ট্রেন ভ্রমণ

received_901874013780565.jpeg
বাসা থেকে যেকোনো জায়গায় যাওয়া হল সাধারণত বাস,অটো কিংবা সিএনজি চলে যাওয়া হয়। আমার বাড়ির কাছাকাছি রেল লাইন নেই বিধায় ট্রেনের যাত্রা খুব কমই হয়। আমরা সাধারণত যে জিনিসটা পাইনা, তার প্রতি আগ্রহ একটু বেশি থাকে। সচরাচর যে ভ্রমণের সুযোগ না থাকায়, ট্রেন ভ্রমণ এর কথা শুনলে মন আনন্দে নেচে ওঠে।

অনেকদিন পর হঠাৎ করে বন্ধুরা মিলে পরিকল্পনা করে ট্রেন ভ্রমণ করলাম। গন্তব্যে যাওয়া প্রধান উদ্দেশ্য নয়, বরং ট্রেন ভ্রমনই ছিল মুখ্য উদ্দেশ্য।ট্রেন ছিল সকাল ৮ টায়। আগের দিন রাত থেকে মনের ভেতর একটা উত্তেজনাপূর্ণ ভাব কাজ করছিল। আমরা পাঁচজন মিলে ট্রেন ভ্রমণ করার পরিকল্পনা করেছিলাম। প্লান মতাবেক পরের দিন সকাল 6 টায় ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে শেষ হয়ে খাওয়া-দাওয়া করে বেরিয়ে পড়লাম আমাদের উদ্দেশ্য সফল করতে। সকাল 7:30 এ আমরা স্টেশনে পৌঁছালাম। স্টেশনে গিয়ে দেখি অনেক লোকজন ট্রেনের জন্য অপেক্ষা করছে। ট্রেন সকাল আটটায় আসার কথা থাকলেও 15 মিনিট দেরি করে আসলো। ট্রেন থেকে লোকজন নেমে যাওয়ার সাথে সাথে সবাই দ্রুততার সঙ্গে ট্রেনে ওঠার চেষ্টা করছে। আমরা প্রথম দিন হয় সবাই উঠে যাওয়ার পরে আমরা ট্রেনে উঠলাম। ট্রেনে উঠে দেখি আমাদের আসনগুলোতে অন্যান্য লোকজন বসে আছে। পরে আমরা আমাদের টিকিট দেখাতেই লোকজনরা সিট ছেড়ে দিল। এরপর ট্রেন চলতে লাগলো। বিভিন্ন স্টেশনে ট্রেন থামতেই বিভিন্ন ধরনের হকার ট্রেনে উঠে তাদের নিজ নিজ পণ্য বিক্রির জন্য লোকজনদের বিভিন্ন ধরনের হাস্যরসাত্মক কথা শোনাতে লাগলো। বিষয়টা আমরা বেশ ভালোভাবেই উপভোগ করলাম। আবার স্টেশনগুলোতে থামাতেই আমরা নাস্তা করে নিলাম। এভাবে চলতে চলতে পঞ্চম স্টেশনে আমাদের গন্তব্য স্থল এসে পৌছালাম।

সব মিলে আমাদের ট্রেন ভ্রমণ বন্ধু ছিল না, বরং আমরা খুব ইনজয় করেছি আমাদের সম্পূর্ণ ট্রেন ভ্রমণটা। ট্রেন ভ্রমণ সত্যিই খুব মজার। কারণ বাসে কিংবা অন্য কোন যানবাহনে যাওয়ার সময় যে ঝাকি গুলো হয়, ট্রেনের ক্ষেত্রে তা হয় না।

received_999334180832740.jpeg

Sort:  

আপনার ট্রেনের ভ্রমণটা অনেক সুন্দর ছিল এবং আপনে অনেক সুন্দর ভাবে বুঝিয়েছেন। তবে আপনে যদি আপনার পোষ্টটে আরও কিছু ছবি ব্যবহার করতেন তাহলে পোষ্টের গুণোমান বৃদ্ধি পেতো এবং অবশ্যই আপনাকে w3w link টা ব্যবহার করতে হবে। আশা করি এতে আপনার পোষ্টের কোয়ালিটি বৃদ্ধি পাবে।
পোষ্টটা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভ কামনা রইল।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

ভাই আপনি যে ট্রেন ভ্রমণ করেছেন তার কোনো প্রমাণ নেই😄।আপনার উচিত ছিল ট্রেনের ছবি দেওয়া। হতে পারে আপনি ট্রেন স্টেশনে গিয়েই ভ্রমনের বর্ণনা দিয়েছেন😁(জাস্ট ফান don't mind).

অনেক সুন্দর বর্ণনা দিয়েছেন কোয়ালিটি ফুল পোস্ট তৈরির জন্য আরো কিছু ছবি যুক্ত করবেন ছবি গুলো লোকেশন যুক্ত করবেন।এটা আপনার পোষ্টের গুণগত মান বৃদ্ধি করবে।

শুভ কামনায় @sabbirrr

 3 years ago 

আপনার ট্রেন ভ্রমণের আলোচনা টা ভালোই লাগল। আমি প্রায় প্রতিদিনই ট্রেনে উঠতাম একসময়। ভাইয়া ট্রেন ভ্রমণের আরও কিছু ছবি যোগ করলে আপনার পোস্ট টা আরও ভালো হতো। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 66982.11
ETH 2591.90
USDT 1.00
SBD 2.67