দেশি মুরগির মাংসের রেসিপি

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️
কেমন আছেন আমার ব্লগ কমিউনিটির বাংলাদশী এবং ইন্ডিয়ান বন্ধু -বান্ধবীগণ? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আশীর্বাদ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ব্লগ হলো একটি রান্নার রেসিপি ব্লগ। আপনাদের মাঝে আজ সুস্বাদু দেশি মুরগির মাংসের রেসিপি শেয়ার করতে যাচ্ছি । চলুন দেখে নেওয়া যাক রান্না করার প্রক্রিয়াটি-

❤️পরিবেশন লুক❤️

1000000750.jpg

❤️ প্রয়োজনীয় উপকরণ ❤️
উপকরণপরিমাণ
মুরগির মাংস১ কেজি
সয়াবিন তেলপরিমাণ মতো
হলুদ গুঁড়াপরিমাণ মতো
মরিচের গুঁড়াপরিমাণ মতো
ধনিয়া গুঁড়াপরিমাণ মতো
পেঁয়াজ৫ টি
রসুন১ টি
আদাঅল্প পরিমাণ
এলাচ৫ টি
দারুচিনি৪ টি
জিরাপরিমাণ মতো
তেজপাতা৩ টি
লবণপরিমাণ মতো

ধাপ-১

1000014777.png

প্রথমে কিছু উপকরণ ( যেমন:পেঁয়াজ, রসুন,আদা,জিরা ) বেঁটে নিতে হবে। এরপর কড়াই হালকা গরম করে নিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে বাঁটা মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে তাতে মুরগির মাংসগুলো দিয়ে দিতে হবে। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুড়া,স্বাদ মতো লবণ,এলাচ,দারুচিনি, তেজপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ।

1000014780.png

ধাপ-২

এবার হালকা একটু পানি দিয়ে মাংসগুলো ২০ মিনিট ধরে কষিয়ে নিতে হবে। এখানে ছোট্ট একটি উপায় মনে রাখবেন মাংসগুলো যতক্ষণ কষানো যাবে রান্নায় তত স্বাদ বেড়ে যাবে।

1000014782.png

ধাপ-৩

এবার মাংসগুলো কষানো শেষে একটু বেশি পরিমাণ পানি দিবেন যাতে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়। তারপর আপনি কয়েকটা এলাচ ও কিছু পরিমাণ জিরা নিয়ে হালকা চুলার আঁচে কাঠ খোলায় ভেজে নিবেন। কাঠখোলা বলতে তেল ছাড়া ভেজে নেওয়াকে বোঝায়।

1000014786.png

ধাপ-৪

এবার মাংসের মধ্যে বাটা মশলা দিয়ে ১০ মিনিট পর্যন্ত রান্না করে নিবেন ঝোল কমে আসা পর্যন্ত। এরপর চুলা বন্ধ করে দিবেন। এভাবে খুব সহজেই রেসিপিটি প্রস্তুত হয়ে গিয়েছে।

1000014788.png

ধাপ-৫

এবার একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি মজাদার এই মুরগির মাংসের রেসিপি।

73b0ceed-115f-4e16-89d9-e08b94d96e7f-1_all_258.jpg

1000000750.jpg

73b0ceed-115f-4e16-89d9-e08b94d96e7f-1_all_257.jpg



ধন্যবাদ আপনাদের সকলকে আমার ব্লগটি আগ্রহ সহকারে পড়ার জন্য। খুব শীঘ্রই আরো নতুন কিছু রেসিপি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন। সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।
রেসিপি ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসঅপো এ ফাইভ সেভেন
পোস্টের ধরণরেসিপি পোস্ট
ফটোগ্রাফার@arpita007

❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি অর্পিতা নওশীন তিশা। আমার জাতীয়তা বাংলাদেশী। আমি বর্তমান অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি।আমার বাংলা ব্লক কমিউনিটির সাথে কিছুদিন আগে যুক্ত হয়েছি। আমার শখের মধ্যে আমি রান্না করতে ভালোবাসি। তাছাড়াও গল্পের বই পড়তে , গান শুনতে ,মুভি দেখতে এবং আর্ট করতে ভালোবাসি।

Post by-@arpita007
Date-10th September


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

❤️আল্লাহ হাফেজ❤️

Posted using SteemPro Mobile

Sort:  
 2 months ago 

উপকরণের জায়গায় মার্ক ডাউনের কিছুটা ত্রুটি হয়েছে আপু। দেশি মুরগির মাংসের রেসিপি দুর্দান্ত হয়েছে। মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 months ago 

ধন্যবাদ আপনাকে। আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য। পরবর্তীতে আরো সতর্ক থাকবো যাতে পুনরায় একই ভুল না করি। ভবিষ্যতে এভাবে আমার ভুলগুলো ধরিয়ে দিয়ে পাশে থাকবেন।

 2 months ago 

খুবই ভালো লাগলো আপু আপনার রেসিপিটা। দেশি মুরগির মাংস খেতে আমার ভীষণ ভালো লাগে। আপনি খুবই যত্ন সহকারে সুস্বাদু ভাবে রেসিপিটা তৈরি করেছেন। শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 months ago 

আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ আপু♥️।

 2 months ago 

আপনি দারুণ একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করছেন। দেশি মুরগির মাংস আমরা সবাই অনেক পছন্দ করি।আপনার রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে রান্না টি সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 months ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে। আপনার মূল্যবান মতামতের জন্য।

 2 months ago 

দেশি মুরগির মাংসের মজাদার রেসিপি দেখলেই জিভে জল চলে আসে। খুবই মজাদার একটা রেসিপি তৈরি করেছেন, দেখেই জিভে জল চলে আসলো। এরকম মজার মজার রেসিপি গুলো দেখলে ইচ্ছে করে খেয়ে নিতে। দেখে তো মনে হচ্ছে এটা অনেক সুস্বাদু হয়েছিল আর খেতেও ভালো লেগেছে। দেশি মুরগির মাংসের স্বাদ হয়ে থাকে একেবারে ভিন্ন। রেসিপি টার পরিবেশন অনেক সুন্দরভাবে করেছেন, দেখেই ইচ্ছে করছে এখন খেয়ে নিতে।

 2 months ago 

জ্বি আপু খেতে সুস্বাদু হয়েছিল। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ আপু ♥️।

 2 months ago 

নতুন মেম্বার হিসেবে খুব সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে তৈরি করে দেখানোর চেষ্টা করেছেন। আপনার চমৎকার এই রেসিপি তৈরি করতে দেখে আমি মুগ্ধ হয়েছি। অনেক অনেক ভালো লাগলো আপনার রেসিপি তৈরি করা দেখে। আশা করি অতি সহ্য ছিল আপনার এই রেসিপি।

 2 months ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

মজার মজার খাবার খেতে পছন্দ করে না এরকম মানুষ তো একেবারে কম রয়েছে। আমার তো মনে হয় একটাও নেই। আমরা সবাই কিন্তু মজার মজার খাবার খেতে অনেক পছন্দ করি। এ ধরনের রেসিপি গুলো দেখলেই খেতে ইচ্ছে করে শুধু। তেমনি আপনার রেসিপিটা দেখে আমার অনেক লোভ লেগেছে। আর ইচ্ছে করছে খেয়ে নিতে। ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 months ago 

জ্বি ভাইয়া ঠিক বলছেন খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে ই পাওয়া যাবে না। আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 months ago 

দেশি মুরগির মাংস খেতে খুবই ভালো লাগে। দেশি মুরগির মাংস একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। এমন মজাদার রেসিপি খেতে সবসময়ই ভালো লাগে। আপনি আজ দেশি মুরগির মাংসের খুবই মজাদার রেসিপি শেয়ার করেছেন। আপনার উপস্থাপনা লোভনীয় হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 months ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু ♥️।

 2 months ago 

দেশি মুরগির মাংস খেতে আমার খুবই ভালো লাগে।আজ আপনি খুবই মজাদার একটি মুরগির মাংসের রেসিপি তৈরি করেছেন।আপনার তৈরি করা রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে।দেখতেও বেশ লোভনীয় লাগছে।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

ধন্যবাদ আপু ♥️।

 2 months ago 

দেশি মুরগির মাংস খেতে আমরা সকলেই পছন্দ করি। আর আপনিও খুবই চমৎকার রেসিপি তৈরি করেছেন। দেখে মনে হচ্ছে খেতে বেশ ভালো হয়েছিল। অনেক লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন আপনি।

 2 months ago 

জ্বি আপু খেতে অনেক ভালো হয়েছিল। সুন্দর মন্তব্যে করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু ♥️।

 last month 

ওয়াও আপনি লোভনীয় একটি রেসিপি পোস্ট শেয়ার করেছেন।এককথায় বলতে গেলে জিভে জল আনার মত রেসিপি।ছবি দেখে বুঝতে পারলাম খেতে খুব ভালো হয়েছিল রেসিপিটি।আপনি ধাপগুলো খুব সুন্দর করে বর্ণনা করেছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last month 

সুন্দর মন্তব্যে করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু ♥️।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.20
JST 0.034
BTC 89969.67
ETH 3082.69
USDT 1.00
SBD 2.92