😍😍শারদীয় কন্টেস্ট ১৪২৮(অষ্টমী দিনের ফটোগ্রাফি)(১০%পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊😍😍

in আমার বাংলা ব্লগ3 years ago
  • শারদীয় ফটোগ্রাফি কন্টেস্ট
  • অষ্টমী
  • ফটোগ্রাফি তারিখ: ১৩-১০-২০২১
  • বুধবার

হেলো আমার বন্ধুরা সবাই কেমন আছেন।আশা করছি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি,আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি।বন্ধুরা চলে এলাম আপনাদের মাঝে কমিউনিটি কর্তৃক আয়োজিত শারদীয় ফটোগ্রাফি কন্টেস্টে।বন্ধুরা গত পোস্টে আমি ৭মী তে ঘুরে বেড়ানোর ফটোগ্রাফি শেয়ার করেছিলাম।আজকে আমি শারদীয় কন্টেস্ট এর ৮মী দিনের ফটোগ্রাফি শেয়ার করবো তাহলে চলুন শুরু করা যাক।



বন্ধুরা অষ্টমীতে আমি আমার নানার বাসার এলাকায় পুজা দেখতে গিয়েছিলাম।সেখানে বড় একটা ঘোষ বাড়ী নামক পরিবার থাকে এবং তারাই প্রতিবছর দুর্গাপূজার আয়োজন করে থাকে বেশ যাক জমক ভাবেই। তাই এখানে অনেক লোকজন দেখতে আসেন বিভিন্ন জায়গা থেকে।





গেইট

IMG_20211017_184407.jpg

এটি হলো ঘোষ বাড়ী মন্ডপে যাওয়ার গেট।রাস্তা থেকে মন্দির অবদি এভাবে তারা লাইটিং এর ব্যাবস্থা করেছিলেন।যা যেকোনো মানুষ এর ভালো লাগবে।



ব্যানার

IMG_20211017_201644.jpg

এটি হলো মন্ডপের ব্যানার।ঘোষ পরিবার নিজেরাই এই পুজার আয়োজন করেন অন্য কোনো এলাকার লোক এখানে আয়োজক হোন না।তাই ঘোষ পরিবার নিজেদের একটা ব্যানার বানিয়ে রেখেছে



ছেলে মেয়েরা দোলনায় চরেছে

IMG_20211017_184757.jpg

IMG_20211017_184814.jpg

চিত্রে ছোট ছেলে মেয়েরা একটি দোলনাতে করে ঘুরছে।এটার বিভিন্ন রকমের বসার সিট থাকে গ্রামে গঞ্জের মেলাতে এইগুলো দেখা যায়।ঘোষ বাড়ির পূজাতে ছোট আকারে মেলা বসে তাই সেখানে এটা আনা হয়েছিলো।



বেলুন ফুটানো

IMG_20211017_184722.jpg

IMG_20211017_184741.jpg

এই চিত্রে পিচতল দিয়ে বেলুন ফুটানোর দৃশ্য ছিলো এটি।গ্রামের মেলায় এগুলোর দেখা মেলে। বাচ্চারা দুই টাকা পাঁচটাকা করে দিয়ে বেলুন ফুটাই।



মা দুর্গা

IMG_20211017_184609.jpg

IMG_20211017_184620.jpg

IMG_20211017_184630.jpg

IMG_20211017_184420.jpg

চিত্রে ঘোষবাড়ীর মা দুর্গা কে দেখা যাচ্ছে।তারা তাদের নিজেদের সাধ্যের মধ্যে পুজা করেন মাঝামাঝি মানের ডেকোরেশন ও করে থাকেন।যা আশ পাশ এলাকা থেকে ভালো।উপরের চিত্রে আমি ঘোশ বাড়ীর মা দুর্গা কে দেখানোর চেষ্টা করেছি।



বন্ধুরা এই ছিলো আমার অষ্টমী তে ঘুরাঘুরির ফটোগ্রাফি আশা করবো আপনাদের ভালো লাগবে।সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আবারো দেখা হবে নতুন কোনো পোস্টে। ধন্যবাদ সবাইকে।



শারদীয় ফটোগ্রাফিকনটেস্ট
লোকেশনবাংলাদেশ
ঘোষ বাড়ীমন্দির
পরিচালকনিমাই চন্দ্র ঘোষ
ক্যামেরাঅপু এ৫এস
ক্যামেরাম্যান@ashik333
w3wordshttps://w3w.co/allotment.prolongs.hymns
Sort:  
 3 years ago 

অনেক গুছিয়ে লিখেছেন ভাই, সেইসাথে ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। দেখলাম কিছু কিছু ফটো মুখ হাইড করা আছে হয়তো পার্সোনাল সমস্যার কারণে এগুলো করতে পারেন। যাই হোক অনেক সুন্দর হয়েছে শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

দাদা নিজেই হাইড করার কথা বলেছিলেন। তাই করেছি।ধন্যবাদ আপনাকে।সুন্দর মন্তব্যর জন্য।

 3 years ago 

আপনার পোস্ট গুলো আসলেই অনেক সুন্দর ধন্যবাদ

 3 years ago 

💖💖😍

 3 years ago 

অসাধারণ ফটোগ্রাফি।এভাবেই সামনে আগায় জান

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কন্টেস্ট এর জন্য সেই পোস্ট মনে হচ্ছে সব নিয়ম মেনে পোস্ট টা হয়েছে ❣️❣️❣️❣️👌👌👌👌দোয়া রইল

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ মূল্যবান মন্তব্যর জন্য।

 3 years ago 

❤️❤️🙏🙏🙏🙏

 3 years ago 

সত্যি বলতে ভাইয়া প্রথম ফটোগ্রাফি দেখে একদম মন ছুয়ে গেল এত সুন্দর ফটোগ্রাফি করেছেন এবং বর্ণনা দিয়েছেন প্রতিটি ফটোগ্রাফি অনেক ভালো ছিল। অনেক সুন্দর ভাবে পরিবেশন করেছেন

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যর জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58560.83
ETH 2491.85
USDT 1.00
SBD 2.40