🦊🦊😍ঈদের কেনাকাটা(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊🥰🥰

in আমার বাংলা ব্লগ3 years ago
  • ১৪ বৈশাখ
  • ১৪২৯বঙ্গাব্দ।
  • বুধবার
  • ঈদের কেনাকাটা

IMG20220427212459.jpg

হেলো বন্ধুরা

সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।তবে এই তীব্র তাপদহে আমাদের সবার জীবনি অতিষ্ঠ প্রায় তবুও বলবো আল্লাহ যা করেন অবশ্যই ভালোর জন্যই করেন চলুন আজকে শেয়ার করি আমার শপিং করার কিছু মুহূর্ত। আশা করছি ভালো লাগবে তাহলে চলুন।

IMG20220427212330.jpg

IMG20220427212346.jpg

IMG20220427210814.jpg

IMG20220427212520.jpg

IMG20220427212418.jpg

IMG20220427212448.jpg


বন্ধুরা রমজান তো শেষের পথেই রমজান উপলক্ষে আমরা কম বেশি সবাই নতুন জামা কাপর এবং প্রসাধনি সামগ্রী কিনে থাকি।আজ আমি এবং আমার দুইটা বন্ধু গিয়েছিলাম দ্বিতীয় বারের মতো শপিং করতে।আসলে ঈদ আসলেই সব থেকে বেশি যেটার কথা মাথায় আসে তা হলে পাঞ্জাবি।পাঞ্জাবি খুবই জনপ্রিয় একটি পোশাক কয়েকদিন ধরেই পাঞ্জাবি কেনার জন্য সময় বের করছিলাম তবুও সময় হচ্ছিল না তো আজকে আমাদের কচিং ঈদের ছুটি দিয়েছে তাই কালকে থেকে পড়া নেই পড়া যেহেতূ নেই তাই ভাবলাম আজ অনেক রাত হলেও কেনাকাটা করিব।


প্রথমে পাঞ্জাবি দেখার জন্য একটা বস্ত্রালয়ে গেলাম সেখানে হিউজ পরিমান পাঞ্জাবি ছিল তবে আমার মনে ধরছিলো না কোনোটাই আসলে মনে যে জিনিস ধরে না সেটা না কেনাই ঠিক পাঞ্জাবি দেখা বাদ দিলাম আমরা টুপি এবং আতর এর দিকে মন দিলাম।বেশ কিছু টুপি দেখলাম এবং এর মধ্যে থেকে দুটো পছন্দ হলো।এবং আমরা দুটোই নিলাম।এরপরে আতর নিব অনেক ধরনের আতর দেখলাম আর সব গুলোই অনেক ভালো মানের ছিল।


আমাদের একটা আতরের গন্ধ বেশি ভালো লাগলো তাই ওটাই নিলাম।এখানে সব বিল পরিশোধ করে আমরা চললাম।ইফতার এর পরে তেমন খাওয়া হয়নি ভাবলাম মাংস পোরানো খাব আমাদের এদিকে এটা খুব ভালো চলে স্টেশনের উপরে প্রতিদিন পাওয়া যায় খেতে বেশ মজা আমরা তিন বন্ধুই দুটো করে খেলাম।এরপরে চলে গেলাম একটি জুতার দোকানে দুই জোরা জুতা পছন্দ হয়েছিল তবে দাদাদামি তে মিলছিলো না অনেক কথা কাটাকাটির পরে জুতা নিতে পারলাম।

IMG20220427212833.jpg

IMG20220427212838.jpg

IMG20220427232946.jpg


এরপরে আমরা চলে গেলাম আমাদের খেয়া ঘাটে কারণ নদী পার হয়েই আমাদের চলে যেতে হবে।ঘাটে নৌকা ছিল না।অনেক ক্ষন অপেক্ষা করলাম এবং নৌকা আসল এরপরে আমরা সবাই নৌকাতে উঠলাম এবং পার হয়ে চলে এলাম বাসায়।আজকের মতো কেনাকাটা শেষ। সবাই ভাল থাকবেন অগ্রিম ঈদ মোবারক।

IMG20220427225035.jpg

IMG20220427225039.jpg


Sort:  
 3 years ago (edited)

তাহলে ঈদের শপিং এ চলেই গিয়েছেন।তবে ঈদের শপিং নিয়ে আমার এত ঝক নেই।আর একসাথে দুইটি টুপি দিয়ে কি করবেন🤪

 3 years ago 

ঈদ মানে কেনাকাটা ঈদ মানে খুশি, পরিবারের সকলকে নিয়ে ঈদের আনন্দটা খুবই ভালোভাবে উপভোগ করেন, এই দোয়া রইল। আপনার শপিং করা দেখতে পেয়ে আমার খুব ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.034
BTC 110837.40
ETH 4409.16
SBD 0.83