বোনের হাতের রান্না

বোনের হাতের রান্না

আসসালামুয়ালাইকুম আমার বাংলাব্লগের বন্ধুগণ। আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ তায়ালার অশেষ কৃপায়। আজকে আমি আমার এক নতুন অনুভূতি আপনাদের সঙ্গে সেয়ার করবো।

বাড়ি থেকে পাঠানো মা বোনের হাতের সুন্দর রান্না

IMG20210820194956.jpg

ভালোবাসার স্থান এবং ভালোবাসার প্রতিটি মুহূর্ত পরিবার এবং পরিজনের মাঝেই নিহিত আছে। পরিবার থেকে যে ভালোবাসা পাওয়া যায় এটা হচ্ছে খাঁটি ভালোবাসা এখানে কোনো খাদ থাকে না।পরিবারের প্রতিটি সদস্যই একটা ভালোবাসার প্রতীক। তাদের কাছে কোন কিছু চাওয়া-পাওয়া এবং স্বার্থ থাকে না। তাদের কাছে থাকে শুধু ভালো থাকা এবং ভালো রাখার বিষয়টি, যা মানুষকে মহান করে তোলে।পরিবারের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত যেন একাটা ভালোবাসার আড্ডাখানা হয়ে যায়। সত্যিই পরিবার একটি আল্লাহ তাআলার অমূল্য দান।মানুষের চিন্তা-ভাবনা পরিবর্তন তখনই আসে যখন তার বয়স ২৫ পেরিয়ে যায়।বয়সন্ধিকালে অনেক কিছুই মাথায় আসে তবে সেগুলো রঙিন হয়ে থাকে।রঙিন সময়টি যে ভালোভাবে কাটিয়ে উঠতে পারে সে জীবনের স্বাদ গ্রহণ করতে পারে। যে এই রঙিন আপনার মাঝে থেকে যায় সে জীবনের স্বাদ গ্রহণ করতে পারে না। কারণ এই বয়সে আসে নানান বাধা নানান যন্ত্রনা যেগুলো উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যেতে হয়।

তবে পরিবারের প্রকৃত ভালোবাসা টিকে রাখতে হলে আমাদের জীবনের প্রত্যেকটি পদক্ষেপ চিন্তাশীল হতে হবে। না হলে জীবনে হোঁচট খেয়ে পড়ে থাকতে হবে ড্রেনের মাঝে যদিও শুনতে খারাপ কিন্তু এটাই বাস্তবতা। বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে জীবনে রঙিনতাকে কাটিয়ে ওঠার ক্ষমতা থাকতে হবে নয়তো জীবন হয়ে যাবে অসহায় এবং নিভৃত।সামাজিকরণ এর প্রধান মাধ্যম হচ্ছে পরিবার। এই পরিবার থেকেই বেড়ে ওঠা থেকে শুরু করে আমাদের জীবন চলার পথটি শোষিত হয়।

ভালো থাকুক প্রত্যেকটি পরিবার এবং পরিবারের সদস্যগণ। যেন যেই সময় দুনিয়াতে থাকবে তাদের মাঝে ভালোবাসাটুকু বজায় থাকে।

Sort:  
 3 years ago 

মুরগির মাংস, ভালো রান্না হয়েছে মনে হচ্ছে। বাড়ীর রান্নার স্বাদটা বেশী ভালো লাগে।

জি আপু একদম ঠিক কথা বলেছেন।

 3 years ago 

ভাইদের প্রতি বোনদের ভালবাসা এইভাবেই বজায় থাকুক। বোনকে ভালবেসে আগলায় রাখুন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65733.39
ETH 3506.40
USDT 1.00
SBD 2.51