😍😍DIY-এসো নিজে করি "রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট"(১০%পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊😍😍

in আমার বাংলা ব্লগ2 years ago
  • ১৪ অগ্রাহায়ণ
  • ১৪২৮ বঙ্গাব্দ।
  • সোমবার
  • রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট

IMG_20211129_150345.jpg

হেলো বন্ধুরা

সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার নিজের হাতে বানানো খুব সাধারন একটি ওয়ালমেট আশা করছি আপনাদের ভালো লাগবে এটা। চলুন শুরু করি।



ওয়ালমেট টি বানাতে যা যআ প্রয়োজন

  • A4 রঙিন পেপার
  • মোটা কাগজ
  • কলম
  • স্কেল
  • ক্রাফট আঠা
  • সুতা
  • কেচি
  • পুথি


ধাপ-১

IMG20211129114701.jpg

IMG20211129114738.jpg

IMG20211129114747.jpg

IMG20211129114807.jpg

IMG20211129114835.jpg

IMG20211129114949.jpg

IMG20211129115030.jpg

IMG20211129115233.jpg

IMG20211129121809.jpg

IMG20211129121816.jpg

  • প্রথমে আমরা ওয়ালমেট টির জন্য আটটি ফুল বানাবো।এর জন্য আমাদের কে ৭*৭ সে.মি ৮ টি কাগজ কাটতে হবে এরপরে চিত্রে দেখানো উপায়ে ভাজ গুলো দিয়ে ফুল বানিয়ে ফেলতে হবে।ফুল বানানো হলে প্রতিটা ফুলের মাঝ খানে একটি করে পুথি আঠা দিয়ে লাগিয়ে দিব।এভাবে একই রকম আটটি ফুল বানাবো।



ধাপ-২

IMG20211129122210.jpg

IMG20211129122231.jpg

IMG20211129122408.jpg

IMG20211129122418.jpg

IMG20211129124643.jpg

IMG20211129124752.jpg

  • এরপরে আমরা ওয়ালমেট টির আরেকটি অংশ বানাবো।এটি ওয়ালমেট টির সাথে ঝুলে থাকার জন্য।প্রথমে আমরা ৩০*১০ সে.মি ৪ টি পেপার কাটবো।এরপরে লম্বা ভাবেই সেগুলোকে একটা ভাজ দিব।এরপরে কেচি দিয়ে চিত্র দেখনো জায়গাতে ফারা ফারা করে কাটবো।এরপরে আমরা কাগজটির কোনায় পুরোটা আঠা দিয়ে লাগিয়ে মাঝে একটা সুতা দিয়ে পেচিয়ে দিব হয়ে যাবে ঝুল।



ধাপ-৩

IMG20211129123626.jpg

IMG20211129123809.jpg

IMG20211129124233.jpg

IMG20211129124534.jpg

  • এবার ওয়ালমেট টির আরেকটি অংশ বানাবো এটা ওয়াল।এর উপরেই ফুল এবং ঝুল গুলো থাকবে।এটি বানাতে প্রথমে আমি চিকন করে চারটি মোটা কাগজ কেটে নিব।এরপরে সেটিকে রঙিন কাগজে মুরিয়ে দিব।এরপরে আঠা দিয়ে চারটি কাটা অংশ লাগিয়ে দিব হয়ে যাবে ওয়াল।



ধাপ-৪

IMG20211129125752.jpg

IMG20211129125756.jpg

  • এবার আচতে আচতে ওয়ালমেট টিকে সাজাবো।প্রথমে ওয়াল এর উপরে চারটি ঝুল লাগিয়ে দিব চিত্রে দেখানো উপায়ে।



ধাপ-৬

IMG20211129130234.jpg

IMG20211129130249.jpg

IMG20211129130452.jpg

  • এরপরে আট টি ফুল ওয়াল এর দুই পাশে পর পর লাগিয়ে দিব এবং হয়ে যাবে সুন্দর একটি সাধারন ওয়ালমেট।



বন্ধুরা এটি খুব সহজ এবং সাধারন ওয়ালমেট আশা করছি আপনারা চেষ্টা করলে স্টেপ গুলো দেখে বানাতে পারবেন আপনাদের সাথে আবারো দেখা হবে নতুন কোনো পোস্টে ভালো থাকবেন সবাই।শুভ কামনা।



সমস্ত ছবিরতথ্য
লোকেশনবাংলাদেশ
ক্যামেরাঅপু এ৫এস
ক্যামেরাম্যান@ashik333
w3wordshttps://w3w.co/oversleep.circus.processor
Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি করা আপনার ওয়ালমেট অসাধারণ সুন্দর হয়েছে। আপনি কাগজের কালারটি চমৎকার বেছে নিয়েছেন যার জন্য আপনার ওয়ালমেট আরও বেশি আকর্ষণীয় লাগছে ।দেয়ালে টাঙ্গানো ওয়ালমেট দেখতে খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

নিজের মতো করে চেষ্টা করেছিলাম তেমন অভিজ্ঞতা নেই। ধন্যবাদ ভালো লেগেছে জেনে খুশি হলাম।শুভ কামনা।

ভাইয়া অনেক সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন আপনি রঙিন কাগজ ব্যবহার করে। সত্যি সত্যি অনেক সুন্দর দেখাচ্ছে আপনার ওয়ালমেট। তবে প্রত্যেকটা ধাপ অনেক সুন্দর ভাবে দেখিয়েছেন। এটাও সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ এবং শুভ কামনা আপনার জন্য।

 2 years ago 

আপনি রঙিন পেপারের সাহায্যে অনেক সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো আমার আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে এবং আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভ কামনা ভাই।

 2 years ago 

অসাধারন ভাইয়া। আপনার হাতের কাজ দেখে আমি সত্যিই আনন্দিত হয়ে যাই। আপনি এত সুন্দর ভাবেই ডিজাইন করেন যা দেখে আমার মনটা ভালো হয়ে যায়। আজকের ওয়ালমেটটিও অনেক সুন্দর হয়েছে। সেই সাথে সুন্দর হয়েছে আপনার উপস্থাপনাটি। সব মিলিয়ে 100 তে 100। আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো

 2 years ago 

অসংখ ধন্যবাদ ভাই।চেষ্টা করেছিলাম কতোটা ভাল করতে পেরেছি জানিনা।আপনার জন্যও শুভ কামনা ভাই।

 2 years ago 

ভাইয়া আপনার কাগজের তৈরি ওয়ালমেটটি খুবই সুন্দর হয়েছে ।আপনি এত সুন্দর সুন্দর কালার ব্যবহার করেছেন এটি তৈরি করতে যার ফলে এটি অনেক বেশি আকর্ষণীয় লাগছে ।আমার কাছে বেশী ভালো লেগেছে ফুলগুলো। তাছাড়া আপনি এটি তৈরি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

খুব ভাল ছবির ছবি

 2 years ago 

ভাই আপনার ওয়ালমেটটি অনেক সুন্দর হয়েছে। ওয়ালমেট এ রঙিন কাগজ ব্যবহার করায় এটি বেশ ফুটে উঠেছে। ওয়ালমেট তৈরি করার প্রক্রিয়া গুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। সুন্দর একটি ওয়ালমেট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

সুন্দর গুছিয়ে মন্তব্যর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।শুভ কামনা।

আপনার তৈরি রঙিন কাগজের ওয়ালমেট টি অনেক সুন্দর হয়েছে দেখতে। প্রতিটি কাজের ধাপ খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপনি এবং কালার টা খুবই চমৎকার হয়েছে। জিনিসটি দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করবার জন্য। শুভকামনা রইল।

 2 years ago 

আপনার সুন্দর মতামত এর জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার ওয়ালমেটটি অসাধারণ হয়েছে ভাইয়া।আপনার দক্ষতার প্রশংসা না করলেই নাহ।আসলে দক্ষতা না থাকলে এমন সুন্দর জিনিস তৈরি করা সম্ভব না।প্রতিটা ধাপ সুন্দর করে উপস্থাপন করার সাথে বর্ণনাও দিয়েছেন অসাধারণ ভাবে।শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভ কামনা ভাই।

 2 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। আমার খুবই ভালো লেগেছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাব তুলে ধরেছেন। আমার অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল। ওয়ালমেটটি অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে

 2 years ago 

নীল রংয়ের ফুল গুলো আপনার তৈরি ওয়ালমেট এর সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। আপনি কিভাবে ওয়ালমেট তৈরি করেছেন তার প্রতিটি ধাপ আমাদের সাথে সুন্দরভাবে শেয়ার করেছেন যার জন্য আপনার পোস্টটি আমার কাছে বেশি ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.11
JST 0.033
BTC 63945.57
ETH 3135.76
USDT 1.00
SBD 4.00