ব্যাস্ততম একটি দিনলিপি(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊
- ১৬আশ্বিন
- ১৪২৯বঙ্গাব্দ।
- শনিবার
- ব্যাস্ততম একটি দিনলিপি
হেলো বন্ধুরা
সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগে থাকছে ব্যাস্ততম একটি দিনলিপি তাহলে চলুন শুরু করা যাক।
বন্ধুরা গতকাল ছিল শুক্রবার জুম্মাদিন ছিল।আমি কালকে প্রয়োজনিয় কাজে বের হয় সকাল সকাল।বাসা থেকে গোসল খাওয়া করেই বেরিয়ে যায় কারণ জুম্মার দিন নামাজ পরতে হবে বাইরে থেকে পরে নিব তাই রেডি হয়েই বের হয়।এরপরে নদী পার হয়ে আমি আমাদের বাজারে চলে আশি।বাজারে কাজ শেষ করলাম।তখন ১২ টা বাজে এরপরে আমি বাজারের পাশেই একটি পার্ক এ চলে গেলাম।
পার্ক এ আমি একা একা বসে আছি কেও নেই তেমন পরিচিত একা বসে গান শুনছি হঠাৎ দেখলাম আমার এক বন্ধু সেও একা বসে আছে আমাকে দেখতে পাইনি আমি তার কাছে গেলাম অনেক দিন পরে দেখা কুশল বিনিময় হলো এরপরে আমরা একটা ছাতার নিচে বসে নিজেদের অনেক গল্প করলাম।গল্প করতে করতে এদিকে খিদা লেগে গিয়েছে দুজনারি।আশে পাশে কোনো হোটেল নেই।একটা শরবত এর দোকানে গেলাম।
সেখান থেকে দুই ক্লাস শরবত খেলাম দুজন খিদে কিছুটা কুমলো এবং সতেজ হলাম।বেলা তখন ৩ টা বাজে আমি এবং আমার বন্ধু দুজনে মিলে এর পরে স্টেশনের দিকে এগোলাম এরপরে আমি চলে গেলাম আমার নানার বাসায় আর বন্ধু তার বাসায় অনেক দিন পরে দেখা পেয়ে ভালো লাগলো আর আপনাদের সাথেও শেয়ার করে ভালো লাগলো ভাল থাকবেন সবাই।ধন্যবাদ সবাইকে।








