😍😍"যে শহরে টাকা ওরে"বাংলা নাটক রিভিউ(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊😍😍

in আমার বাংলা ব্লগ2 years ago
  • ১৪ ফাল্গুন
  • ১৪২৮ বঙ্গাব্দ।
  • রবিবার
  • যে শহরে টাকা ওরে"নাটক রিভিউ

Screenshot_2022-02-27-20-14-19-85.jpg


হেলো বন্ধুরা

সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে।বন্ধুরা আজকের ব্লগে আমি একটি নাটক রিভিউ করবো নাটকটির গল্প অনেকটা বাস্তব এর ন্যায় তাহলে চলুন শুরু করা যাক।

গুরুত্বপূর্ণ তথ্য:

নাটকযে শহরে টাকা ওরে
পরিচালকসঞ্জয় সমদ্দার
অভিনয়েমোশারফ করিম,তাসনিয়া ফারিন,সামন্তি শোওমি,শহিদুল্লা সবুজ
সহকারী পরিচালকমাহাদি হাসান মেধা
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
রিলিজড২০২০ সাল

নাটক লিংক:


কাহিনী সংক্ষেপ:

Screenshot_2022-02-27-20-15-11-65.jpg

Screenshot_2022-02-27-20-14-31-14.jpg

Screenshot_2022-02-27-20-14-25-70.jpg

নাটক এর শুরুতে মোশারফ করিম(আনোয়ার) এবং একজন পরিচালক এবং অন্য একজন অভিনেতা মোশারফ করিম আলোচনা করছে এটা মূল মোশারফ করিম এর জীবনি নিয়ে।পরিচালক একটা সিনেমা বানাবে আর বানাবেই না কেনো অসাধারন দুঃখ আর হাসি দিয়ে মোশারফ করিম এর জীবনটা কিন্তু সব শেষ হয়েও হয়না।এটা নিয়েই পরিচালক এবং অভিনেতার সাথে আলাপ করছে করিম।সে তার নিজের গল্প বলতে থাকে।

Screenshot_2022-02-27-20-17-40-59.jpg

Screenshot_2022-02-27-20-17-12-64.jpg

Screenshot_2022-02-27-20-16-13-89.jpg

Screenshot_2022-02-27-20-16-08-65.jpg

Screenshot_2022-02-27-20-15-58-74.jpg


করিম একজন বড় কর্মকর্তা তার নিজের ফ্লাট এবং বউ ও বউ এর বাবা মা নিয়ে সেই ফ্লাটেই থাকেন।বউ এর বাবা মায়ের ভরন পোষন সব দায়িত্ব থাকে করিম এর।তবে তার বউ অন্য একটা ছেলের সাথে পরোকিয়া করে সেটা করিম সাহেব বুঝতে পারেনা।


গ্রামের বাসা থেকে খবর আসে করিম এর বাবা মারা গেছে এখনি তাকে যেতে হবে কিন্তু বউ ও বউ এর মা-বাবা কে বললে তারা বিভিন্ন বাহানা দেখায় করিম একায় চলে যায় গিয়ে বাবার লাশ দাফন করেন।এরপরে মাকে নিয়ে নিজের ফ্লাটে চলে আসেন।ফ্লাটে এসে একদিন তার মা পান খাওয়ার জন্য পান পিষছে।এই শব্দ নাকি তার বউ এর মায়ের কানে গিয়ে ঘুম হচ্ছে না তাই রিপোর্ট দেয় তার জামাইকে।

Screenshot_2022-02-27-20-21-47-56.jpg

Screenshot_2022-02-27-20-21-07-47.jpg

Screenshot_2022-02-27-20-20-16-39.jpg

Screenshot_2022-02-27-20-19-47-63.jpg

Screenshot_2022-02-27-20-19-28-76.jpg

Screenshot_2022-02-27-20-19-19-58.jpg

Screenshot_2022-02-27-20-18-49-24.jpg

Screenshot_2022-02-27-20-18-28-39.jpg


এরপরে করিম সাহেব তার বউ এর সামনে এসে বলে আমি নিজে গরিব ছিলাম এবং পরিশ্রম করে আজ এখানে এসেছি আর বিয়ের আগে তোমার বাবা ছিলো একজন পাটের দালাল অর্থাৎ পাট কেনা বেচার দালালি করতো।এরপরে তোমাদের বাসায় ছিলো টিনের একটা ঝুপরি বাড়ি সেই ঝুপরি থেকে তুলে এনে ফ্লাটে উঠাইলাম আর এখন পান পিষার শব্দে ঘুম হয়না হাহাহা।এভাবেই বলতে থাকে।


দুই একদিন পরে করিম একটা রেস্টুরেন্ট এ যায় এবং গিয়ে দেখতে পায় তার বউ অন্য জনের সাথে পরোকিয়া করছে সে দেখে ফেলার পরে বলে এটা আমার জাস্ট ফ্রেন্ড করিম কিছু না বলে বাসায় আসে এবং এরপরে ডিভোর্স পেপার দিয়ে দেয় এবং তাদের ডিভোর্স হয়ে যায়।এদিকে করিম মদ সিগারেট খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে।একদিন রাতে রাস্তা দিয়ে যাচ্ছে হঠাৎ সে থামে এরপরে গাড়ি থেকে বেরিয়ে বাইরে দারায়ে থাকে কোথা থেকে নুরজাহান নামের একটা মেয়ে সেজে গুজে এসে বলছে স্যার যাবেন নাকি খুশি কইরা দিমু।


করিম বলে আপনি যা ভাবছেন আমি সেরকম নই অনেক কথার পরে করিম তাকে বাসায় আনে চা খেতে দেয় অনেক কথা বলে এবং এরপরে নুর জাহান বলে স্যার দ্রুত করেন জা করবেন। কিন্তু মোশারফ করিম কিছু করে না সে কিছু টাকা দিয়ে দেয়।এর কিছু দিন পরে নুরজাহান করিম কে ফোন দেয় এবং বলে স্যার আপনে বলছিলেন না আমার কোনো গল্প আছে কিনা আপনে দেইখা যান। গিয়ে দেখে নুরজাহানের একটা মেয়ে।এরপরে আর বোঝার বাকি রইলো না কেমনে কি হইছে।মেয়েটাকে করিম নিয়ে যায় এরপরে সে নিজের মেয়ের মতো দেখে।


একদিন করিম পেট বেথা বমি করতে করতে ওয়াশ রুমে যায় গিয়ে রক্ত বমি করে এরপরে ডাক্তার এর কাছে আসলে বলে তার কিডনিতে সমস্যা।এরপরে কিডনি পাওয়া মুশকিল কিন্তু নুরজাহানের সাথে ম্যাচিং হয়ে যায় এবং নুরজাহান তাকে দেয়।আর অন্য দিকে তার আগের বউ যার জন্য সে করিম কে ছেড়ে গেছে সেই ছেলে টাকার জন্য মেরে দেয় ওই বউকে।করিম এর যেখানে অপারেশন হয়েছে সেই হাসপাতালেই ছিল লাশ টাকার জন্য লাশ নিতে পারে নাই।করিম এসে বলে আমার মতো তো আর কাউকে পাবেন না টাকা দেওয়ার লোক কিন্তু আমি ভালোবাসা মায়া দুইটাই পেয়েছি এই বলে নুরজাহান কে ধরে চলে যায়।


নিজের মতামত:

আসলে অতি লোভে তাতি নষ্ট করিম এর আগের বউ এর বাবা টাকার লোভে তার সাথে ২০ লক্ষ টাকা দেন মোহরে বিয়ে দিয়েছিল।কিন্তু একটা সময় সে বুঝতে পারে আসলে ভুল করছে কিন্তু কোনো লাভ হয়না শেষ মেষ যার জন্য চলে যায় সেই তাকে মেরে দেয় টাকার জন্য।অসাধারন গল্প একদম বর্তমানের বাস্তবতা কে তুলে ধরা হয়েছে সবার অভিনয় দারুন ছিলো আর গল্প টা অসাধারন আপনারা নিজেরা দেখলে বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন।


ব্যক্তিগত রেটিং

নাটকটিকে আমি আমার কাছে সেরা স্থান দিব আমি ১০/০৯ দিলাম


বন্ধুরা নিজের মতো করে নাটকটির গল্প সংক্ষেপে উপস্থাপন করেছি আশা করছি আপনারা বুঝতে পারবেন। আর নাটকটি দেখলে আরো ভালো ভাবে বুঝতে পারবেন।সবাই ভাল থাকবেন আবারো দেখা হবে নতুন কোনো পোস্টে।

Sort:  
 2 years ago 

ভাইয়া মোশারফ করিমের নাটকের খুব সুন্দর করে আপনি একটি রিভিউ আজকে আমাদের মাঝে উপস্থাপন করলেন। নাটকের কাহিনীতে আপনার কাছ থেকে যত টুকু শুনলাম দারুন লাগলো। নাটকটি অবশ্যই একবার দেখার আগ্রহ জাগছে এবার। ধন্যবাদ আপনাকে আপনার ব্যক্তিগত রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য ভাই।

 2 years ago 

এই নাটকটি আমি মনে হয় দশ বারের উপরে দেখেছি। একদম বাস্তব সম্মত একটি নাটক, যেখানে নায়িকা ও তার পরিবার খুব লোভী এবং তার চাহিদা অনেক বেশি অসৎ একটি লোক। প্রিয়োজন যদি খারাপ হয়ে থাকে তখন কোনো কিছুতে শান্তি থাকে না। অনেক সুন্দর একটি নাটক ছিল ।আপনার এই নাটকের নামটা দেখে আমি পুনরায় এটি দেখতে বসে গেছি এখনই।

20220227_211643.jpg

 2 years ago 

মোশারফ করিমের নাটক গুলো আমার কাছে খুবই ভালো লাগে। মোশারফ করিম নাটক এর চরিত্র কে খুব ভালোভাবেই ফুটিয়ে তুলতে পারে। তেমনি আপনার রিভিউটি পড়ে বুঝতে পারলাম এই নাটকটি ও সে খুবই ভালোভাবে ফুটিয়ে তুলেছে। নাটকের কাহিনী আমার কাছে খুবই ভালো লাগলো সময় করে নাটকটি দেখে নেব। ধন্যবাদ ভাই এত সুন্দর করে নাটকটির রিভিউ দেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74