মায়ের কাছে সন্তানের চিঠি

পৃথিবীতে সুন্দর বলে যদি কিছু থাকে সেটা মায়ের মুখের হাসি।

Screenshot_2021-06-04-20-23-29-29.png

প্রিয়
মা,

প্রথমে আমার সালাম নিও। মা আমি তোমার ভালো থাকার আশা করতে পারলাম না।''আশা করি ভালো আছো''!মা'গো আজ সকালে ঘুম থেকে উঠে পড়ার টেবিলে বসতে চেয়েও বসতে পারিনি কেমন যেন মনের মাঝে অশান্তি লাগছিল।মোবাইল হাতে নিয়ে মেসেঞ্জারে গেলাম তখনই বড় আপার মেসেজ ভেসে উঠলো। আমি মেসেজ দেখেই বুঝতে পারছিলাম আমার মনের অশান্তির কারণ। আপা লিখেছিল মা অসুস্থ, বুকটা কেঁপে উঠল! মায়ের অসুস্থতায় টাকা পয়সা দিতে পারছিনা। এখনো অর্থ উপার্জন করি না আমার বয়স ২২ বছর শুধু পড়াশোনা নিয়েই ব্যস্ত।জানিনা কবে কি করতে পারব!? অনেক চিন্তা করে নিজে কিছু করার চিন্তা করি এবং একটি পথ ইতিমধ্যেই পেয়েছি । মা'গো আমি তোমার ছেলে তোমার মনের মাঝে যেমন কোন কষ্ট খুব গভীরে থাকে প্রকাশ করো না, তেমন আমার মাঝেও অনেক কষ্ট আজও পরিবারের সাহায্যে আসতে পারলাম না!

তোমার আদরের সন্তান তোমার কাছে দোয়ার দরখাস্ত দিল দোয়া করিও যেন খুব তাড়াতাড়ি ভালো কিছু কাজ পেয়ে যায়।

ইতি তোমার আদরের সন্তান
আলমগীর কবির

Sort:  

প্রার্থনা করি আপনার মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। সেই সাথে পৃথিবীর সব মা- ই যেন ভালো থাকে এই প্রার্থনা করি।

ধন্যবাদ আপনাকে।

আমি বাংলাদেশের Steemit ব্যবহারকারীদের তথ্য বিশ্লেষণের জন্য একটি গুগল ফর্ম ডিজাইন করেছি। অনুগ্রহ করে উক্ত গুগল ফর্মে আপনি আপনার তথ্যাবলি সংযুক্ত করুন। বিস্তারিত জানতে দয়া করে এই পোস্টটি দেখুন।

ফর্ম লিংক: https://forms.gle/w2a4FtCVarnRUP5f8

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60270.61
ETH 2411.66
USDT 1.00
SBD 2.43