আমার পরিচিতিমূলক পোস্ট
আসসালামুআলাইকুম/আদাব। আমার বাংলা ব্লগ কমিউনিটির বন্ধু -বান্ধবীগণ কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার পরিচয় পর্ব উপস্থাপন করছি আপনাদের মাঝে।
আমার নাম অর্পিতা নওশিন তিশা। আমার বয়স ২০ বছর। আমার জাতীয়তা বাংলাদেশী।আমার ইউজার আইডি @arpita007।২০২০ সালে আমি এস.এস.সি পাস করি বিজ্ঞান বিভাগ থেকে এবং ২০২২ সালে এইচ.এস.সি পাস করি ও বিজ্ঞান বিভাগ থেকে।বর্তমানে আমি অনার্স প্রথম বর্ষে পড়াশুনা করছি সরকারি রাজেন্দ্র কলেজ পদার্থবিজ্ঞান বিভাগে। গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকুপায়।তবে দীর্ঘদিন ফরিদপুর শহরে অবস্থান করছি বাবার কর্মসূত্রে।আমার বাবা একজন বেসরকারি চাকুরীজীবী।তিনি ব্র্যাক এনজিওতে শাখা ব্যবস্থাপক পদে কর্মরত রয়েছেন দীর্ঘদিন যাবৎ।
আমার শখ:আমি রান্না করতে ভালোবাসি।যেকোনো নতুন নতুন আইটেম তৈরি করতে ভালোবাসি।তাছাড়া বিভিন্ন গল্পের বই পড়তে এবং মুভি,নাটক দেখতে ভালোবাসি।
স্টিমিট সম্পর্কে কিভাবে জানলাম?
আমার বড় বোনের মাধ্যমে এই প্লাটফর্ম সম্পর্কে জানতে পারি।আপুর ইউজার আইডি @rahnumanurdisha।গত দুই বছর যাবৎ আপু এখানে রয়েছে।প্রতি বৃস্পতিবার হ্যাং আউট অনুষ্ঠান প্রায় উপভোগ করা হতো। সেখানে থেকেই ইচ্ছা ছিল একদিন আমার বাংলা ব্লগের সাথে যুক্ত হওয়ার।এতদিন পড়াশুনার চাপের জন্য সুযোগ হয়ে ওঠেনি।এখন যেহেতু অনেকটা ফ্রি সময় কাটানো হয়, তাই ভেবেছি আপনাদের সাথে আনন্দ মুহূর্ত গুলো ভাগ করে নেওয়ার।সকল ক্রিয়েটিভ ইউজারদের পোস্ট গুলো মাঝে মাঝে আপুর মাধ্যমে দেখা হতো এবং সেগুলো থেকে অনুপ্রাণিত হয়ে ব্লগিং পেশাকে পড়ালেখার পাশাপাশি বেছে নেওয়ার প্রচেষ্টা ।
আমি স্টিমিটে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে ইচ্ছুক।আমি এই প্লাটফর্মে নতুন,তাই আমার খুব ভালো ধারণা নেই এই সম্পর্কে। সবাই আমার পাশে থেকে সাহায্য করবেন এবং আমার কোন ভুল হলে ধরিয়ে দিবেন । সকলের জন্য আমার পক্ষ থেকে অনেক শুভকামনা ও দোয়া রইলো ।সবাই আমার জন্য ও দোয়া করবেন যেন আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে নিয়মিত কাজ করতে পারি ।
Hello welcome to Steemit world!
I'm @steem.history, who is steem witness.
This is a recommended post for you.Newcomers Guide and The Complete Steemit Etiquette Guide (Revision 2.0) and, recommended community Newcomers Community
I wish you luck to your steemit activities.
(The bots avatar has been created using https://robohash.org/)
@steem.history
My witness activity
Reference
SPUD4STEEM project
My featured posts
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
স্টিমিটে আপনাকে স্বাগতম। আপনার লেখা পড়ে ভালো লাগলো। খুব গুছানো। আপনার মতই মিষ্টি।
আমিও নতুন এখানে। #abb-school এর ক্লাসগুলো অবশ্যই করবেন। খুব শীঘ্রই আপনার মত নতুনদের নিয়ে ক্লাস শুরু হবে। ডিসকর্ডে নজর রাখবেন।
দিশা আপু আমাদের সবারই অনেক প্রিয়। দিশা আপুর ছোট বোন আপনি জেনে অনেক ভালো লাগলো আপু। আশা করছি আপনি আপনার বোনের মতোই নিজের প্রতিভা এবং দক্ষতা আমাদের মাঝে প্রদর্শন করবেন। অনেক অনেক শুভকামনা রইলো আপু।
আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম আপু।আপনি দিশা আপুর রেফারেন্সে আসছেন খুবই ভালো। দিশা আপু আমাদের সবার প্রিয় একজন মানুষ। যাইহোক আশা করছি আমার বাংলা ব্লগের সব কিছু নিয়ম মেনে আমাদের সাথে যুক্ত হবেন।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
স্বাগত আমার বাংলা ব্লগে। @rahnumanurdisha আপনি কি ওনাকে চেনেন?
স্টিমিট প্ল্যাটফর্মে বাংলা ভাষার সর্বপ্রথম ও একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"-এ আপনাকে সুস্বাগতম
➤ আমার বাংলা ব্লগের যাত্রা শুরু......
➤ "আমার বাংলা ব্লগ" -এর governance এর উপর সংক্ষিপ্ত আলোকপাত
"আমার বাংলা ব্লগ"-এর সদস্য হওয়ার জন্য নিম্নলিখিত গাইডলাইনস ফলো করুন:
☑ পরিচিতিমূলক পোস্ট করা বাধ্যতামূলক। যেখানে আপনার Steemit ID, "আমার বাংলা ব্লগ" এবং তারিখ একটি কাগজে লিখে সেটি হাতে নিয়ে সেলফি Verification পোস্টের সাথে দিতে হবে। পোস্টের প্রথম ট্যাগ হিসেবে #abb-intro ব্যবহার অবশ্যক। বিস্তারিত জানতে পড়ুন... "আমার বাংলা ব্লগে" ভেরিফিকেশন পোস্ট করার কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী
☑ নিয়মিত পোস্ট করা। প্রতিদিন করা সম্ভব না হলে সপ্তাহে অন্তত তিনদিন পোস্ট করবেন।
☑ নিজের পোস্টে অন্য ব্লগারদের করা কমেন্টে ৩-৪ দিনের মধ্যে রিপ্লাই দেবেন ।
☑ নিয়মিত যতগুলি সম্ভব অন্যদের ব্লগারদের পোস্ট পড়বেন। কারো পোস্ট ভালো লাগলে এড়িয়ে যাবেন না, সেই পোস্টে আপভোট এবং কমেন্ট করে সাপোর্ট করবেন। আপনার ক্ষুদ্র সাপোর্ট যে কোন অথরের কাছে অনেকটা।
☑ অন্য ব্লগারদের পোস্টে গঠনমূলক সমালোচনা বা আপনার ভালো লাগা-মন্দ লাগা কমেন্টের মাধ্যমে প্রকাশ করবেন।
☑ মাঝে মাঝে উপকারী পোস্টগুলি বা ভালো মানের পোস্টগুলি re-steem বা re-blog করবেন ।
☑ আমাদের কম্যুনিটির সম্মানিত অ্যাডমিন বা মডারেটর প্যানেলের সাথে সহযোগিতামূলক আচরণ করবেন।
☑ আমাদের কমিউনিটির Discord সার্ভারে একটিভ থাকার সর্বোচ্চ চেষ্টা করবেন ।
👉 "আমার বাংলা ব্লগ" এর নিয়মাবলীর সর্বশেষ আপডেট
👉 ""আমার বাংলা ব্লগ" এর Privacy Policy-র সর্বশেষ আপডেট
👉 কিভাবে খুব সহজে Discord Account খুলবেন।
👉 "আমার বাংলা ব্লগের" অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ কমিউনিটি পোস্টগুলির হাইপার লিঙ্কগুলির আর্কাইভ
👉 আমাদের discord চ্যানেলে কন্টাক্ট করুন :
জি দাদা আমার ছোট বোন।
উনি আমার আমার বাংলা ব্লগের ডিসকর্ড সার্ভারে নেই। ওনাকে জয়েন হওয়ার জন্য অল্প সাহায্য করবেন।
জি দাদা ।আমাদের এখানে নেট ইস্যু চলছে ঠিক হলেই জয়েন হবে,ধন্যবাদ আপনাকে।