শেষ সম্বল টুকুও হারালাম😭(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊

in আমার বাংলা ব্লগ2 years ago
  • ২২ ভাদ্র
  • ১৪২৯বঙ্গাব্দ।
  • মোঙ্গলবার
  • বাবার রেখে যাওয়া শেষ সম্বল বিদায়

IMG_20220904_152020.jpg

হেলো বন্ধুরা

সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছে আমি ভালো নেই।আজকের পোস্টে আমার করুন ঘটনা তুলে ধরবো। বাবার রেখে যাওয়া শেষ সম্বল টুকুও হারিয়ে গেলো আমাদের।তাহলে চলুন শুরু করা যাক।

IMG20220901080457.jpg


আপনারা সবাই জানেন আমার বাবা ব্রেইন টিউমারে মারা যান।আসলে আমরা মধ্যবিত্ত পরিবার ছিলাম।বাবা যা জুমিয়েছিলেন বাবা অসুস্থতার পরে তা দিয়েই চলছি এবং বাবার চিকিৎসাও চালিয়েছি।শেষ টুকু দিয়ে।তবুও বাবা কে বাচাতে পারি নাই।আমাদের সব কিছুই শেষ হয়ে যায়।মাঠে ছিল ১ বিঘা জমির পাট সেটা অনেক প্রতিকুলতা শেষে কাটা হলো।


এরপরে পানির অভাবে জাগ দেওয়া হচ্ছিলো না অনেক খুজাখুজি করে নদীর পারে একটা খালে দেওয়া হয় আমাদের জাগ।অনেক টাকা খরচ হয়ে যায়।আজ ২৩ দিন পরে আগামিকাল আমাদের জাগ টা ধুয়ার কথা ছিল এবং তিন জন লোক ও ঠিক করেছিলাম কিন্তু একদিন আগেই সব শেষ হয়ে গেলো আসলে বলতে গেলেও আমার খারাপ লাগছে বাবার রেখে যাওয়া শেষ সম্বল টুকু মাটির নিচে চলে যাবে এভাবে ভাবি নাই।


নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় খালের বাধ ভেঙে পানি ঢুকতে শুরু করে।এবং এক পর্যায় অনেকটা ভেঙে যায় অতিরিক্ত পানি ঢুকে যায়। আর পার ভেঙ্গে আমাদের পাটের জাগের উপরে পরে এবং স্রোতে আমাদের জাগ তলিয়ে যায়।৮০০ হাতা পাট এর ৬০০ হাতা ডুবে গিয়েছে অনেক চেষ্টা করেও সেটা আর তুলতে পারি নাই।আসলে আমার খুব কান্না পাচ্ছিলো বাবার রেখে যাওয়া শেষ সম্বল টুকুও হাত ছাড়া হয়ে গেলো।



Sort:  
 2 years ago 

ভাইয়া আপনার লেখাগুলো পড়ে খুবই খারাপ লাগলো। আল্লাহ যখন আমাদেরকে পরীক্ষা নেন তখন হয়তো সব দিক থেকেই বিপদ দেন। একদিকে আপনি কয়েকদিন আগেই আপনার বাবাকে হারিয়েছেন অন্যদিকে তার শেষ সম্বলটুকু রক্ষা করতে পারলেন না জেনে সত্যি অনেক খারাপ লাগলো। এই বিপদের সময় আপনাকে সান্তনা দেওয়ার ভাষা আমার নেই তবে এতটুকু বলতে পারি ধৈর্য মানুষকে সব বিপদের হাত থেকে রক্ষা করে।

 2 years ago 

আসলেই খুব খারাপ লাগছে কষ্ট করে এতদিন অপেক্ষা করলেন কিন্তু পানি এসে সব নষ্ট করে দিয়ে গেল, কষ্ট পাবেন না আল্লাহ আপনার জন্য ভালো কিছু রেখেছেন দোয়া করি আপনার জন্য.

 2 years ago 

আপনার কথা শুনে ভীষণ খারাপ লাগলো। বিশেষ করে ঠিক বলেছেন মধ্যবিত্তরা সবকিছু দিয়ে চেষ্টা করে। আপনার বাবার চিকিৎসা এবং সংসার চালানোর সবকিছুই চেষ্টা করেছেন। তারপরেও আপনার বাবাকে বাঁচাতে পারেন। আর এখন যে আপনার বাবা রেখে যাওয়া শেষ জমিটুকুতে চাষ করেও সেটাও রক্ষা করা গেল না। বেশ খারাপ লাগলো। কিন্তু ভেঙে না পড়ে সবকিছুর মোকাবেলা করেন। দেখবেন এগিয়ে আসতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ব্যাপারটা সত্যিই কষ্টের। ধৈর্য ধারণ করতে হবে তোমাকে। সৃষ্টিকর্তা নিরাশ করবেন না। তোমাকে কঠোর পরিশ্রমী হতে হবে। উপরে যে আছেন , তিনি সব দেখেন।

 2 years ago 

ধৈর্য্য ধারণ করুণ ভাই , সব ঠিক হয়ে যাবে । হয়তো সৃষ্টিকর্তা আপনার পরীক্ষা নিচ্ছে । মানসিক ভাবে স্থির থাকুন , ভালোবাসা রইল।

 2 years ago 

আপনার পোস্টটি পড়ে খুব খারাপ লাগলো ভাই। আল্লাহর উপর ভরসা রাখুন আল্লাহ সর্বশক্তিমান। আসলে মধ্যবিত্ত সামান্য কিছু হলে অনেক কিছু হয়ে যায়। কিন্তু আপনার বাবার শেষ সম্ভাব অনেক চেষ্টা করে ও ধরে রাখতে পারেন নাই। লেখাটা পড়ে খুব খারাপ লাগলো। আল্লাহ আপনাকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। যাই হোক আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59401.87
ETH 2615.39
USDT 1.00
SBD 2.40