বাবাকে নিয়ে যত স্বৃতি(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊🦊

in আমার বাংলা ব্লগ2 years ago

হেলো বন্ধুরা

IMG20221019092131.jpg

সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে।আমার আজকের ব্লগে থাকছে বাবাকে নিয়ে একটি স্বৃতি ময় সময়ের কথা তাহলে চলুন শুরু করি আমার আজকের ব্লগ।

IMG20221019092021.jpg


IMG20221019092036.jpg

গত কাল মাঠে কাজ করছিলাম তো আব্বুর কথা খুব মনে হচ্ছিল আসলে বাবা মারা গেছেন আজ ৩ মাস বাবা ছাড়া আমি একদমই ছন্ন ছাড়া খুব খারাপ লাগে তবুও এভাবেই চলতে হবে।এরপরেও বাবাকে মনে পরে যায় বাবার সাথে কাটানো স্বৃতি গুলো।


গত বছর মূল কাটি পিয়াজ লাগাতে হবে জমি সব ঠিকঠাক করা আব্বু আগের দিনই ঠিকঠাক করে রেখেছিল কারণ জানে আমি এইসব করবো নানে।তবে লাগানোর কাজে আমাকেই ব্যবহার করতো।আগের দিন রাত তখন ১২ টা মতো আমি জেগেই ছিলাম আব্বু বাসায় এসে আমাক ডাকলো বললো রাসেল কইরে,, সকালে উঠে পিয়াজ গুলো লাগায়ে দিয়ে আসিস কালকে সারাদিনে ওটাই তোর কাজ ওটা করলেই এটা কিনে দিবে।আব্বু আবার আমাকে খুব লোভ দেখাতো লোভ বলতে একটা কাজ করে দিলেই এটা ওটা কিনে দিত আমার বেশ ভালোই লাগতো।আমি বললাম।ঠিক আছে তুমি লাঙল দিয়ে সারি টেনে দিয়ে এসো আমি লাগায়ে দিয়ে আসবোনে।পরের দিন আব্বু খুব ভোরে উঠেছে ফজরের নামাজ পরছে পরে মাঠে চলে গেছে আমাকে না ডেকেই গিয়ে সারি টেনে দিয়ে চলে এসেছে এরপরে বলতেছে দ্রুত লাগায়ে আসেক রোদ্র বেড়ে যাবে।আমি তরি ঘড়ি করে উঠলাম এরপরে চলে গেলাম পেয়াজ নিয়ে লাগাতে। পিয়াজ গুলো লাগায়ে চলে এলাম দেখি আব্বু বাসাতেই আছে এখনো আমাক বলতেছিল পিয়াজ লাগায়ে আসলি নাকি কোথাও ফালাইছোস আমি বললাম না লাগাইছি।এরপরে বললো মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে নে বিকেলে বাজারে আই যা লাগে নিয়ে আসিস।❤️❤️❤️
গত বছর কতো আনন্দের সাথে কাজ টা করেছিলাম আর এবছর সেই জমি সেই পিয়াজ সবই আছে আব্বু তুমি নেই।ফজরে উঠে এখন কেউ বলে না কাজ টা করে আসেক।নিজেকেই মাঠে যাইতে হয় গিয়ে তোমার মতো সারি টানতে হয় এবং একাই লাগাতে হয়।আব্বু তোমার কথা খুব মনে পরে।

এখনো তো বড়ো হই নি আমি,
ছোটো আছি ছেলেমানুষ ব’লে।❤️❤️


কুষ্টিয়া, বাংলাদেশ।
ডিভাইস, oppo a5s

Sort:  
 2 years ago 

এতদিন আপনার বাবা বেঁচে ছিলেন তাই সব দায়িত্ব উনার উপর ছিল। আসলে বাবারা নিজের কাঁধে সব দায়িত্ব তুলে নেন। কিন্তু সেই মানুষটি যখন পাশ থেকে সরে যান তখন এই পৃথিবীটা বড়ই কঠিন মনে হয়। তাই তো সব কাজ নিজেকেই করতে হচ্ছে। তবে দোয়া করি পৃথিবীর সব বাবারা ভালো থাকুক এবং তিনি পরপারে ভালো থাকুক।

 2 years ago 

জি আপু দোয়া করবেন।

 2 years ago 

ভাইয়া আপনার এই কথাগুলো পড়ে মনের অজান্তেই চোখের কোনে পানি চলে এসেছে। আসলে বাবা হচ্ছে প্রতিটি সন্তানের মাথার উপর বটবৃক্ষ। বাবার অনুপস্থিতি আপনি এখন বুঝতে পারছেন ।আপনার বাবা কতই না কাজ করত সেই মাঠ সেই পেঁয়াজ সবই আছে কিন্তু আজ আপনার বাবা নেই আজ আপনাকে কেউ ডেকে বলছে না রাসেল যাও পেঁয়াজগুলো মাঠে লাগিয়ে দিয়ে আয়। আসলে জীবন হয়তো এমনই এভাবেই প্রতিটি মানুষকে চলে যেতে হবে পরপারে।

 2 years ago 

জী আপু অনেক কষ্ট লাগে।

 2 years ago 

আসলে বাবা নামটা দুই অক্ষর হলেও দুই অক্ষর টাই যেন মাথার উপরে একটি আস্ত বটগাছ।। যা অতুলনীয় অভাবনীয় যার কথা বলে যার ভালবাসার কথা বলে আসলে কখনোই শেষ করা যাবেনা।।

আসলে মাথার উপর থেকে যার ছাদটা একবার সরে যায় সেই আসলে বুঝতে পারে পৃথিবীটা কত কষ্টের কতটা বাস্তবতা।।

বাবার উপর থাকা সব ধরনের দায়িত্ব এখন দেখছি এসে পড়েছে আপনার উপর ।আসলে কি আর করার বাবা তো নেই দায়িত্ব তো পালন করতে হবে সংসারের হাল তো ধরতে হবে।।

আপনার বাবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো সৃষ্টিকর্তা যেন তাকে পরপারে শান্তিতে রাখেন।।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া❤️

Hi, @ashik333,

Thank you for your contribution to the Steem ecosystem.

Your post was picked for curation by @rex-sumon.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

 2 years ago 

গল্পটা শুনে বুঝতে পারলাম তিন মাস হয়েছে আপনার বাবা মারা গিয়েছে ।কিন্তু আরো মজা লাগলো যে আপনি আপনার বাবার কাজ করে দিলে আপনার বাবা আপনাকে অনেক কিছু কিনে দিত ।আসলেই ছোটবেলার জীবনটা এরকমই কোন কিছু দিতে চাইলেই সেই কাজটা আগে আগে করতে ভালো লাগে, গল্পটি পড়ে অনেক মজা পেলাম।

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার লেখাগুলো পড়ে সত্যিই খুব খারাপ লাগছে ভাইয়া। আসলে যাদের বাবা নেই তারাই বুঝতে পারে এই পৃথিবী কতটা কঠিন। আপনার বাবা চলে যাওয়ার পর এখন সব দায়িত্ব আপনাকেই নিতে হচ্ছে। আসলে এটাই প্রকৃতির নিয়ম। কোন মানুষই চিরকাল বেঁচে থাকে না। তবে মানুষ বেঁচে না থাকলেও তার কিছু কিছু স্মৃতি থেকে যায়। দোয়া করি আপনার বাবা পরপারে ভালো থাকুক এবং আপনিও আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যান।

 2 years ago 

দায়িত্বের ভার খুবই বড় ভার🥺

 2 years ago 

আসলে বাবাকে নিয়ে আপনার এই স্মৃতি পড়ে খুবই খারাপ লাগলো ভাইয়া। মাঠে কাজ করতে গিয়ে কথা মনে পড়েছে আসলে বাবার সঙ্গে আগে যদি কোথাও যাওয়া হতো কিন্তু বাবার অনুপস্থিতিতে যদি আবার সেখানে যাওয়া হয় বাবার সঙ্গে কাটানো মুহূর্তটা খুবই মনে পড়ে যায়। আপনার ক্ষেত্রে তেমনটাই ঘটেছে, নিজেকে শক্ত করুন এবং ধৈর্য ধারণ করুন আর আপনার বাবার জন্য বেশি বেশি দোয়া করুন। সামনের দিনগুলো আপনার জন্য শুভ হোক।

 2 years ago 

সৃতি আমাদের সব মনে করিয়ে দেয়।ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

সত্যিই বাবা হল ছেলে মেয়েদের বড় ছায়া। গত বছর আপনার বাবা ছিল সে আপনাকে কাজের জন্য বললেন। এই বছর আপনার বাবা নেই। তিন মাস হয়ে গেল আপনার বাবা মারা গেল । এখন আপনি অনেক মিস করতেছেন আপনার বাবাকে। আল্লাহ যেন আপনার বাবাকে জান্নাত দান করুক আমিন। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দোয়া করবেন আপু।

 2 years ago 

বাবারা যেমন হোক না কেন প্রতিটা সন্তানের মঙ্গল কামনা করে তাদেরকে বট বৃক্ষের মত ছায়া দিয়ে আগলে রাখে আমরা বুঝতে পারি না তাদের ভালোবাসাটা। যখন তারা থাকেন না তখনই বাংলা বুঝতে পারি কে ছিলেন তিনি। বাবার পরবর্তী বটও ছায়া সন্তান তার পরিবারের জন্য সবার বাবা চিরদিন বেঁচে থাকে না ভাগ্যের লিখন কি আর করার নিজেকে শক্ত করে জীবন যুদ্ধ করতে হবে।

 2 years ago 

ধন্যবাদ ❤️❤️

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61497.04
ETH 2478.29
USDT 1.00
SBD 2.66