পৃথিবীর জন্য প্রথম সৃষ্টি 'কলম'

পৃথিবীর জন্য প্রথম সৃষ্টি 'কলম'

IMG20210803001629.jpg

আমার বাংলা ব্লগের বন্ধুগণ আশা করি আপনারা সকলেই আল্লাহ তায়ালার অশেষ কৃপায় অনেক ভালো আছেন। আল্লাহ্ তায়ালা আপনাদের সুস্থ্য রাখুক রি কামনায় করি।

আজকে আমি কি নিয়ে কথা বলবো সেটা ক্যাপশন দেখেই হয়তো বুঝে ফেলেছেন। কিন্তু আমি চেস্টা করবো আপনাদের কিছু ভালো তথ্য প্রদানের জন্য যদিও আপনারা অনেকেই অবগত আছেন। চলুন শুরু করা যাকঃ

মানুষকে সৃষ্টি করার আগে প্রথমে কলম সৃষ্টি করা হয়েছে এখানে অনেক মতভেদ থাকলেও এটাই সত্য যে সবকিছু সৃষ্টি করার আগে সৃষ্টিকর্তা কলম আগে সৃষ্টি করেছেন। পৃথিবীতে আল্লাহ পর্যায়ক্রমে তার সৃষ্টির নিদর্শনগুলো পাঠিয়েছেন সেগুলোর মাঝে মানুষ অন্যতম। মানুষকে শিক্ষা দেওয়ার জন্য কলমের প্রয়োজন। কলমের কালি ব্যবহার করে একজন বিচারক একজন ক্রিমিনালের ফাসি দিতে পারে তেমনি, অন্যায় চাপিয়ে অপব্যবহারও করতে পারে।

আমরা বলে থাকি যার মাঝে শিক্ষা নাই সে পশুর সমান। পশুর যেমন হিতাহিতজ্ঞান থাকে না, তেমন একজন জ্ঞানহীন মানুষের ক্ষেত্রেও তাই।শিক্ষা মানুষের মাঝ থেকে বৈষম্য দূর করে যদি সেটা সুশিক্ষা হয়ে থাকে।সুশিক্ষায় শিক্ষিত হতে গেলে মায়ের থেকে শিক্ষা কিছু বুলি এবং একটা কলমই যথেষ্ঠ।মানুষের হাতে-কলমে শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্যই আল্লাহ তাআলা কলম সর্বপ্রথম সৃষ্টি করেছেন।শিক্ষা বিষয়ক ক্ষেত্রে কলম এর গুরুত্ব অপরিসীম কলম একজন শহীদের রক্তের চেয়েও দামি।

আজকে আমরা শুধু আমাদের দেশ নয় পৃথিবীর দিকে তাকালে দেখতে পাবো সর্বত্রই কলমের অপব্যবহার চলছে অর্থাৎ এখানে আমি বুঝাতে চাচ্ছি জ্ঞানের অপব্যবহার চলছে।

যদি পৃথিবী থেকে কলমের অফ ব্যবহারটা অবসান ঘটানো যায় তাহলে পৃথিবীতে সৌন্দর্য, সুখে এবং শান্তিতে পৃথিবীটি সবুজের প্রফুল্ল হবে।একটি সুন্দর পৃথিবী চাই একটি সুন্দর মানবতা চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না।যেখানে সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা যাবে সবার হাতে হাত মিলিয়ে সামনের দিকে এগোনো যাবে সবার সঙ্গে নির্দ্বিধায় ভাব বিনিময় করা যাবে তাহলে পৃথিবীটা আবারো সৌন্দর্য ও শান্তিতে ভরে উঠবে।

আমাদের শ্লোগান হওয়া উচিতঃ

কলমের সম্মান ফিরিয়ে চাই✍️✍️

কলমের সঠিক ব্যবহার চাই✍️✍️

ভালোবাসাময় পৃথিবী হক আলোকিত

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60352.73
ETH 2410.03
USDT 1.00
SBD 2.44