কথা রক্ষা করা সবার কর্তব্য সেটা এখান থেকে শেখা যায়।বাড়িওয়ালার মেয়েকে বাচানোর জন্য নিজের জীবন টা নিজের বালবাসা টাকে বিসর্জন দিলেন।
আপনি খুব সুন্দর নাটকের রিভিউ দিয়েছেন । নাটকটি আমি দেখেছি। নাটকের চরিত্র সংলাপ এবং দৃশ্যপট আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে নাটকটি দেখে আমাদের অনেক কিছু শিখার
আছে। এত চমৎকার নাটকের রিভিউ দেওয়ার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।
ধন্যবাদ আপনার সুন্দর মতামত এর জন্য।
বর্তমানে ফারহানের নাটকগুলো আমার কাছে বেশ জনপ্রিয় মনে হয়। আমি এমনিতে সময় পেলে দেখি। এই নাটকটির আমি এড দেখেছিলাম। দেখবো দেখবো করে সময়ের জন্য এখনো দেখা হয়নি। আপনি রিভিউ করেছেন দেখে ভালোই লাগলো। বিশেষ করে নাটকটি প্রথম দিকে ফানি হলেও লাস্টের বিষয়টি সত্যি কষ্টদায়ক ছিল। আপনার পোষ্টের মাধ্যমেই বুঝতে পারলাম। এই নাটকের মধ্যেও অনেক শিক্ষনীয় বিষয় রয়েছে। ভালো লাগলো রিভিউ পড়ে।
অসংখ্য ধন্যবাদ আপু
আশা করছি নাটকটা অনেক সুন্দর ছিল আপনার রিভিউ দেখে বোঝা যাচ্ছে। এই নাটকটি আমি এড এ দেখেছি কিন্তু নাটকের নাম খুঁজে পাচ্ছিলাম না। এন্ড দেখে নাটকটি দেখার খুব ইচ্ছা হচ্ছিল। আপনার পোষ্টের মাধ্যমে নামটা জানা হয়ে গেল এবং এই নাটকে আমাদের শেখার জন্য অনেক কিছু তুলে ধরা হয়েছে ধন্যবাদ আপনাকে সুন্দর একটি নাটক শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে খুব গুছিয়ে মন্তব্যে করেছেন শুভ কামনা।