শিবপূজায় কাটানো মজার সময় একইসাথে নারীশক্তির প্রশংসা করছি
পূজা মানে বাঙালির আনন্দের সীমানা অতিক্রম করার সময়। আর শিব পূজা মানে মেয়েদের কাছে আরো একটা বিশেষ দিন। এই বিশেষ দিনের কথা যখন বলছি তাহলে বিশেষ দিনের একটা বিশেষ ছবি দেখেই নি।
প্রথমত আমার শিব পূজার দিন কোথাও বেরোনোর কোনো ইচ্ছাই ছিল না কিন্ত কোনো একটা কারনবশত বেরোনো লাগে। যাক বাসার সকলে একসাথে বেরোলাম ছোট ভাইরা উপবাস ছিল এজন্য।
বেরোয়ে লোকজন দেখে পূজা পূজা ফিল হচ্ছিল। কিন্ত যখন পূজা মন্ডপে গেলাম লোকের ভিড় দেখে পুরো অবাক। এত বড় সারি আমি লাইফে কখনো দেখি নি।
এই ভিড় ঠেলে নাকি শিবের মাথায় জল ঢালতে হবে। ঐইদিন দেখলাম আসলে শিব ঠাকুরকে মেয়েরা কতটা ভালোবাসে । এটা দেখে ভালো লাগছিল কিন্ত এটাও ভাবছিলাম এত ভিড় ঠেলে উপবাস থাকা মেয়েরা কখন শিবের মাথায় জল দেবে?
একথা ভাবতে ভাবতে একটা মেয়ে দেখি দৌড়ে আলাদা এক পাশে চলে যাচ্ছে। কিছুক্ষণ বাদে দেখলাম ও খুব অসুস্থ হয়ে পড়ছে ভাবলাম সাহায্য করি কিন্ত মেয়ে মানুষ বলে সাহস করে এগোলাম না। তারপর দেখি ও মা এসে ওকে ধরল এবং একটা পাশে নিয়ে গেল ।
আমি তখন ভাবছিলাম মেয়েরা নির্জলা উপবাস কত কষ্ট করে থাকে।
এরপর একটু ঘোরাঘুরি করলাম আর কিছু ছবি তুললাম ।
প্রায়ই নিজেদের ছবি বেশিই তুলি তাই ভাবলাম নিজেদের ছবি না তুলে একটু অন্য ছবি ও তুলি তাই বটগাছটার ছবি তুললাম। কারণ বটগাছটাকে আসাধারণ লাগছিল। আর গাছের নিচে জ্বলা মোমবাতিগুলো দেখে মনে হচ্ছিল জীবনের আলোটা আজ নতুনরূপে আবির্ভাব হতে চলেছে।
অবশেষে বটগাছটাকে প্রণাম করে একরাশ বুকভরা আশা নিজে বাসার দিকে রওনা হলাম।
ধন্যবাদ সবাইকে।
সবার জন্য অনেক অনেক ভালোবাসা।